বিষয়বস্তুতে চলুন

সিডনি ব্রেনার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিডনি ব্রেনার
E. Lederberg, G. Stent, S. Brenner, J. Lederberg, 1965
জন্ম (1927-01-13) ১৩ জানুয়ারি ১৯২৭ (বয়স ৯৭)
মৃত্যু৫ এপ্রিল ২০১৯(2019-04-05) (বয়স ৯২)
সিঙ্গাপুর
জাতীয়তাদক্ষিণ আফ্রিকান
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অব উইটওয়াটারস্র্যান্ড
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে ডক্টরেটোত্তর ফেলো []
পরিচিতির কারণCaenorhabditis elegans[], Apoptosis
দাম্পত্য সঙ্গীMay Covitz (বি. ১৯৫২; her death ২০১০)[]
সন্তান
পুরস্কারআলবার্ট ল্যাস্কার মেডিকেল রিসার্চ অ্যাওয়ার্ড (১৯৭১)
রয়েল মেডেল (১৯৭৪)
Gairdner Foundation International Award (1978)
ক্রেবস মেডেল (১৯৮০)
Ciba Medal (১৯৮১)
Rosenstiel Award (১৯৮৬)
হার্ভে প্রাইজ (১৯৮৭)
Genetics Society of America Medal (১৯৮৮৭)
ওয়াটারফোর্ড বায়ো-মেডিকেল সায়েন্স অ্যাওয়ার্ড (১৯৮৮)
কিয়োটো প্রাইজ (১৯৯০)
কপলি মেডেল (১৯৯১)
Gairdner Foundation International Award (১৯৯১)
King Faisal International Prize in Medicine (1992)
Novartis Drew Award In Biomedical Research (2001)
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০০২)
Dan David Prize (২০০২)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রজীববিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহইউনিভার্সিটি অব উইটওয়াটারস্র্যান্ড
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
মলিকুলার সায়েন্সেস ইন্সটিটিউট
কিংস কলেজ, কেমব্রিজ
ওয়েবসাইটsalk.edu/faculty/brenner.html

সিডনি ব্রেনার একজন দক্ষিণ আফ্রিকান জীববিজ্ঞানী। তিনি ২০০২ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

জীবনী

[সম্পাদনা]

ব্রেনার ১৯২৭ সালের ১৩ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার জার্মিস্টনে জন্মগ্রহণ করেন। তিনি জার্মিস্টন হাই স্কুল এ শিক্ষিত হন।[] এবং ইউনিভার্সিটি অফ দ্য উইটওয়াটারসরান্ড। ১৫ বছর বয়সে ইউনিভার্সিটিতে যোগদান করার পর, তার দ্বিতীয় বছরে এটি লক্ষ করা হয়েছিল যে তিনি তার ছয় বছরের মেডিকেল কোর্সের উপসংহারে মেডিসিন অনুশীলনের জন্য যোগ্যতা অর্জনের জন্য খুব কম বয়সী হবেন, এবং তাই তাকে শারীরস্থান এবং ফিজিওলজি বিজ্ঞানের ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়েছিল। এই সময়ে তাকে জোয়েল ম্যান্ডেলস্টাম দ্বারা ভৌত রসায়ন, আলফ্রেড ওটল দ্বারা মাইক্রোস্কোপি এবং হ্যারল্ড ডাইটজ দ্বারা স্নায়ুবিদ্যা শেখানো হয়। এছাড়াও তিনি রেমন্ড ডার্ট এবং রবার্ট ব্রুম এর কাছে নৃবিজ্ঞান এবং জীবাশ্মবিদ্যার পরিচিতি পান।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. http://www.salk.edu/faculty/brenner.html
  2. PMID 4366476 (PubMed)
    কয়েক মিনিটের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে উদ্ধৃতি সম্পন্ন করা হবে। Jump the queue বা expand by hand
  3. Anon (২০১৫)। "Brenner, Sydney"হু'স হুukwhoswho.com (online Oxford University Press সংস্করণ)। এ অ্যান্ড সি ব্ল্যাক, ব্লুম্‌সবারি পাবলিশিং পিএলসি মুদ্রিত। ডিওআই:10.1093/ww/9780199540884.013.U8635  (সাবস্ক্রিপশন বা ইউকে পাবলিক লাইব্রেরি সদস্যতা প্রয়োজন) (সদস্যতা প্রয়োজনীয়)