বিষয়বস্তুতে চলুন

সামাজিক দর্শন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সামাজিক দর্শন হলো নৈতিক মূল্যবোধ বিবেচনায় সামাজিক আচরণ, সমাজ ও সামাজিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা ও অধ্যয়ন।[] সামাজিক দার্শনিকগণ বর্তমানে রাজনৈতিক, আইনগত, নৈতিক ও সংস্কৃতি সংক্রান্ত প্রশ্নগুলো, উপন্যাস তাত্ত্বিক কাঠামো উন্নয়নকে সামাজিক প্রেক্ষাপটে ব্যাখ্যার উপর গুরুত্বারোপ করছেন।[]

উপবিষয়সমূহ

[সম্পাদনা]

অধিকাংশ সময়ই সামাজিক দর্শন ও নৈতিক ও মূল্যবোধ তত্ত্বের উত্থাপিত প্রশ্নগুলোর মধ্যে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। সামাজিক দর্শনের অন্যান্য রকমের মধ্যে রয়েছে রাজনেতিক দর্শন, এবং আইনশাস্ত্র, যেটি বৃহৎভাবে রাষ্ট্র ও সরকারের সমাজগুলোর সাথে সংশ্লিষ্ট। সামাজিক দর্শন, নীতিশাস্ত্র এবং রাজনৈতিক দর্শন সগুলোই সামাজিক বিজ্ঞানের অন্যান্য বিভাগের সাথে অন্তরঙ্গ সংযোগ রাখে। তার বদলে সামাজিক বিজ্ঞানের কেন্দ্রীয় আগ্রহের বিষয় বস্তু সামাজিক বিজ্ঞানসম্পর্কিত দর্শন।

প্রাসঙ্গিক বিষয়

[সম্পাদনা]

সামাজিক দর্শনের সাথে জড়িত কিছু বিষয় হলো:

সামাজিক দার্শনিক

[সম্পাদনা]

সামাজি দার্শনিকদের একটি তালিকা, যাদের অনেকেই সামাজিক দর্শন ছাড়া অন্য অনেক বিষয় নিয়ে কাজ করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]