হেক্সিন
হেক্সিন একটি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, এর সমগোত্রীয় শ্রেণীর অনুতে কার্বন=কার্বন দ্বিবন্ধন (C=C) বিদ্যমান। হেক্সিন সাধারণভাবে এলকিন বা অলেফিনস নামে পরিচিত। লাতিন অলেফিনস মানে তৈল উৎপাদনকারী। এই যৌগগুলো ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ডাইক্লোরাইড গঠন করে যা তৈলজাতীয় যৌগ।
- CH3-CH2-CH2-CH2-CH= CH2 + Cl2 = CH3-CH2-CH2-CH2-CHCl-CH2Cl
এটি একটি মুক্ত শিকল অ্যালকিন।
সংকেত
[সম্পাদনা]- হেক্সিনের রাসায়নিক সংকেতঃ C6H12
- হেক্সিনের রাসায়নিক সংকেতঃ CH3-CH2-CH2-CH2-CH=CH2
উৎস
[সম্পাদনা]প্রকৃতিতে প্রাপ্ত
[সম্পাদনা]হেক্সিন দুই পদ্ধতিতে উৎপাদন করা যায়। ভাঙন বা ক্রাকিং পদ্ধতিতে পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত হাইড্রোকার্বন থেকে এটি আহরণ করা হয়। আমেরিকায় প্রাকৃতিক গ্যাস এবং ইউরোপে অপরিশোধিত তেলের ন্যাপথা অংশ থেকে হেক্সিন পাওয়া যায়। করে।[১] উচ্চ তাপমাত্রা ও চাপে হেক্সেনকে ভাঙলে হেক্সিন পাওয়া যায়। সেই সাথে কিছু এলকেনও উৎপন্ন হয়। হেক্সেন---> হেক্সিন + অ্যালকেন
পরীক্ষাগারে প্রস্তুতি
[সম্পাদনা]পরীক্ষাগারে অধিক পরিমাণ গাঢ় সালফিউরিক এসিডের সাথে হেক্সানলকে উত্তপ্ত করলে হেক্সিন উৎপন্ন হয়। CH3-CH2-CH2-CH2-CH-OH + H2SO4 = CH3-CH2-CH2-CH2-CH=CH2 + (H2O + H2SO4)
শিল্পোৎপাদন পদ্ধতি
[সম্পাদনা]শিল্প কারখানায় হেক্সিন উৎপাদনে বেশ কয়েকটি পদ্ধতি অনুসরণ করা হয়।
অ্যালকোহল থেকে
[সম্পাদনা]হেক্সানলকে উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম অক্সাইডের উপর দিয়ে প্রবাহিত করলে প্রচুর পরিমাণে হেক্সিন উৎপন্ন হয়। এক্ষেত্রে এলুমিনা (AL2O3) নিরুদক হিসেবে কাজ করে।
হেক্সাইন থেকে
[সম্পাদনা]লেড এবং বেরিয়াম সালফেট এর উপস্থিতিতে হেক্সাইনএর সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে হেক্সিন উৎপন্ন করে।
বৈশিষ্ট্য
[সম্পাদনা]স্বাভাবিক তাপমাত্রায় তরল। হেক্সিন হেক্সেনের ন্যায় অপোলার জৈব দ্রাবকে দ্রবনীয় কিন্তু পোলার দ্রাবক যেমন পানিতে অদ্রবনীয়। হেক্সিনের সাথে নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন অণু যুক্ত হয়ে হেক্সেন তৈরী করে।[২]