Daina Chakma's Reviews > একটি হাসপাতাল একজন নৃবিজ্ঞানী কয়েকটি ভাঙ্গা হাড়
একটি হাসপাতাল একজন নৃবিজ্ঞানী কয়েকটি ভাঙ্গা হাড়
by
by
আত্মজীবনী ব্যাতিত নন ফিকশন পড়ায় আমার ব্যপক আলস্য। এজন্য হার্ড কপি কিনে ফেলে রেখেছিলাম অনেক দিন হলো। গত দুইদিনে খানিকটা অবসর মেলায় পড়ে ফেললাম বইটা। অতি চমৎকার একখানা পুস্তক!
লেখক অত্যন্ত নির্মোহ দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের একটি অর্থোপেডিক হাসপাতালের বাস্তব চিত্র তুলে ধরেছেন যা আদতে রিপ্রেজেন্ট করছে সমগ্র দেশকে! সরকারী হাসপাতালের প্রতিটি স্তরের করাপশন, সীমাবদ্ধতা ব্যাখ্যা করেছেন রোগী, তাদের আত্মীয়, ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, ঝাড়ুদার, দারোয়ান এদের সবার প্রেক্ষাপট থেকে। পেশায় চিকিৎসক হবার সুবাদে হাসপাতাল জীবনের কিছু নিবিড় ছবি পর্যবেক্ষণের সুযোগ হাতে কলমে ঘটেছে। কিন্তু এই গবেষণা গ্রন্থ পাঠ করে অন্য সকল শ্রেণীর দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের হাসপাতাল, চিকিৎসা ব্যবস্থা অনুদাবনের সুযোগ পাচ্ছি৷
রোগীর আত্মীয়-স্বজনের ইতিবৃত্ত পড়তে গিয়ে ইন্টার্নশীপ পিরিয়ডের এক মজার অঘটনের কথা মনে পড়ে গেলো৷ তখন মেডিসিন ওয়ার্ডে প্লেসমেন্ট চলছিল। ধারণ ক্ষমতারও বেশী রোগী হাসপাতালে ভর্তি থাকার কারণে প্রফেসর রাউন্ড দেবার সময় রোগীর এটেন্ডেন্ট ওয়ার্ডে ভীড় করে থাকলে বেজায় চটে যেতাম৷ একবার হয়েছে কি রাউন্ড চলাকালীন সময়ে রোগীর সাথে একজনের অধিক এটেন্ডেন্ট থাকার কারণে এক লোককে আচ্ছামত বকে দিলাম। পরে রাউন্ড শেষে ডক্টরস রুমে আসার পর আমার এসিস্ট্যান্ট রেজিস্টার জানালেন উনি আমাদের আরেক ডিপার্টমেন্টের নতুন এসোসিয়েট প্রফেসর! বোঝেন আমার অবস্থা!
সে যাকগে। শাহাদুজ্জামান স্যারের লেখা এর আগে পড়েছিলাম কেবল ক্রাচের কর্নেল। তেমন দাগ কাটেনি মনে। বরং কর্নেল তাহেরকে হিরো হিসেবে উপস্থানের চেষ্টা কিঞ্চিত বিরক্তির উদ্রেক ঘটিয়েছিল। এই বই পড়ে রীতিমতো মুগ্ধ!
এক অধ্যায়ে "দারিদ্র" আর "দারিদ্র্য" এই দুই শব্দের প্রয়োগ দেখে খানিকটা কনফিউজড হয়ে গেছি। বানান ভুল নাকি আসলেই এই দুই শব্দের অর্থের ভিন্নতা আছে ব্যাপারটা কেউ ব্যাখ্যা করলে কৃতার্থ হবো!
রেটিং - ৪.৫/৫।
লেখক অত্যন্ত নির্মোহ দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের একটি অর্থোপেডিক হাসপাতালের বাস্তব চিত্র তুলে ধরেছেন যা আদতে রিপ্রেজেন্ট করছে সমগ্র দেশকে! সরকারী হাসপাতালের প্রতিটি স্তরের করাপশন, সীমাবদ্ধতা ব্যাখ্যা করেছেন রোগী, তাদের আত্মীয়, ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, ঝাড়ুদার, দারোয়ান এদের সবার প্রেক্ষাপট থেকে। পেশায় চিকিৎসক হবার সুবাদে হাসপাতাল জীবনের কিছু নিবিড় ছবি পর্যবেক্ষণের সুযোগ হাতে কলমে ঘটেছে। কিন্তু এই গবেষণা গ্রন্থ পাঠ করে অন্য সকল শ্রেণীর দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের হাসপাতাল, চিকিৎসা ব্যবস্থা অনুদাবনের সুযোগ পাচ্ছি৷
রোগীর আত্মীয়-স্বজনের ইতিবৃত্ত পড়তে গিয়ে ইন্টার্নশীপ পিরিয়ডের এক মজার অঘটনের কথা মনে পড়ে গেলো৷ তখন মেডিসিন ওয়ার্ডে প্লেসমেন্ট চলছিল। ধারণ ক্ষমতারও বেশী রোগী হাসপাতালে ভর্তি থাকার কারণে প্রফেসর রাউন্ড দেবার সময় রোগীর এটেন্ডেন্ট ওয়ার্ডে ভীড় করে থাকলে বেজায় চটে যেতাম৷ একবার হয়েছে কি রাউন্ড চলাকালীন সময়ে রোগীর সাথে একজনের অধিক এটেন্ডেন্ট থাকার কারণে এক লোককে আচ্ছামত বকে দিলাম। পরে রাউন্ড শেষে ডক্টরস রুমে আসার পর আমার এসিস্ট্যান্ট রেজিস্টার জানালেন উনি আমাদের আরেক ডিপার্টমেন্টের নতুন এসোসিয়েট প্রফেসর! বোঝেন আমার অবস্থা!
সে যাকগে। শাহাদুজ্জামান স্যারের লেখা এর আগে পড়েছিলাম কেবল ক্রাচের কর্নেল। তেমন দাগ কাটেনি মনে। বরং কর্নেল তাহেরকে হিরো হিসেবে উপস্থানের চেষ্টা কিঞ্চিত বিরক্তির উদ্রেক ঘটিয়েছিল। এই বই পড়ে রীতিমতো মুগ্ধ!
এক অধ্যায়ে "দারিদ্র" আর "দারিদ্র্য" এই দুই শব্দের প্রয়োগ দেখে খানিকটা কনফিউজড হয়ে গেছি। বানান ভুল নাকি আসলেই এই দুই শব্দের অর্থের ভিন্নতা আছে ব্যাপারটা কেউ ব্যাখ্যা করলে কৃতার্থ হবো!
রেটিং - ৪.৫/৫।
Sign into Goodreads to see if any of your friends have read
একটি হাসপাতাল একজন নৃবিজ্ঞানী কয়েকটি ভাঙ্গা হাড়.
Sign In »
Reading Progress
March 26, 2018
– Shelved
March 26, 2018
– Shelved as:
to-read
August 3, 2019
–
Started Reading
August 5, 2019
–
Finished Reading
May 30, 2020
– Shelved as:
nonfiction