স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র
অনৈচ্ছিক স্নায়ুতন্ত্র | |
---|---|
বিস্তারিত | |
শনাক্তকারী | |
লাতিন | Autonomici systematis nervosi |
মে-এসএইচ | D001341 |
টিএ৯৮ | A14.3.00.001 |
টিএ২ | 6600 |
এফএমএ | FMA:9905 |
শারীরস্থান পরিভাষা |
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রবাঅনৈচ্ছিক স্নায়ু তন্ত্র (ইংরেজি: Autonomic nervous system/Vegetative nervous system) প্রান্তীয় স্নায়ুতন্ত্রের বিভাগ। যার কাজকর্ম মানুষের ইচ্ছার অধীন নয়। মানুষের অভ্যন্তরীণ অঙ্গ যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, রক্তপ্রবাহ, মসৃণ পেশীর উপর প্রভাব ফেলে।[১][২] অনৈচ্ছিক স্নায়ুতন্ত্র দুই ভাগে বিভক্ত সমবেদী এবং পরাসমবেদী। সমবেদী এবং পরাসমবেদী স্নায়ুতন্ত্র মিলেমিশে কাজ করে এবং দেহের সাম্যাবস্থা বজায় রাখে। বিশ্রাম ও ঘুমের সময় সমবেদী স্নায়ুতন্ত্রের সক্রিয়তা বেড়ে যায়। সমবেদী স্নায়ুতন্ত্র মানব দেহকে জরুরি অবস্থা মোকাবেলার জন্য তৈরি করে। হৃৎস্পন্দন দ্রুততর হয়, রক্তচাপ বৃদ্ধি পায় এবং প্রান্তীয় ধমনির সংকোচন ঘটে। মস্তিষ্ক, হৃৎপিণ্ড ও স্বৈরপেশীতে রক্ত চলাচল বাড়ে। পরাসমবেদী স্নায়ুতন্ত্র দেহে শক্তি সংরক্ষণে সাহায্য করে।
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কাজ
[সম্পাদনা]এই স্নায়ুতন্ত্র বিভিন্ন প্রকার আন্তরযন্ত্রের (যেমন হৃদযন্ত্র, যকৃত, পাকস্থলী ইত্যাদি) ক্রিয়াকলাপ সুষ্ঠুভাবে পরিচালনা ও তাদের ক্রিয়ার মধ্যে সামঞ্জস্য রক্ষা করে। স্বয়ংক্রিয় স্নায়ুর কাজ একেবারেই স্বাধীন, আমাদের ইচ্ছার ওপর নির্ভর করে না। এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে এই তন্ত্রের স্নায়ুবিক পদার্থের (Nervous matter) উপস্থিতি। এগুলিকে অটনমিক গ্যাংলিয়ন (Autonomic ganglion) বলে। একাধিক স্নায়ুকোষ একত্রে গ্যাংলিয়ন গঠন করে। এদের কাজ উদ্দীপনা বা স্পন্দন গ্রহণ ও পরবর্তী স্নায়ুতে প্রেরণ। সাধারণ স্নায়ুতন্ত্রে এই রকম গ্যাংলিয়ন থাকে না। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে নিম্নলিখিত দুভাগে ভাগ করা যায়:
১. সিম্পাথেটিক স্নায়ুতন্ত্র (Sympathetic Nervous System): এইপ্রকার স্নায়ুতন্ত্রের কাজ সাধারণত ধ্বংসাত্মক (Katabolic)। এগুলি সুষুম্না-স্নায়ু থেকে বেরিয়ে তাদের নির্দিষ্ট গ্যাংলিয়নে প্রবেশ করে। তারপর সেখান থেকে বিভিন্ন আন্তরযন্ত্রে স্নায়ুগুলি পৌঁছায়। এই স্নায়ুর প্রভাবে অশ্রু, লালারস প্রভৃতির ক্ষরণ বৃদ্ধি পায়। হৃদ্ঘাতের এবং রক্তচাপের মাত্রা বাড়ে। অগ্ন্যাশয়ের হরমোন নিঃসরণ কমে যায়। রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়। মূত্র থলি পূর্ণ করার ব্যাপারে এই ধরনের স্নায়ু উল্লেখযোগ্য অংশ গ্রহণ করে।
২. প্যারাসিম্পাথেটিক স্নায়ুতন্ত্র (Parasympathetic Nervous System): এই তন্ত্র সাধারণত গঠনাত্মক (Anabolic) কাজ করে। এটি তৃতীয়, সপ্তম, নবম, দশম এই কয়েকটি করোটি-স্নায়ু ও কিছুসংখ্যক সুষুম্না-স্নায়ুর স্নায়ুকেন্দ্র থেকে উৎপন্ন হয়। এর প্রভাবে হৃদযন্ত্রের গতি ও রক্তের চাপ কমে। অধিকাংশ রক্তনালী স্ফীত হয়। জারকরস নিঃসরণের পরিমাণ বৃদ্ধি পায় এবং পাকস্থলী ও অস্ত্রের নড়াচড়া ভালভাবে চলে, ফলে খাদ্যবস্তু সহজেই পাচিত হয়।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ডোরল্যান্ডের চিকিৎসাশাস্ত্র অভিধানে "autonomic nervous system"
- ↑ Schmidt, A; Thews, G (১৯৮৯)। "Autonomic Nervous System"। Janig, W। Human Physiology (2 সংস্করণ)। New York, NY: Springer-Verlag। পৃষ্ঠা 333–370।
- ↑ মাধ্যমিক জীবন বিজ্ঞান: তুষারকান্তি ষন্নিগ্রহী, শ্রীভূমি পাবলিশিং কোম্পানি, কলকাতা, বছর:১৯৮৬,পৃঃ ১২,১৩