বিষয়বস্তুতে চলুন

সাটুরিয়া উপজেলা

স্থানাঙ্ক: ২৩°৩৫′৪১″ উত্তর ৯০°১′৩৪″ পূর্ব / ২৩.৫৯৪৭২° উত্তর ৯০.০২৬১১° পূর্ব / 23.59472; 90.02611
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাটুরিয়া
উপজেলা
মানচিত্রে সাটুরিয়া উপজেলা
মানচিত্রে সাটুরিয়া উপজেলা
স্থানাঙ্ক: ২৩°৩৫′৪১″ উত্তর ৯০°১′৩৪″ পূর্ব / ২৩.৫৯৪৭২° উত্তর ৯০.০২৬১১° পূর্ব / 23.59472; 90.02611 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলামানিকগঞ্জ জেলা
আয়তন
 • মোট১৪০.১০ বর্গকিমি (৫৪.০৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[]
 • মোট১,৭১,৪৯৪
 • জনঘনত্ব১,২০০/বর্গকিমি (৩,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৭.৩০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৫৬ ৭০
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

সাটুরিয়া বাংলাদেশের মানিকগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

সাটুরিয়া উপজেলার উত্তরে রয়েছে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলাধামরাই উপজেলা, দক্ষিণে মানিকগঞ্জ সদর উপজেলা, পূর্বে ঢাকা জেলার ধামরাই উপজেলা, পশ্চিমে দৌলতপুর উপজেলাঘিওর উপজেলাধলেশ্বরী নদীগাজীখালি নদী এখানকার প্রধান নদী।

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

সাটুরিয়া উপজেলা পরিষদের অবস্থান সাটুরিয়া থেকে ২ কিলোমিটার উত্তরে বালিয়াটি নামক গ্রামে। উপজেলার সকল প্রকার প্রশাসনিক কাজ এখান থেকেই পরিচালিত হয়। এই উপজেলার অন্তর্গত ইউনিয়নগুলো হলঃ

ইতিহাস

[সম্পাদনা]

সাটুরিয়া থানা ১৯১৯ সালে গঠিত হয় এবং তা ১৯৮৪ সালে উপজেলায় রূপান্তরিত হয়।

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

জনসংখ্যা (২০১১) • মোট ১,৭১,৪৯৪ • ঘনত্ব ১২০০/কিমি২ (৩২০০/বর্গমাইল)

শিক্ষা

[সম্পাদনা]

এখানে সাক্ষরতার হার ৪৭.৩০% যার মধ্য পুরুষ ৪২.৮৯% এবং মহিলা ৩০.৮৭% । শিক্ষাপ্রতিষ্ঠানঃ এখানে কলেজ ২টি, পলিটেকনিক ১টি।

অর্থনীতি

[সম্পাদনা]

কৃষি প্রধান এই এলাকায় বিভিন্ন ধরনের ফশলাদি জন্মে। ধান,ভুট্টা, বেগুন, মসুর, বটবটি, সরিষা, তামাক , পাট, ফুলকফি, বাধাকফি, করলা,ইত্যাদি ।

দর্শনীয় স্থান ও স্থাপনা

[সম্পাদনা]
বালিয়াতি জমিদার বাড়ি

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে সাটুরিয়া"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]