২০১৯–২০ লিগ ১
মৌসুম | ২০১৯–২০ |
---|---|
তারিখ | ৯ আগস্ট ২০১৯ – ২৮ এপ্রিল ২০২০ |
চ্যাম্পিয়ন | পারি সাঁ-জেরমাঁ (৯ম শিরোপা) |
অবনমন | আমিয়েঁ তুলুজ |
চ্যাম্পিয়নস লিগ | পারি সাঁ-জেরমাঁ মার্সেই রেনে |
ইউরোপা লিগ | লিল অনির্ধারিত অনির্ধারিত |
মোট খেলা | ২৭৯ |
মোট গোলসংখ্যা | ৭০৪ (ম্যাচ প্রতি ২.৫২টি) |
শীর্ষ গোলদাতা | উইসাম বেন ইয়েদের কিলিয়ান এমবাপে (১৮টি গোল)[১] |
সবচেয়ে বড় হোম জয় | লিওঁ ৬–০ আঁজে (১৬ আগস্ট ২০১৯) বর্দো ৬–০ নিম (৩ ডিসেম্বর ২০১৯) |
সর্বোচ্চ স্কোরিং | আমিয়েঁ ৪ –৪ পারি সাঁ-জেরমাঁ (১৫ ফেব্রুয়ারি ২০২০) |
দীর্ঘতম টানা জয় | মার্সেই পারি সাঁ-জেরমাঁ (৬ ম্যাচ)[২] |
দীর্ঘতম টানা অপরাজিত | পারি সাঁ-জেরমাঁ (১৫ ম্যাচ)[২] |
দীর্ঘতম টানা জয়বিহীন | তুলুজ (১৮ ম্যাচ)[২] |
দীর্ঘতম টানা পরাজয় | তুলুজ (১১ ম্যাচ)[২] |
সর্বোচ্চ উপস্থিতি | ৬৫,৪২১[২] মার্সেই ২–১ লিওঁ (১০ নভেম্বর ২০১৯) |
সর্বনিম্ন উপস্থিতি | ৩,৫৮৫[২] মোনাকো ১–০ আঁজে (৪ ফেব্রুয়ারি ২০২০) |
মোট উপস্থিতি | ৬২,৪৪,৯১৪[৩] |
গড় উপস্থিতি | ২২,৪৬৩[৩] |
← ২০১৮–১৯ ২০২০–২১ → |
২০১৯–২০ লিগ ১ (বিজ্ঞাপনী পৃষ্ঠপোষকতার কারণে লিগ ১ কনফোরামা নামেও পরিচিত) লিগ ১-এর অধীনে ফরাসি ফুটবল প্রতিযোগিতা ছিল। এটি প্রতিষ্ঠার পর থেকে ৮২তম মৌসুম ছিল। এই মৌসুমটি ২০১৯ সালের ৯ই আগস্ট তারিখে শুরু এবং ২০২০ সালের ২৮শে এপ্রিল তারিখে শেষ হয়েছে।[৪]
২০২০ সালের ১৩ই মার্চ তারিখে, এলএফপি ফ্রান্সে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে লিগ ১ এবং লিগ ২ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল।[৫] ২০২০ সালের ২৮শে এপ্রিল তারিখে ফ্রান্স কর্তৃক সেপ্টেম্বর মাস পর্যন্ত সকল খেলাধুলা নিষিদ্ধ করার পরে এক ঘোষণায় জানানো হয় যে, লিগ ১ এবং লিগ ২-এর ২০১৯–২০ মৌসুম শুরু হবে আর শুরু হবে না।[৬] ২০২০ সালের ৩০শে এপ্রিল তারিখে, এই মৌসুমটি বাতিল হওয়ার কারণে পারি সাঁ-জেরমাঁকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।[৭][৮]
লিগ টেবিল
[সম্পাদনা]গড়ে প্রতি ম্যাচে অর্জিত পয়েন্টের এই মৌসুমের লিগের টেবিলের চূড়ান্ত অবস্থান নির্ধারণ করা হয়েছে। সমতার ভঙ্গের ক্ষেত্রে, হেড-টু-হেড ফলাফলের ভিত্তিতে অবস্থান নির্ধারণ করা হয়েছে (যদি উক্ত দুই দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়ে থাকে)।[৯]
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | প্রখেপ | যোগ্যতা অর্জন বা অবনমন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | পারি সাঁ-জেরমাঁ[ক] (C) | ২৭ | ২২ | ২ | ৩ | ৭৫ | ২৪ | +৫১ | ৬৮ | ২.৫২ | চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের জন্য উন্নীত |
২ | মার্সেই | ২৮ | ১৬ | ৮ | ৪ | ৪১ | ২৯ | +১২ | ৫৬ | ২.০০ | |
৩ | রেনে | ২৮ | ১৫ | ৫ | ৮ | ৩৮ | ২৪ | +১৪ | ৫০ | ১.৭৯ | চ্যাম্পিয়নস লিগ তৃতীয় বাছাইপর্বের জন্য উন্নীত |
৪ | লিল | ২৮ | ১৫ | ৪ | ৯ | ৩৫ | ২৭ | +৮ | ৪৯ | ১.৭৫ | ইউরোপা লিগ গ্রুপ পর্বের জন্য উন্নীত |
