User:Imonreza
স্বাগতম। এই পাতাটি দেখতে আসার জন্য আপনাকে ধন্যবাদ।
আজ January 6, 2025।
এই মুহূর্তে উইকিমিডিয়া কমন্স এ মোট পৃষ্ঠা সংখ্যাঃ 147,705,043।
মোট ফাইলের সংখ্যাঃ 112,425,693।
মোট ব্যবহারকারীর সংখ্যাঃ 13,138,106
আমি ও আমার প্রাক-কথন
[edit]আমি ইমন রেজা। এটি আমার ব্যবহারকারী পাতা। আমি লেখালেখি করি। মূলতঃ কবিতা লেখার চেষ্টা করি। এছাড়া বিভিন্ন বাংলা ব্লগ ও কমিউনিটি ব্লগে লিখে থাকি। আমার জন্মস্থান বাংলাদেশ এর গাজীপুর জেলার শ্রীপুর-এ। আমার বাবা নিজাম উদ্দিন আহমেদ ও মা রওশন আরা হেনা। তিন ভাইয়ের মধ্যে আমি প্রথম। আমার জন্মতারিখ ০৫ মে, জন্মরাশি বৃষ। আমি মুসলিম, আমার রক্তের গ্রুপ 'ও' পজেটিভ। আমি বর্তমানে ঢাকার মিরপুরে বসবাস করছি। ঢাকায় আমি একটি হাউজ পরিচালনা করছি। আমার প্রতিষ্ঠানের নাম নন্দন নেটওয়ার্ক লিমিটেড।
উইকিপিডিয়ায় আমি এই একাউন্টটি করেছিলাম ২০১১ সালের ১৪ জুলাই; যদিও আমি ২০০৫ সাল থেকেই উইকিপিডিয়া ব্যবহার করা জেনেছিলাম। ইন্টারনেটে যেকোনো অজানা বিষয় জানতেই আমি উইকিপিডিয়ার দ্বারস্থ হতাম। কিন্তু উইকি সম্পাদনায় কোনো সিরিয়াস ইচ্ছে বা আগ্রহ আমার ছিলোনা। সম্প্রতি এই ২০১৪ সালের অক্টোবরে এসে আমি সম্পাদনায় আগ্রহ পাচ্ছি। ফলে বাংলা উইকিপিডিয়ায় আমি সম্পাদনায় ও নিবন্ধ তৈরিতে একটু মনোযোগী হওয়ার ইচ্ছে করছি।
আমার ভালোলাগার জায়গা সাহিত্য, সংস্কৃতি, গ্রামীন ও সামাজিক অবকাঠামো, সামাজিক উন্নয়ন। ফলে, আমি এই বিষয়গুলো সংশ্লিষ্ট নিবন্ধ তৈরিতে ও সম্পাদনায় বেশি আগ্রহ বোধ করে থাকি।
আমার লেখালেখি ও সামাজিক যোগাযোগ মাধ্যম:
[edit]* আমার ফেসবুক পেজ * আমার পার্সোনাল ব্লগ- আমার আমি * আমার গুগুল প্লাস * লিংকডইন-এ আমি
উইকিপিডিয়ায় অামার অবদান
[edit]২০১১ সালের ১৪ জুলাই আমি উইকিপিডিয়ায় একাউন্ট করি। আর প্রথম সম্পাদনা করি ১৬ জুলাই ২০১১তে আর নিকটতম সময়ে টুকটাক কিছু সম্পাদনা করেছি। এরপর দীর্ঘ বিরতি। আবার সিরিয়াসলি শুরু করেছি ৪ অক্টোবর ২০১৪ এ। এটাই আমার শুরু বলতে পারেন।
- ০০৫০ তম সম্পাদনা: অক্টোবর ০৭, ২০১৪।
- ০১০০ তম সম্পাদনা: অক্টোবর ০৯, ২০১৪।
- ০২০০ তম সম্পাদনা: অক্টোবর ১১, ২০১৪।
- ০৫০০ তম সম্পাদনা: নভেম্বর ২৭, ২০১৭ ইং।
- ১০০০ তম সম্পাদনা: ডিসেম্বর ০৯, ২০১৭ ইং।
উইকিপিডিয়ায় আমার সামান্য কাজের সার-সংক্ষেপ দেখতে এখানে যেতে পারেন।
আমার নিবন্ধ/আলাপ ইত্যাদি সম্পর্কিত তথ্য পেতে যেতে পারেন এই লিংকে।
আরো দেখতে পারেন
[edit]
এটি উইকিপিডিয়ার একটি ব্যবহারকারী পাতা
এটি কোনো বিশ্বকোষীয় নিবন্ধ নয়। যদি আপনি উইকিপিডিয়া ব্যতীত অন্য কোথাও এই পাতাটি দেখতে পান তবে আপনি এটির একটি অনুলিপি দেখছেন মাত্র। মূল ব্যবহারকারী পাতাটি পাওয়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন—
|