৮ সেপ্টেম্বর
অবয়ব
<< | সেপ্টেম্বর | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | |||||
২০২৪ |
৮ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫১তম (অধিবর্ষে ২৫২তম) দিন। বছর শেষ হতে আরো ১১৪ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
[সম্পাদনা]- ১৩৮০ - কুলিকভোর যুদ্ধে রুশ সৈন্যরা তাতার এবং মঙ্গল সৈন্যের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে তাদের অগ্রযাত্রা রুখে দেয়।
- ১৪৪৯ - ‘তুমু’ যুদ্ধে মঙ্গোলিয়ানরা চায়নিজ রাজত্ব দখলে নেয়।
- ১৫০৪ - মিকেলাঞ্জেলার ডেভিড চিত্রকর্মটি ফ্লোরেন্সে উন্মোচিত করা হয়।
- ১৫১৪ - ‘অরসা’ যুদ্ধ, শতাব্দীর একটি বড় যুদ্ধ এটি। লিথুনিয়ান এবং পোল্স রুশ সেনাবাহিনীকে পরাজিত করেছিল।
- ১৫৮৮ - ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ মারাঁ মের্সেন জন্মগ্রহন করেন।
- ১৭৬৩ - ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার পর প্যারিস সমঝোতা অনুযায়ী শেষ পর্যন্ত কানাডা ফরাসী দখলদারিত্ব থেকে মুক্ত হয় এবং বৃটেন ঐ চুক্তির প্রতি সমর্থন জানায়।
- ১৮৩১ - চতুর্থ উইলিয়ম গ্রেট ব্রিটেনের সম্রাট পদে অধিষ্ঠিত হন।
- ১৮৮৬ - দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের পত্তন হয়।
- ১৯০৩ - বুলগেরিয়ার ৫০ হাজার মানুষকে হত্যা করে তুর্কিরা।
- ১৯০৭ - সান ইয়াত্ সেন চীনে প্রজাতান্ত্রিক আন্দোলন কুয়োমিনটাং গঠন করেন।
- ১৯৪১ - জার্মানীর নাৎসী বাহিনী তিন মাস ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নে হামলা চালানোর পর লেলিনগ্রাড অবরোধ করতে সক্ষম হয়।
- ১৯৪৩ - মিত্র শক্তির কাছে ইতালি নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ১৯৫১ - সান ফ্রান্সিসকোতে ৪৯টি দেশ জাপানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করে।
- ১৯৫২ - জেনেভায় বিশ্বের ৩৫টি দেশের গ্রন্থস্বত্ব কনভেনশন অনুষ্ঠিত হয়।
- ১৯৫৪ - ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার যৌথ প্রতিরক্ষা বিষয়ক সিটো চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৬১ - সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্ট দ্য গল একটি গুপ্তহত্যার ঘটনায় রক্ষা পান ।
- ১৯৬২ - চীন-ভারত সীমান্ত সংঘর্ষ শুরু হয়।
- ১৯৬৬ - জাতিসংঘের ই.এস.সি সংস্থার ১৪তম অধিবেশনে সিদ্ধান্ত নেয়া হয় যে, প্রত্যেক বছরের ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হবে।
- ১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জায়ারে।
- ১৯৮১ - যুগোশ্লাভিয়া থেকে মেসিডোনিয়া স্বাধীনতা লাভ করে।
- ১৯৯৩ - চীনের লাওনিং প্রদেশের ২০ বছর বয়সী যুবক খেলোয়াড় ওয়াং জুনসিয়া এবং ইয়ুনন্নান প্রদেশের ২৬ বছর বসয়ী খেলোয়াড় চোং হুয়াটি নারী ১০ হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড ভাঙ্গেন।
