বিষয়বস্তুতে চলুন

সালেহ আল-শেহরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সালেহ আল-শেহরি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সালেহ খালিদ মোহাম্মদ আল-শেহরি
জন্ম (1993-11-01) ১ নভেম্বর ১৯৯৩ (বয়স ৩০)
জন্ম স্থান জেদ্দা, সৌদি আরব
উচ্চতা ১.৮৪ মিটার
মাঠে অবস্থান স্ট্রাইকার
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল-হিলাল
জার্সি নম্বর ১১
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২–২০১৫ আল-আহলি (০)
২০১২মাফরা (ধার) (০)
২০১২–২০১৩বেইরা-মার (ধার) (২)
২০১৫–২০২০ আল-রায়েদ ৭১ (২২)
২০১৯–২০২০আল-হিলাল (ধার) ২০ (৪)
জাতীয় দল
২০১১–২০১৩ সৌদি আরব অনূর্ধ্ব-২০ ১১ (৮)
২০১২–২০১৬ সৌদি আরব অনূর্ধ্ব-২৩ (৩)
২০২০– সৌদি আরব ২১ (১১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫ অক্টোবর ২০২২ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২২ নভেম্বর ২০২২ তারিখ অনুযায়ী সঠিক।

সালেহ খালিদ মোহাম্মদ আল-শেহরি ১৯৯৩ সালে পহেলা নভেম্বর জন্মগ্ৰহণ করেন । তিনি সৌদি আরবের একজন পেশাদার ফুটবলার ছিলেন। বিভিন্ন তথ্য সূত্রে জানা যায় যে তিনি আল- হালাল এবং সৌদি আরবের জাতীয় দলের স্ট্রাইকার হিসেবে খেলতেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]