২০২০–২১ শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
অবয়ব
২০২০-২১ শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর | |||
---|---|---|---|
ওয়েস্ট ইন্ডিজ | শ্রীলঙ্কা | ||
তারিখ | ৩ মার্চ – ২ এপ্রিল ২০২১ | ||
অধিনায়ক |
ক্রেগ ব্রেদওয়েট (টেস্ট) কিরণ পোলার্ড (ওডিআই ও টি২০আই) |
দিমুথ করুনারত্নে (টেস্ট ও ওডিআই) অ্যাঞ্জেলো ম্যাথিউস (টি২০আই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজ ০–০ ব্যবধানে ড্র | ||
সর্বাধিক রান | ক্রেগ ব্রেদওয়েট (২৩৭) | লাহিরু থিরিমানে (২৪০) | |
সর্বাধিক উইকেট | কেমার রোচ (৯) | সুরঙ্গা লকমল (১১) | |
সিরিজ সেরা খেলোয়াড় | সুরঙ্গা লকমল (শ্রীলঙ্কা) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | শাই হোপ (২৫৮) | দানুষ্কা গুণতিলকা (১৮৭) | |
সর্বাধিক উইকেট | জেসন মোহাম্মদ (৬) | থিসারা পেরেরা (৩) | |
সিরিজ সেরা খেলোয়াড় | শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | লেন্ডল সিমন্স (৭৩) | পাথুম নিশাঙ্কা (৮১) | |
সর্বাধিক উইকেট | ওবেদ ম্যাককয় (৪) | ওয়ানিদু হাসারাঙ্গা (৮) |
শ্রীলঙ্কা ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট, তিনটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর করে, যা মার্চ থেকে এপ্রিল ২০২১-এ অনুষ্ঠিত হয়। [১][২]
দলীয় সদস্য
[সম্পাদনা]প্রস্তুতিমূলক খেলা
[সম্পাদনা]৮–১১ মার্চ ২০২১
|
ব
|
||
- ব্রেদওয়েট একাদশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
১৭–১৮ মার্চ ২০২১
|
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
টি২০আই সিরিজ
[সম্পাদনা]১ম টি২০আই
[সম্পাদনা] ৩ মার্চ ২০২১
১৮:০০ (রাত) |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- কেভিন সিনক্লেয়ার (ওয়েস্ট ইন্ডিজ), আশেন বান্দারা ও পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা) সব তার টি২০আই অভিষেক হয়।
- আকিলা ধনঞ্জয় (শ্রীলঙ্কা) হ্যাটট্রিক নিয়েছিল, শ্রীলঙ্কার হয়ে তৃতীয় বোলার হলেন টি২০আইতে হ্যাটট্রিক নিন।
- কিরণ পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) এক এক ওভারে ছয়টি ছক্কা, বোলিং অফ আকিলা ধনঞ্জয়, হয়ে উঠছে দ্বিতীয় ক্রিকেটার টি২০আইতে এটি অর্জন করবে।
২য় টি২০আই
[সম্পাদনা]৩য় টি২০আই
[সম্পাদনা]ওডিআই সিরিজ
[সম্পাদনা]১ম ওডিআই
[সম্পাদনা] ১০ মার্চ ২০২১
০৯:৩০ |
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আশেন বান্দারা ও পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা) উভয়ই তার ওডিআই অভিষেক হয়।
- দানুষ্কা গুণতিলকা শ্রীলঙ্কার বাইরে দেওয়া প্রথম ক্রিকেটার হয়েছিলেন মাঠে বাধা ওয়ানডেতে।
- শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ) ওয়ানডেতে নিজের দশম সেঞ্চুরি করেছিলেন।
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ১০, শ্রীলঙ্কা ০।
২য় ওডিআই
[সম্পাদনা] ১২ মার্চ ২০২১
০৯:৩০ |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ১০, শ্রীলঙ্কা ০।
৩য় ওডিআই
[সম্পাদনা] ১৪ মার্চ ২০২১
১৩:৩০ (দিন/রাত) |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- অ্যান্ডারসন ফিলিপ (ওয়েস্ট ইন্ডিজ) তার ওডিআই অভিষেক হয়।
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ১০, শ্রীলঙ্কা –২।
টেস্ট সিরিজ
[সম্পাদনা]১ম টেস্ট
[সম্পাদনা]২১–২৫ মার্চ ২০২১
|
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা) তার টেস্ট অভিষেক হয়।
- গ্রিগোরি ব্রেদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) আম্পায়ার হিসাবে তার প্রথম টেস্টে দাঁড়িয়ে।
- পাথুম নিশাঙ্কা শ্রীলঙ্কার হয়ে চতুর্থ ব্যাটসম্যান হয়েছিলেন টেস্টে অভিষেকের সেঞ্চুরি।
- নক্রুমা বোনার (ওয়েস্ট ইন্ডিজ) টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি করেছিলেন।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ২০, শ্রীলঙ্কা ২০।
২য় টেস্ট
[সম্পাদনা]২৯ মার্চ – ২ এপ্রিল ২০২১
|
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে তৃতীয় দিনে মাত্র ৪২.১ ওভারই সম্ভব হয়েছিল।
- ক্রেগ ব্রেদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) তার টেস্টে ৪,০০০ তম রান।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ২০, শ্রীলঙ্কা ২০।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Sri Lanka's Binura Fernando, Chamika Karunaratne test Covid-19-positive ahead of West Indies tour"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২১।
- ↑ "CWI and ESPN+ agree groundbreaking five-year USA media rights deal"। Cricket West Indies। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
ক্রিকেট প্রতিযোগিতা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |