শেভাত
অবয়ব
শেভাত | |
---|---|
স্থানীয় নাম | שְׁבָט (হিব্রু) |
বর্ষপঞ্জি | হিব্রু বর্ষপঞ্জি |
মাসের ক্রম | ১১ |
দিনের সংখ্যা | ৩০ |
ঋতু | শীত (উত্তর গোলার্ধে) |
গ্রেগরীয় সমতুল্য | জানুয়ারি–ফেব্রুয়ারি |
গুরুত্বপূর্ণ দিবস | তু বিশভাত |
শেভাত (হিব্রু: שְׁבָט; আক্কাদীয় Šabātu থেকে) সাধারণ পঞ্জির পঞ্চম মাস (যা তিশ্রেই থেকে শুরু হয়) এবং ইহুদি ধর্মপঞ্জির একাদশ মাস (যা নিসান থেকে শুরু হয়)। এই মাসে ত্রিশ দিন রয়েছে। শেভাত সাধারণত গ্রেগরীয় বর্ষপঞ্জির জানুয়ারি-ফ্রেব্রুয়ারিতে পড়ে। এই মাসের নামটি ব্যাবিলনীয় বন্দিদশার সময়ে আক্কাদীয় ভাষা থেকে নেওয়া হয়েছে। এই নামের ধারণাকৃত উৎস ধারণা করা হয় "Šabātu" কে এক্স যার অর্থ আকষ্মিকতা যা মূলত ঋতুর ভারি বৃষ্টিকে নির্দেশ করে থাকে। ইহুদি সূত্রগুলোতে এই মাসটির নাম প্রথম উল্লেখ করা হয় হিব্রু বাইবেলের সখরিয়র পুস্তকে।
ছুটির দিন ও উদযাপিত দিবস সমূহ
[সম্পাদনা]- ১৫ শেভাত – তু বিশভাত
ইতিহাস ও ধর্মে
[সম্পাদনা]- ১ শেভাত – মোশি তোরাহ পুনরাবৃত্তি করে শোনান (দ্বিতীয় বিবরণ ১:৩)।
- ২ শেভাত (আনু ১৬২৮ খ্রিস্টপূর্ব) – আশেরর জন্ম।
- ১০ শেভাত (১৯৫০) - ষষ্ঠ চাবাদ রাব্বাই ইয়োসেফ ইশহাক শিনিয়ার্সনের মৃত্যু।
- ১০ শেভাত (১৯৫১) the মিনাখিম মেন্ডেল শিনিয়ার্সন চাবাদ আন্দোলনের নেতৃত্বের প্রস্তাব গ্রহ্ণ করেন।
- ২৪ শেভাত (৫১৭ খ্রিস্টপূর্ব) – সখরিয়র ভবিষ্যতবাণী (সখরিয়র পুস্তক ১:৭–১৬)।
- ২৮ শেভাত (আনু ১৩৪ খ্রিস্টপূর্ব) – পঞ্চম এন্টিওকুস জেরুজালেম অবরোধ ও শহর ধ্বংস করার পরিকল্পনা বাতিল করেন যা ইহুদিদের ছুটির দিবস হিসেবে হাসমোনিয়ান সাম্রাজ্যে পালিত হতো[১] (মেগিলাত তা'আনিত)।
এই তালিকাটি অসম্পূর্ণ; এটি সম্প্রসারণ করে আপনি সাহায্য করতে পারেন। (সেপ্টেম্বর ২০২১) |
অন্যান্য ব্যবহার
[সম্পাদনা]- Šubāṭ (আরবি: ﺷﺒﺎﻂ) এবং Şubat [ʃuˈbat] আরবি ও তুর্কি ভাষায় ফেব্রুয়ারি মাসের নাম।
- ব্যাবিলনীয় বর্ষপঞ্জিতে এই মাসের নাম "আরা সাবাতু"।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "চাবাদ ইহুদি বর্ষপঞ্জি" (ইংরেজি ভাষায়)। চাবাদ। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১২।