- ২০০১ - সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপে বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল তার অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড করেন।
- ২০২২ - দিল্লির ইন্ডিয়া গেটে উন্মোচিত হল নেতাজী সুভাষচন্দ্র বসুর ২৮ ফুট উচ্চতার কালো গ্রানাইটের মূর্তি আর এই দিনেই ঘটল দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু ও রাষ্ট্রীয় শেষকৃত্য
জন্ম
[সম্পাদনা]- ৮২৮ - আলী আল-হাদী, ছিলেন নবী মুহম্মদ (সাঃ) এর একজন বংশধর এবং দ্বাদশী শিয়া মুসলমানদের দশম ইমাম। (মৃ. ৮৬৮)
- ১১৫৭ - প্রথম রিচার্ড, ইংল্যান্ডের রাজা ছিলেন। (মৃ. ১১৯৯)
- ১৫৮৮ - মারাঁ মের্সেন, একজন ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ। (মৃ. ১৬৪৮)
- ১৭৬৭ - আউগুস্ট ভিলহেল্ম ফন শ্লেগেল, জার্মান কবি, অনুবাদক ও সমালোচক। (মৃ. ১৮৪৫)
- ১৮৩০ - ফ্রেদেরিক মিস্ত্রাল, নোবেলজয়ী [১৯০৪] ফরাসি কবি। (মৃ. ২৫/০৩/১৯১৪)
- ১৮৪১ - আন্তনিন দ্ভরাক, ছিলন একজন চেক রোমান্টিক সঙ্গীতের সুরকার। (মৃ. ১৯০৪)
- ১৮৮৭ - শিবানন্দ সরস্বতী, একজন হিন্দু আধ্যাত্মিক গুরু এবং যোগ ও বেদান্তের প্রবক্তা ছিলেন। (মৃ. ১৯৬৩)
- ১৮৯২ - হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী, বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী।
- ১৯০১ - হেনড্রিক ভরবের্ড, দক্ষিণ আফ্রিকার রাজনীতিবিদ, সমাজবিজ্ঞানী এবং সাংবাদিক ছিলেন। (মৃ. ১৯৬৬)
- ১৯০৩ - অমলেন্দু দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক ও ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী।(মৃ. ০৮/০৯/১৯৫৫)
- ১৯১২ - কমরুদ্দীন আহমদ, লেখক ও রাজনীতিক।
- ১৯১৮ - ডেরেক হ্যারল্ড রিচার্ড বার্টন, একজন ব্রিটিশ জৈব রসায়নবিজ্ঞানী। তিনি রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। (মৃ. ১৯৯৮)
- ১৯১৯ - নিরঞ্জন ধর, যুক্তিবাদী সমাজবিজ্ঞানী ও মানবতাবাদী ঐতিহাসিক। (মৃ. ০৮/০৩/২০০২)
- ১৯২৫ - পিটার সেলার্স, একজন ইংরেজ চলচ্চিত্র অভিনেতা, কৌতুকাভিনেতা, ও সঙ্গীতশিল্পী। (মৃ. ১৯৮০)
- ১৯২৬ - ভুপেন হাজারিকা, স্বনামধন্য ভারতীয় সঙ্গীতশিল্পী। (মৃ. ০৫/১১/২০১১)
- ১৯৩২ - প্যাটসি ক্লাইন, ছিলেন একজন মার্কিন কান্ট্রি সঙ্গীতশিল্পী। (মৃ. ১৯৬৩)
- ১৯৩৩ - আশা ভোঁসলে, ভারতীয় গায়িকা।
- ১৯৪১ - বার্নি স্যান্ডার্স, একজন মার্কিন রাজনীতিবিদ।
- ১৯৪৫ - শেখ মোহাম্মদ আবদুল্লাহ, বাংলাদেশি রাজনীতিবিদ ও ধর্ম প্রতিমন্ত্রী। (মৃ. ২০২০)
- ১৯৪৬ - আজিজ সানকার, একজন তুরষ্ক বংশভূত আমেরিকান প্রাণরসায়ন বিদ এবং কোষ বৈজ্ঞানিক।
- ১৯৫৫ - ইমদাদুল হক মিলন, বাংলাদেশি কথাসাহিত্যিক ও নাট্যকার।
- ১৯৫৬ - অঞ্জু ঘোষ, বাংলাদেশি অভিনেত্রী।
