কিম বেসিঙ্গার
কিম বেসিঙ্গার | |
---|---|
Kim Basinger | |
জন্ম | কিমিলা অ্যান বেসিঙ্গার ৮ ডিসেম্বর ১৯৫৩ অ্যাথেন্স, জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | জর্জিয়া বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেত্রী, গায়িকা, মডেল |
কর্মজীবন | ১৯৭১-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | রন স্নাইডার (বি. ১৯৮০; বিচ্ছেদ. ১৯৮৯) আলেক বল্ডউইন (বি. ১৯৯৩; বিচ্ছেদ. ২০০২) |
সন্তান | আয়ারল্যান্ড বল্ডউইন |
কিমিলা অ্যান বেসিঙ্গার (ইংরেজি: Kimila Ann Basinger; জন্ম: ৮ ডিসেম্বর ১৯৫৩)[১] হলেন একজন মার্কিন অভিনেত্রী, গায়িকা ও সাবেক ফ্যাশন মডেল। ১৯৭০-এর দশকে নিউ ইয়র্কে সফল মডেলিং কর্মজীবনের পর বেসিঙ্গার ১৯৭৬ সালে লস অ্যাঞ্জেলেসে এসে টেলিভিশনে অভিনয় শুরু করেন। তিনি কয়েকটি টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করার পর নাট্যধর্মী হার্ড কান্ট্রি (১৯৮১) দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়।
১৯৮০ ও ১৯৯০-এর দশকে যৌন আবেদনের প্রতীক স্বীকৃতি লাভ করা বেসিঙ্গার নেভার সে নেভার অ্যাগেইন (১৯৮৩) ছবিতে বন্ড গার্ল ডোমিনো পেটাচি চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।[২] পরবর্তীকালে তিনি দ্য ন্যাচারাল (১৯৮৪) ছবিতে অভিনয় করে প্রশংসা লাভ করেন এবং গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি কাল্ট যৌনউদ্দীপক চলচ্চিত্র নাইন অ্যান্ড হাফ উইকস (১৯৮৬) এবং টিম বার্টনের ব্লকবাস্টার ব্যাটম্যান (১৯৮৯) চলচ্চিত্রে অভিনয় করেন। ব্যাটম্যান তার অভিনয় জীবনের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। এল.এ. কনফিডেনশিয়াল (১৯৯৭) চলচ্চিত্রে তার প্রলুব্ধকর চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার ও একাডেমি পুরস্কার অর্জন করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল ব্লাইন্ড ডেট (১৯৮৭), প্রেট-এ-পোর্টার (১৯৯৪), আই ড্রিমড অব আফ্রিকা (২০০০), এইট মাইল (২০০২), সেলুলার (২০০৪), গ্রাজ ম্যাচ (২০১৩) এবং ফিফটি শেডস ডার্কার (২০১৭)।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]বেসিঙ্গার ১৯৫৩ সালের ৮ই ডিসেম্বর জর্জিয়া অঙ্গরাজ্যের অ্যাথেন্সে জন্মগ্রহণ করেন।[৩] তার মাতা অ্যাল লি কর্ডেল (১৯২৫-২০১৭) ছিলেন একজন মডেল, অভিনেত্রী ও সাতারু, যিনি এস্থার উইলিয়ামসের কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন।[৩][৪] তার পিতা ডোনাল্ড ওয়েড বেসিঙ্গার (১৯২৩-২০১৬) ছিলেন বিগ ব্যান্ডের সঙ্গীতজ্ঞ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সৈনিক। তিনি ডি-ডে'তে নরম্যান্ডিতে নেমেছিলেন। কিম তার পিতামাতার তৃতীয় সন্তান, তার দুই ভাই জেমস মাইকেল "মিক" ও স্কিপ এবং দুই বোন অ্যাশলি ও বারবারা। বেসিঙ্গারের পূর্বপুরুষেরা ইংরেজ, জার্মান, সুয়েডীয় ও স্কট-আইরিশ ছিলেন।[৫][৬] বেসিঙ্গার মেথডিস্ট ধর্মাবলম্বী হিসেবে বেড়ে ওঠেন।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Kim Basinger Biography"। বায়োগ্রাফি। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। ২৭ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Bond Girls: Never Say Never Again (1983)"। ফিল্মসাইট। এএমসি নেটওয়ার্কস। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৮।
- ↑ ক খ প্যারিস ২০০৭, পৃ. ৬৬।
- ↑ Georgia Alumni Record ১৯৪৮, পৃ. ৫৮।
- ↑ বালটেক, জো (২২ ডিসেম্বর ১৯৮৩)। "Kim Basinger – Information on the Academy Award Winning Actress and former fashion model"। ফিলাডেলফিয়া ডেইলি নিউজ। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৮।
- ↑ ইনসাইড দি অ্যাক্টরস স্টুডিও, ১৯৯৯-এ উল্লেখিত।
- ↑ উঞ্চ, ফিলিপ (২ আগস্ট ১৯৮৭)। "NADINE IS THAT YOU? Robert Benton needed a down-home girl to play a manicurist in his movie. He found her in Kim Basinger"। দ্য ডালাস মর্নিং। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৮।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- Georgia Alumni Record (ইংরেজি ভাষায়)। Alumni Society of the University of Georgia.। ১৯৪৮। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৮।
- প্যারিস, জেমস রবার্ট (২০১১)। The Hollywood Book of Extravagance: The Totally Infamous, Mostly Disastrous, and Always Compelling Excesses of America's Film and TV Idols (ইংরেজি ভাষায়)। জন উইলি অ্যান্ড সন্স। পৃষ্ঠা ২৮৮। আইএসবিএন 9781118039021। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- অলমুভিতে কিম বেসিঙ্গার
- ইন্টারনেট মুভি ডেটাবেজে কিম বেসিঙ্গার (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে কিম বেসিঙ্গার (ইংরেজি)
- রটেন টম্যাটোসে কিম বেসিঙ্গার (ইংরেজি)
পূর্বসূরী ক্লোদিন ওজে |
বন্ড গার্ল অভিনেত্রী থান্ডারবল অবলম্বনে ১৯৮৩ |
উত্তরসূরী জ্যানেট মন্টগামারি বেতার নাটক |
পূর্বসূরী মড অ্যাডামস |
বন্ড গার্ল 1983 |
উত্তরসূরী তানিয়া রবার্টস |
- ১৯৫৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- ইংরেজ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- জার্মান বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- সুয়েডীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- জর্জিয়ার (মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য) অভিনেত্রী
- জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- মার্কিন গায়িকা
- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
- মার্কিন টেলিভিশন অভিনেত্রী
- মার্কিন মঞ্চ অভিনেত্রী
- মার্কিন নারী মডেল
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী - চলচ্চিত্র) বিজয়ী
- স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী - চলচ্চিত্র) বিজয়ী
- জার্মান বংশোদ্ভূত অভিনেত্রী
- ব্রিটিশ বংশোদ্ভূত অভিনেত্রী
- স্কটিশ-আইরিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- মার্কিন নৃত্য সঙ্গীতজ্ঞ