তেভেত
অবয়ব
তেভেত | |
---|---|
স্থানীয় নাম | טֵבֵת (হিব্রু) |
বর্ষপঞ্জি | হিব্রু বর্ষপঞ্জি |
মাসের ক্রম | ১০ |
দিনের সংখ্যা | ২৯ |
ঋতু | শীত (উত্তর গোলার্ধে) |
গ্রেগরীয় সমতুল্য | ডিসেম্বর–জানুয়ারি |
গুরুত্বপূর্ণ দিবস | হানুক্কাহ দশম তেভেত |
তেভেত (হিব্রু ভাষায়: טֵבֵת; আক্কাদীয় ṭebētu থেকে) সাধারণ পঞ্জির চতুর্থ এবং ইহুদি ধর্মপঞ্জির দশম মাস। এই মাসের পূর্বে কিসলেভ ও পরে শেভাত রয়েছে। এই মাসে ২৯টি দিন বিদ্যমান। গ্রেগরীয় বর্ষপঞ্জির ডিসেম্বর-জানুয়ারিতে পড়ে এই হিব্রু মাস। ব্যাবিলনীয় বর্ষপঞ্জিতে এর নাম আরা তেবেতাম, যার অর্থ "কর্দমাক্ত মাস"।
গ্রেগরীয় নববর্ষ
[সম্পাদনা]গ্রেগরীয় নববর্ষ দিবস (১ জানুয়ারি) সর্বদা এই মাসের কাছাকাছি ঘটে। শুধু মাঝেমধ্যে গ্রেগরীয় নববর্ষ কিসলেভ বা শেভাতে ঘটে।
পবিত্র দিন ও উদযাপিত দিবস সমূহ
[সম্পাদনা] ২৫ কিসলেভ – ২ তেভেত – হানুক্কাহ (অথবা ৩ তেভেত যদি কিসলেভ মাস ১ দিন সংক্ষিপ্ত হয়)।
১০ তেভেত – দশম তেভেত (আসারা বে'তেভেত), ইহুদিদের একটি উপবাস দিবস।
সম্প্রদায়ভিত্তিক ছুটির দিন
[সম্পাদনা]- ৫ তেভেত রাব্বাই জোসেফ আইজ্যাক শিনিয়ার্সনের বইগুলোর উত্তরাধিকার সংক্রান্ত ১৯৮৭ সালের রায় স্মরণে চাবাদ হাসিদিমের এই ছুটির দিনটি উদযাপন করা হয়।
ইতিহাস ও ধর্মে
[সম্পাদনা]- ১ তেভেত (আনু ৪৭৯ খ্রিস্টপূর্ব) – ইষ্টেরকে রাজা অহশ্বেরশেরের প্রাসাদে নিয়ে যাওয়া হয় যার ফলাফলস্বরূপ ইষ্টের রাণী হিসেবে ভূষিত হন। (ইষ্টের পুস্তক ২:১৬-১৭)।
- ১০ তেভেত (৫৮৮ খ্রিস্টপূর্ব) – নেবুচাদনেজারের সেনারা জেরুজালেম অবরোধ করে, যা এখন ইহুদিদের উপবাস দিবস।
- ১০ তেভেত (৪৭৯ খ্রিস্টপূর্ব) – ইষ্টের রাজা অহশ্বেরশেরের সামনে প্রথমবারের মত উপস্থিত হন এবং রাণী হিসেবে নির্বাচিত হন।
- ১১ তেভেত (১৬৬৮) – পবিত্র রোম সাম্রাজ্যের সম্রাট প্রথম লিওপল্ডের আমলে ইহুদিদের ভিয়েনা থেকে বহিষ্কার করা হয়।
- ১৭ তেভেত (১৭২৮) – নিউ ইয়র্কের প্রথম ইহুদি মন্দির শেরিথ ইস্রায়েল লোয়ার ম্যানহাটনে নির্মিত হয়।
- ২০ তেভেত (১৪৮৩) – ব্যাবিলনীয় তালমুদের প্রথম খণ্ড ট্র্যাকটেট বেরাখট ইটালির সনিকো শহরে ছাপানো হয়।
- ২২ তেভেত (১৪৯৬) – স্পেন থেকে বহিষ্কারের চার বছর পর পর্তুগাল থেকে এই দিনে ইহুদিদের তাড়িয়ে দেওয়া হয়।
- ২৪ তেভেত (খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী) – ইহুদি বয়োজ্যেষ্ঠগণ মিশরের ফারাও দ্বিতীয় টলেমি ফিলাদেলফাজের জন্য হিব্রু বাইবেলকে গ্রিক ভাষায় অনুবাদের কাজ শুরু করে।[১]
- ২৪ তেভেত (১৮১২) - চাবাদ দর্শনের প্রতিষ্ঠাতা আল্টার রেব্বের মৃত্যু।
- ২৫ তেভেত (১৫৫৯) – খভত হা'লেভাভত প্রকাশিত হয়।[তথ্যসূত্র প্রয়োজন]
শমরীয় কর্তৃক ইহুদিদের বিশ্বাসঘাতকতার অভিযোগ জানার পর মহান আলেকজান্ডার তাদের সাথে দেখা করেন। [২]
- ২৮ তেভেত (৮১ খ্রিস্টপূর্ব) – শিমন বেন শেতাখ সানহেদ্রিন বিচারসভা থেকে সেদুকিমদের বের করে মিশনাহের প্রতি বিশ্বস্ত ফরিশীদের স্থাপন করেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Mordechai Margoliouth (ed.), Halakhot Eretz Yisrael min ha-Genizah, Mossad Harav Kook: Jerusalem 1973, p. 141 (Hebrew)
- ↑ talmud yoma tractate p.69a
- ↑ "Day View"।
Shimon ben Shetach successfully completed the expulsion of the Sadducees (a sect which denied the Oral Torah and the authority of the Sages) who had dominated the Sanhedrin (Supreme Court), replacing them with his Torah-loyal Pharisaic disciples
বহিঃসংযোগ
[সম্পাদনা]এই তালিকাটি অসম্পূর্ণ; এটি সম্প্রসারণ করে আপনি সাহায্য করতে পারেন। (সেপ্টেম্বর ২০২১) |