সনি সিক্স
অবয়ব
সনি সিক্স | |
---|---|
উদ্বোধন | ৭ এপ্রিল ২০১২ |
মালিকানা | এমএসএম ইন্ডিয়া (একটি সনি পিকচার ইন্টারটেইন্টমেন্ট কোম্পানী) |
দেশ | ভারত |
ভাষা | ইংরেজি |
প্রচারের স্থান | ভারত |
প্রধান কার্যালয় | মুম্বাই, ভারত |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | সনি টিভি সেট ম্যাক্স সাব টিভি সেট পিক্স সনি মিক্স সনি আট এএক্সএন এনিম্যাক্স |
ওয়েবসাইট | সনি সিক্স |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
ডিশ টিভি | চ্যানেল ৬৬৪(এসডি) চ্যানেল ৮২ (এইচডি) |
টাটা স্কাই | চ্যানেল ৪১৯ (এসডি) চ্যানেল ৪২০ (এইচডি) |
ভিডিওকন ডিটুএইচ | চ্যানেল ৪২৩ (এসডি) চ্যানেল ৪২৪ (এইচডি) |
রিলায়েন্স ডিজিটাল টিভি | চ্যানেল ৫১১ |
এয়ারটেল ডিজিটাল টিভি | চ্যানেল ২৩৩ (এসডি) চ্যানেল ২২২ (এইচডি) |
সান ডাইরেক্ট | চ্যানেল ৫০৮ |
সনি সিক্স হল ভারতের এমএসএম মালিকানাধীন এবং পরিচালিত একটি ভারতীয় ক্রীড়াভিত্তিক চ্যানেল। এছাড়াও তারা ভারতের জনপ্রিয় অন্যান্য দুটি চ্যানেল সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন (ভারত) এবং সেট ম্যাক্স এর মালিক।[১] চ্যানেলটি যুব সমাজের উদ্দেশ্য করে নির্মাণ করা হয়।[২] এটি ২০০৭ সালের এপ্রিল মাসে সর্ব প্রথম চালু করা হয়েছিল এবং ভারতে ১৪ তম ক্রীড়া চ্যানেল হিসেবে জায়গা পায়।[৩]
সনি সিক্স মূলত ক্রিকেট, পেশাদারী কুস্তি, মিশ্র মার্শাল আর্ট, রাগবি ইউনিয়ন, বাস্কেটবল, ফুটবল এবং ব্যাডমিন্টন খেলা সম্প্রচার করে থাকে।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Coming from Sony: Sports channel named Six"। Business Standard। ২১ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১২।
- ↑ "IPL 5: Multi Screen Media plans to air matches on SIX next year"। The Economic Times। ৮ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১২।
- ↑ "Sony Six could be launching on a bouncy wicket"। The Hindu Business Line। ২৬ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "MSM sports channel SIX launched on 7 April"। Hindustan Times। ৬ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১২।