হাবুং
অবয়ব
হাবুং | |
---|---|
হাবুং আসামের বর্তমান লখিমপুর জেলার অন্তর্গত একটি ঐতিহাসিক অঞ্চল ছিল। এটি পশ্চিম ধেমাজির কঢ়া নদীর উত্তর পারের চারিদিক কামরূপ রাজ্যের তৈরি একটা উঁচু গড়ে আবৃত বিস্তীর্ণ ভূখণ্ড ছিল।[১][২][৩][৪] ওয়েডের (১৮০০) মত অনুসারে, সুবানসিরি এবং ব্রহ্মপুত্র নদীদুটি যে অঞ্চলে মিলিত হয়েছে তা হাবুং নামে পরিচিত ছিল।[৫] এপিগ্রাহিক রেকর্ড অনুযায়ী, হাবুং (হা-ভ্রঙ্গা-বিশায়া) একটি ভিসায়া বা প্রদেশ ছিল যেখানে দশম শতাব্দীতে কামরুপের পাল রাজবংশের রত্ন পাল ব্রাহ্মণদের জন্য বসতি স্থাপন করেছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ E.A.Gait (১৯০৫)। A History of Assam। পৃষ্ঠা ৭৭,৭৮।
- ↑ পদ্মেশ্বর গগৈ (১৯৯৯)। The Tai and the Tai kingdom। পৃষ্ঠা 259–265।
- ↑ আহোমর দিন, হিতেশ্বর বরুয়া ১৯৮১ পৃষ্ঠা ১৯, ২০, ২১
- ↑ Hazarika, Nagen (২০১৪)। Chao Habung (First সংস্করণ)। Pacific Laser Ganeshguri। পৃষ্ঠা 42।
- ↑ ওয়েড, জে.পি. "An Account of Assam: Rivers of Assam" [আসামের একটি বিবরণ: আসামের নদী], পৃষ্ঠা ১৬।