বিষয়বস্তুতে চলুন

২০২০–২১ শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২০-২১ শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
 
  ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা
তারিখ ৩ মার্চ – ২ এপ্রিল ২০২১
অধিনায়ক ক্রেগ ব্রেদওয়েট (টেস্ট)
কিরণ পোলার্ড (ওডিআই ও টি২০আই)
দিমুথ করুনারত্নে (টেস্ট ও ওডিআই)
অ্যাঞ্জেলো ম্যাথিউস (টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ০–০ ব্যবধানে ড্র
সর্বাধিক রান ক্রেগ ব্রেদওয়েট (২৩৭) লাহিরু থিরিমানে (২৪০)
সর্বাধিক উইকেট কেমার রোচ (৯) সুরঙ্গা লকমল (১১)
সিরিজ সেরা খেলোয়াড় সুরঙ্গা লকমল (শ্রীলঙ্কা)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান শাই হোপ (২৫৮) দানুষ্কা গুণতিলকা (১৮৭)
সর্বাধিক উইকেট জেসন মোহাম্মদ (৬) থিসারা পেরেরা (৩)
সিরিজ সেরা খেলোয়াড় শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান লেন্ডল সিমন্স (৭৩) পাথুম নিশাঙ্কা (৮১)
সর্বাধিক উইকেট ওবেদ ম্যাককয় (৪) ওয়ানিদু হাসারাঙ্গা (৮)

শ্রীলঙ্কা ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট, তিনটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর করে, যা মার্চ থেকে এপ্রিল ২০২১-এ অনুষ্ঠিত হয়। [][]

দলীয় সদস্য

[সম্পাদনা]
টেস্ট ওডিআই টি২০আই
 ওয়েস্ট ইন্ডিজ  শ্রীলঙ্কা  ওয়েস্ট ইন্ডিজ  শ্রীলঙ্কা  ওয়েস্ট ইন্ডিজ  শ্রীলঙ্কা

প্রস্তুতিমূলক খেলা

[সম্পাদনা]
৮–১১ মার্চ ২০২১
৩২৬ (৯৭.২ ওভার)
জন ক্যাম্পবেল ১২৯ (২৫৩)
প্রেস্টন ম্যাকসুইন ৪/৬৪ (২৪ ওভার)
৩৪৬ (৯৬.৫ ওভার)
ক্রেগ ব্রেদওয়েট ৯৫ (১৫৬)
জোমেল ওয়ারিকান ৩/৭২ (২৭ ওভার)
১১৩ (৪২.১ ওভার)
জন ক্যাম্পবেল ৫৫ (১১৮)
বীরস্বামী পারমল ৪/২১ (১২.১ ওভার)
৯৫/৬ (২০.৩ ওভার)
কাইরেন পাওয়েল ২৯ (২২)
রেমন রেইফার ২/১৫ (৩ ওভার)
ব্রেদওয়েট একাদশ ৪ উইকেটে জয়ী
কুলিজ ক্রিকেট মাঠ, অ্যান্টিগুয়া
আম্পায়ার: প্যাট্রিক গাস্টার্ড (ওয়েস্ট ইন্ডিজ) ও কার্ল টাকেট (ওয়েস্ট ইন্ডিজ)

  • ব্রেদওয়েট একাদশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

১৭–১৮ মার্চ ২০২১
১৭২ (৪৯.৩ ওভার)
ওশাদা ফার্নান্দো ৪৭ (৯০)
রস্টন চেজ ৪/১২ (৭ ওভার)
২৯৪ (৮১.২ ওভার)
শাই হোপ ৬৮ (৮৯)
ধনঞ্জয় ডি সিলভা ৩/২৬ (১০ ওভার)
৫৬/০ (১৩ ওভার)
দিমুথ করুনারত্নে ২৭* (৪১)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

টি২০আই সিরিজ

[সম্পাদনা]

১ম টি২০আই

[সম্পাদনা]
৩ মার্চ ২০২১
১৮:০০ (রাত)
শ্রীলঙ্কা 
১৩১/৯ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৩৪/৬ (১৩.১ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী
কুলিজ ক্রিকেট মাঠ, অ্যান্টিগুয়া
আম্পায়ার: গ্রিগোরি ব্রেদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: কিরণ পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ)

২য় টি২০আই

[সম্পাদনা]
৫ মার্চ ২০২১
১৮:০০ (রাত)
শ্রীলঙ্কা 
১৬০/৬ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১১৭ (১৮.৪ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