- ১৯৭১ - মার্টিন ফ্রিম্যান, ইংরেজ অভিনেতা।
- ১৯৮৬ - জুয়াও মৌচিনয়ো, একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার।
- ১৯৮৭ - উইজ খলিফা, একজন মার্কিন র্যাপার, গীতিকার, এবং অভিনেতা।
- ১৯৮৯ - এভিচি, একজন সুইডিশ সংগীতশিল্পী, ডিজে, রিমিক্সার এবং রেকর্ড প্রযোজক ছিলেন। (মৃ. ২০১৮)
- ১৯৯৪ - ব্রুনো ফের্নান্দেস, একজন পর্তুগিজ পেশাদার ফুটবল খেলোয়াড়।
- ২০০২ - গেটন ম্যাটার্যাজো, একজন মার্কিন অভিনেতা।
মৃত্যু
[সম্পাদনা]- ১৮১১ - পিটার সিমোন পালাস, একজন জার্মান প্রাণিবিজ্ঞানী ও উদ্ভিদবিজ্ঞানী। (জ. ১৭৪১)
- ১৯৩৩ - প্রথম ফয়সাল, আরব বিদ্রোহের অন্যতম নেতা এবং ইরাকের প্রথম বাদশাহ। (জ. ১৮৮৩)
- ১৯৩৯ - স্বামী অভেদানন্দ, হিন্দু সন্ন্যাসী, রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা। (জ. ১৮৬৬)
- ১৯৪৩ - জুলিয়াস ফুচিক, চেক লেখক, সমালোচক, সাংবাদিক ও বামপন্থী স্বাধীনতা সংগ্রামী। (জ. ১৯০৩)
- ১৯৪৯ - রিচার্ড স্ট্রস, জার্মানীর বিখ্যাত সঙ্গীতজ্ঞ।
- ১৯৫৫ - অমলেন্দু দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক ও ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী। (জ. ০৮/০৯/১৯০৩)
- ১৯৬৫ - ডরথি ড্যানড্রিজ, একজন মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও নৃত্যশিল্পী ছিলেন। (জ. ১৯২২)
- ১৯৬৫ - হেরমান স্টাউডিঞ্জার, নোবেলজয়ী [১৯৫৩] জার্মান রসায়নবিদ। (জ. ১৮৮১)
- ১৯৮০ - উইলার্ড ফ্র্যাংক লিবি, একজন মার্কিন ভৌত রসায়নবিদ এবং রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। (জ. ১৯০৮)
- ১৯৮১ - হিদেকি ইউকাওয়া, একজন জাপানী তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এবং প্রথম জাপানী নোবেল পুরস্কার বিজয়ী। (জ. ১৯০৭)
- ১৯৮৫ - জন ফ্রাঙ্কলিন এন্ডারস, একজন মার্কিন বিজ্ঞানী। তিনি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। (জ. ১৮৮৭)
- ১৯৮৭ - শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী,বাঙালি বৈদিক পণ্ডিত ও বৈদিক রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। (জ. ০৫/০৩/১৯২৮)
- ২০০৩ - লেনি রিফনশ্টাল, ছিলেন জার্মান চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, সম্পাদক, আলোকচিত্রী, অভিনেত্রী ও নৃত্যশিল্পী। (জ. ১৯০২)
- ২০০৯ - অউ নিলস বোর ছিলেন একজন ডেনীয় পরমাণু পদার্থবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (জ. ১৯২২)
- ২০১৯ - ইউসুফ মুতালা, পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও দায়ী।
- ২০২২ - বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ। (জ. ১৯২৬)
ছুটি ও অন্যান্য
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে ৮ সেপ্টেম্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |