Leon 's Reviews > একটি হাসপাতাল একজন নৃবিজ্ঞানী কয়েকটি ভাঙ্গা হাড়
একটি হাসপাতাল একজন নৃবিজ্ঞানী কয়েকটি ভাঙ্গা হাড়
by
by
প্রথমেই আত্মসমর্পণ করে নিচ্ছি। বইপড়ার জগতে আমার এই সামান্য জ্ঞানে সামান্য অভিজ্ঞতায় লেখার মধ্যে ভুল হতে পারে। হাসপাতাল সম্পর্কে প্রবল কৌতূহল থেকেই বইটা পড়া। আমি এখনও স্কুলের গণ্ডি পার হই নি। তারপরও আমার এই ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে যা অনুভব করেছি তাই লেখার চেষ্টা করছি।
হাসপাতালের মাধ্যমে বাংলাদেশের জনগোষ্ঠীর বৃহত্তর জনজীবনকে লেখক এই গ্রন্থে উপস্থাপন করেছেন। এই প্রতিষ্ঠানে বিদ্যমান দুর্নীতি, অনাচার, অবিচার, দুরব্যবহার, ডাক্তারদের ঊর্ধ্বতন মনোভাব, সরকারের পৃষ্ঠপোষকতার অভাব, নার্সদের সামাজিক অবস্থা যেন বৃহত্তর জনজীবনেরই প্রতিফলক। হাসপাতালে চতুর্থ শ্রেণির গোষ্ঠীর দাপট, রোগীদের প্রতি নার্সসহ সকলের দুরব্যবহার আমাকে ভয়ানক ভাবে আঘাত করেছে। অথচ কত হতাশা, জীবনের একেবারে শেষ প্রান্তে এসে আশার আলোর খোঁজে তারা হাসপাতালে থাকে দিনের পর দিন। কারো জীবনেরই নিশ্চয়তা নেই।
হাস্পাতালে আসা রোগীরা মূলত সমাজেরই একটি অংশ। হাসপাতালে দীর্ঘদিন ধরে চলতে থাকা নীতিহীন কর্মকাণ্ডসমুহ বাংলাদেশের সমাজেরই একটি বৃহৎ চিত্র অংকন করছে। এবং লেখক বইয়ের শেষাংশে এসবের পেছনের কারণগুলো অত্যন্ত সুন্দরভাবে একপেশে মনোভাব পোষণ না করে বিশ্লেষণ করেছেন। বইটি পাঠককে বাংলাদেশে চলমান রাজনীতির অসহায়ত্ব এবং সর্বোপরি বর্তমান বাংলাদেশের 'এই' অবস্থান সম্পর্কে ভাববার মতো কিছু সুযোগ সৃষ্টি করে দিবে এবং পরিশেষে এক অন্যরকম হাহাকার আর হতাশায় মুড়িয়ে দিয়ে যাবে।
হাসপাতালের মাধ্যমে বাংলাদেশের জনগোষ্ঠীর বৃহত্তর জনজীবনকে লেখক এই গ্রন্থে উপস্থাপন করেছেন। এই প্রতিষ্ঠানে বিদ্যমান দুর্নীতি, অনাচার, অবিচার, দুরব্যবহার, ডাক্তারদের ঊর্ধ্বতন মনোভাব, সরকারের পৃষ্ঠপোষকতার অভাব, নার্সদের সামাজিক অবস্থা যেন বৃহত্তর জনজীবনেরই প্রতিফলক। হাসপাতালে চতুর্থ শ্রেণির গোষ্ঠীর দাপট, রোগীদের প্রতি নার্সসহ সকলের দুরব্যবহার আমাকে ভয়ানক ভাবে আঘাত করেছে। অথচ কত হতাশা, জীবনের একেবারে শেষ প্রান্তে এসে আশার আলোর খোঁজে তারা হাসপাতালে থাকে দিনের পর দিন। কারো জীবনেরই নিশ্চয়তা নেই।
হাস্পাতালে আসা রোগীরা মূলত সমাজেরই একটি অংশ। হাসপাতালে দীর্ঘদিন ধরে চলতে থাকা নীতিহীন কর্মকাণ্ডসমুহ বাংলাদেশের সমাজেরই একটি বৃহৎ চিত্র অংকন করছে। এবং লেখক বইয়ের শেষাংশে এসবের পেছনের কারণগুলো অত্যন্ত সুন্দরভাবে একপেশে মনোভাব পোষণ না করে বিশ্লেষণ করেছেন। বইটি পাঠককে বাংলাদেশে চলমান রাজনীতির অসহায়ত্ব এবং সর্বোপরি বর্তমান বাংলাদেশের 'এই' অবস্থান সম্পর্কে ভাববার মতো কিছু সুযোগ সৃষ্টি করে দিবে এবং পরিশেষে এক অন্যরকম হাহাকার আর হতাশায় মুড়িয়ে দিয়ে যাবে।
Sign into Goodreads to see if any of your friends have read
একটি হাসপাতাল একজন নৃবিজ্ঞানী কয়েকটি ভাঙ্গা হাড়.
Sign In »
Reading Progress
Finished Reading
April 9, 2020
– Shelved