[সম্পাদনা]
৭ মার্চ ২০২১
১৮:০০ (দিন/রাত)
ওয়েস্ট ইন্ডিজ 
১৩১/৪ (২০ ওভার)
 শ্রীলঙ্কা
১৩৪/৭ (১৯ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয়ী
কুলিজ ক্রিকেট মাঠ, অ্যান্টিগুয়া
আম্পায়ার: প্যাট্রিক গাস্টার্ড (ওয়েস্ট ইন্ডিজ) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফ্যাবিয়ান অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ

[সম্পাদনা]

১ম ওডিআই

[সম্পাদনা]
১০ মার্চ ২০২১
০৯:৩০
শ্রীলঙ্কা 
২৩২ (৪৯ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
২৩৬/২ (৪৭ ওভার)
শাই হোপ ১১০ (১৩৩)
দুষ্মন্ত চামিরা ২/৫০ (১০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগুয়া
আম্পায়ার: গ্রিগোরি ব্রেদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আশেন বান্দারাপাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা) উভয়ই তার ওডিআই অভিষেক হয়।
  • দানুষ্কা গুণতিলকা শ্রীলঙ্কার বাইরে দেওয়া প্রথম ক্রিকেটার হয়েছিলেন মাঠে বাধা ওয়ানডেতে।
  • শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ) ওয়ানডেতে নিজের দশম সেঞ্চুরি করেছিলেন।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ১০, শ্রীলঙ্কা ০।

২য় ওডিআই

[সম্পাদনা]
১২ মার্চ ২০২১
০৯:৩০
শ্রীলঙ্কা 
২৭৩/৮ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
২৭৪/৫ (৪৯.৪ ওভার)
এভিন লুইস ১০৩ (১২১)
থিসারা পেরেরা ২/৪৫ (৭ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগুয়া
আম্পায়ার: নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ১০, শ্রীলঙ্কা ০।

৩য় ওডিআই

[সম্পাদনা]
১৪ মার্চ ২০২১
১৩:৩০ (দিন/রাত)
শ্রীলঙ্কা 
২৭৪/৬ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
২৭৬/৫ (৪৮.৩ ওভার)
ড্যারেন ব্র্যাভো ১০২ (১৩২)
সুরঙ্গা লকমল ২/৫৬ (৯.৩ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • অ্যান্ডারসন ফিলিপ (ওয়েস্ট ইন্ডিজ) তার ওডিআই অভিষেক হয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ১০, শ্রীলঙ্কা –২।

টেস্ট সিরিজ

[সম্পাদনা]

১ম টেস্ট

[সম্পাদনা]
২১–২৫ মার্চ ২০২১
১৬৯ (৬৯.৪ ওভার)
লাহিরু থিরিমানে ৭০ (১৮০)
জেসন হোল্ডার ৫/২৭ (১৭.৪ ওভার)
২৭১ (১০৩ ওভার)
রহকিম কর্নওয়াল ৬১ (৮৫)
সুরঙ্গা লকমল ৫/৪৭ (২৫ ওভার)
৪৭৬ (১৪৯.৫ ওভার)
পাথুম নিশাঙ্কা ১০৩ (২৫২)
কেমার রোচ ৩/৭৪ (২৭ ওভার)
২৩৬/৪ (১০০ ওভার)
নক্রুমা বোনার ১১৩* (২৭৪)
লাসিথ এম্বুলদেনিয়া ২/৬২ (২৮ ওভার)

২য় টেস্ট

[সম্পাদনা]
২৯ মার্চ – ২ এপ্রিল ২০২১
৩৫৪ (১১১.১ ওভার)
ক্রেগ ব্রেদওয়েট ১২৬ (৩১১)
সুরঙ্গা লকমল ৪/৯৪ (২৮ ওভার)
২৫৮ (১০৭ ওভার)
লাহিরু থিরিমানে ৫৫ (১০৬)
কেমার রোচ ৩/৫৮ (১৮ ওভার)
২৮০/৪ঘো (৭২.৪ ওভার)
ক্রেগ ব্রেদওয়েট ৮৫ (১৯৬)
সুরঙ্গা লকমল ২/৬২ (১৪ ওভার)
১৯৩/২ (৭৯ ওভার)
দিমুথ করুনারত্নে ৭৫ (১৭৬)
কাইল মেয়ার্স ১/৫ (৬ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে তৃতীয় দিনে মাত্র ৪২.১ ওভারই সম্ভব হয়েছিল।
  • ক্রেগ ব্রেদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) তার টেস্টে ৪,০০০ তম রান।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ২০, শ্রীলঙ্কা ২০।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Sri Lanka's Binura Fernando, Chamika Karunaratne test Covid-19-positive ahead of West Indies tour"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২১ 
  2. "CWI and ESPN+ agree groundbreaking five-year USA media rights deal"Cricket West Indies। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]