৫ | নিস | ২৮ | ১১ | ৮ | ৯ | ৪১ | ৩৮ | +৩ | ৪১[খ] | ১.৪৬[খ] | |
৬ | রেঁস | ২৮ | ১০ | ১১ | ৭ | ২৬ | ২১ | +৫ | ৪১[খ] | ১.৪৬[খ] | |
৭ | লিওঁ | ২৮ | ১১ | ৭ | ১০ | ৪২ | ২৭ | +১৫ | ৪০ | ১.৪৩ | |
৮ | মোঁপালিয়ে | ২৮ | ১১ | ৭ | ১০ | ৩৫ | ৩৪ | +১ | ৪০ | ১.৪৩ | |
৯ | মোনাকো | ২৮ | ১১ | ৭ | ১০ | ৪৪ | ৪৪ | ০ | ৪০ | ১.৪৩ | |
১০ | স্ত্রাসবুর | ২৭ | ১১ | ৫ | ১১ | ৩২ | ৩২ | ০ | ৩৮ | ১.৪১ | |
১১ | আঁজে | ২৮ | ১১ | ৬ | ১১ | ২৮ | ৩৩ | −৫ | ৩৯ | ১.৩৯ | |
১২ | বর্দো | ২৮ | ৯ | ১০ | ৯ | ৪০ | ৩৪ | +৬ | ৩৭[গ] | ১.৩২[গ] | |
১৩ | নাঁত | ২৮ | ১১ | ৪ | ১৩ | ২৮ | ৩১ | −৩ | ৩৭[গ] | ১.৩২[গ] | |
১৪ | ব্রেস্তোয়া | ২৮ | ৮ | ১০ | ১০ | ৩৪ | ৩৭ | −৩ | ৩৪ | ১.২১ | |
১৫ | মেস | ২৮ | ৮ | ১০ | ১০ | ২৭ | ৩৫ | −৮ | ৩৪ | ১.২১ | |
১৬ | দিজোঁ | ২৮ | ৭ | ৯ | ১২ | ২৭ | ৩৭ | −১০ | ৩০ | ১.০৭ | |
১৭ | সেঁত-এতিয়েন | ২৮ | ৮ | ৬ | ১৪ | ২৯ | ৪৫ | −১৬ | ৩০ | ১.০৭ | |
১৮ | নিম | ২৮ | ৭ | ৬ | ১৫ | ২৯ | ৪৪ | −১৫ | ২৭ | ০.৯৬ | |
১৯ | আমিয়েঁ (R) | ২৮ | ৪ | ১১ | ১৩ | ৩১ | ৫০ | −১৯ | ২৩ | ০.৮২ | লিগ ২-এ অবনমিত |
২০ | তুলুজ (R) | ২৮ | ৩ | ৪ | ২১ | ২২ | ৫৮ | −৩৬ | ১৩ | ০.৪৬ |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) স্বপক্ষে গোল; ৪) হেড-টু-হেড গোল পার্থক্য; ৫) ফেয়ার-প্লে র্যাঙ্কিং।[১০]
(C) চ্যাম্পিয়ন; (R) অবনমিত।
টীকা:
ফলাফল
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "French Ligue 1 Statistics – LFP"। lfp.fr। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৮।
- ↑ ক খ গ ঘ ঙ চ "French Ligue 1 Performance Stats – 2019–20"। ESPN। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ "Ligue1.com - French Football League - Ligue 1 Conforama - Attendances"। ligue1.com। ২০১৯-০৪-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২।
- ↑ "Dates for 2019-2020 Released"। Ligue 1। ৮ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Communiqué de la LFP" (ফরাসি ভাষায়)। lfp.fr। ১৩ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০।
- ↑ "Ligue 1 & 2: France's top two divisions will not resume this season"। BBC Sport। ২৮ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২০।
- ↑ "PSG champions as season ended"। Ligue 1। ৩০ এপ্রিল ২০২০। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২০।
- ↑ "Ligue 1: Paris St-Germain awarded French title as season finished early"। BBC Sport। ৩০ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২০।
- ↑ "PSG champions as season ended"। Ligue 1। ৩০ এপ্রিল ২০২০। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০২০।
- ↑ "League Table"। Ligue1.com। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]টেমপ্লেট:লিগ ১ দলের তালিকা টেমপ্লেট:লিগ ১ মৌসুম টেমপ্লেট:২০১৯–২০-এ ফরাসি ফুটবল