স্ক্যান্ডিনেভিয়া
স্ক্যান্ডিনেভিয়া | |
---|---|
স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ,২০০২ সালে | |
ভাষা | |
আঞ্চলিক ভাষা | |
জাতীয়তাসূচক বিশেষণ | স্ক্যান্ডিনেভিয়ান |
Composition | ডেনমার্ক নরওয়ে সুইডেন[৩] মাঝে মাঝে: ফিনল্যান্ড আইসল্যান্ড ফ্যারো দ্বীপপুঞ্জ অলান্দ দ্বীপপুঞ্জ[৪] নর্ডীয় রাষ্ট্রসমূহ যারা এর অংশ নয়: ইয়ান মায়েনস্ভালবার্দ গ্রিনল্যান্ড |
আয়তন | |
• মোট | ৯,২৮,০৫৭ কিমি২ (৩,৫৮,৩২৫ মা২) |
জনসংখ্যা | |
• 2017 আনুমানিক | ~21 millionটেমপ্লেট:Fact? |
• ঘনত্ব | ২২.৭/কিমি২ (৫৮.৮/বর্গমাইল) |
সময় অঞ্চল | ইউটিসি+1 (Central European Time) |
• গ্রীষ্মকালীন (ডিএসটি) | ইউটিসি+2 (কেন্দ্রীয় ইউরোপিয় সময়) |
ইন্টারনেট টিএলডি |
স্ক্যান্ডিনেভিয়া (ইংরেজি: Scandinavia) (প্রাচীন স্ক্যান্ডিয়া) উত্তর ইউরোপের তিনটি দেশ তথা রাজতন্ত্র-- নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের জন্য দেয়া নাম। এদের মধ্যে নরওয়ে ও সুইডেন স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ গঠন করেছে। দেশ তিনটি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগত দিক থেকে পরস্পরের সাথে সম্পর্কিত। অনেক সময় আইসল্যান্ড , ফারো দ্বীপপুঞ্জ, ডেনমার্ক এর অধীনস্থ গ্রীণল্যান্ড কেও স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত করা হয়। কখনো কখনো ফিনল্যান্ডকেও স্ক্যান্ডিনেভিয়ার অংশ মনে করা হয়, যদিও বাকী দেশগুলির সাথে ফিনল্যান্ডের কোন ভাষাগত সাদৃশ্য নেই। অধুনা উত্তর ইউরোপের পাঁচটি দেশ নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও আইসল্যান্ডের জন্য নর্ডীয় রাষ্ট্রসমূহ পরিভাষাটি বেশি ব্যবহৃত হয়। দেশগুলি ভৌগোলিক ও অর্থনৈতিক দিক থেকে পরস্পর একতাবদ্ধ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Languages"। Nordic Cooperation। ৫ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৭।
- ↑ ক খ Landes, David (১ জুলাই ২০০৯)। "Swedish becomes official 'main language'"। The Local (Se)। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৭।
- ↑ "Definition of Scandinavia in English"। Oxford Dictionaries। ২০ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৬।
A large peninsula in north-western Europe, occupied by Norway and Sweden … A cultural region consisting of the countries of Norway, Sweden, and Denmark and sometimes also of Iceland, Finland, and the Faroe Islands
- ↑ "Scandinavia"। Encyclopædia Britannica। ২০০৯। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০০৯।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |