জোন হ্যাকেট
অবয়ব
জোন হ্যাকেট | |
---|---|
Joan Hackett | |
জন্ম | জোন অ্যান হ্যাকেট ১ মার্চ ১৯৩৪ ইস্ট হারলেম, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ৮ অক্টোবর ১৯৮৩ এনসিনো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৪৯)
মৃত্যুর কারণ | ডিম্বাশয়ের ক্যান্সার |
সমাধি | হলিউড ফরেভার সেমেটারি, ক্যালফোর্নিয়া |
জাতীয়তা | মার্কিন |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৫৯-১৯৮৩ |
দাম্পত্য সঙ্গী | রিচার্ড মুলিগান (বি. ১৯৬৬; বিচ্ছেদ. ১৯৭৩) |
জোন অ্যান হ্যাকেট (ইংরেজি: Joan Ann Hackett; জন্ম: ১ মার্চ ১৯৩৪ - ৮ অক্টোবর ১৯৮৩) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। ১৯৬০-এর দশকে তিনি দ্য গ্রুপ (১৯৬৬) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ বিদেশি অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং পশ্চিমা ধাঁচের উইল পেনি (১৯৬৭) চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। ১৯৮১ সালে অনলি হোয়েন আই লাফ চলচ্চিত্রে অভিনয় করে গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১]
টেলিভিশনে তিনি ১৯৬২ সালে বেন কেসি ধারাবাহিকে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন[২] এবং ১৯৭৮ সালে তিনি পিবিএস চ্যানেলের মিনি ধারাবাহিক মোর্নিং বিকামস্ ইলেক্ট্রা-এ ক্রিস্টিন ম্যানন চরিত্রে অভিনয় করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ পারনিক, জয়েস (১০ অক্টোবর ১৯৮৩)। "JOAN HACKETT, 49, THE ACTRESS; WON 1982 OSCAR NOMINATION"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৮।
- ↑ "Joan Hackett"। এমিস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে জোন হ্যাকেট সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে জোন হ্যাকেট (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে জোন হ্যাকেট (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জোন হ্যাকেট (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে জোন হ্যাকেট (ইংরেজি)
- রটেন টম্যাটোসে জোন হ্যাকেট (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে জোন হ্যাকেট (ইংরেজি)
বিষয়শ্রেণীসমূহ:
- ১৯৩৪-এ জন্ম
- ১৯৮৩-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- আইরিশ বংশোদ্ভূত অভিনেত্রী
- আইরিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ইতালীয় বংশোদ্ভূত অভিনেত্রী
- ইতালীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- নিউ ইয়র্ক শহরের অভিনেত্রী
- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
- মার্কিন টেলিভিশন অভিনেত্রী
- মার্কিন মঞ্চ অভিনেত্রী
- ক্যালিফোর্নিয়ায় ক্যান্সারে মৃত্যু
- ডিম্বাশয়ের ক্যান্সারে মৃত্যু
- হলিউড ফরেভার সেমাট্রিতে সমাহিত
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী - চলচ্চিত্র) বিজয়ী
- ড্রামা ডেস্ক পুরস্কার বিজয়ী
- থিয়েটার ওয়ার্ল্ড পুরস্কার বিজয়ী
- লস অ্যাঞ্জেলেসের অভিনেত্রী