বিষয়বস্তুতে চলুন

শরীর (বৌদ্ধ দর্শন)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শরীর
মৈত্রেয় প্রকল্পের সংগ্রহে বুদ্ধের বিভিন্ন শরীর এবং বিভিন্ন ছাত্র
চীনা নাম
ঐতিহ্যবাহী চীনা 舍利 or 舍利子
সরলীকৃত চীনা 舍利 or 舍利子
তিব্বতি নাম
তিব্বতি རིང་བསྲེལ།
ভিয়েতনামীয় নাম
ভিয়েতনামী Xá lợi
কোরীয় নাম
হাঙ্গুল사리
হাঞ্জা舍利
জাপানি নাম
কাঞ্জি 仏舎利
হিরাগানা ぶっしゃり
সংস্কৃত নাম
সংস্কৃতशरीर
থাই নাম
থাইพระบรมสารีริกธาตุ
মিয়ানমার নাম
মিয়ানমারသရီရဓာတ်တော်

শরীর (সংস্কৃত: शरीर) হলো বৌদ্ধ দর্শন অনুসারে মুক্তা বা স্ফটিক-এর মতো পুঁতির আকৃতির বস্তু যা বৌদ্ধ আধ্যাত্মিক গুরুদের দাহ করা ছাইয়ের মধ্যে পাওয়া যায়। মহাপরিনিব্বাণ সুত্তে অনুসারে বুদ্ধের শবদাহের ধ্বংসাবশেষকে ধাতু বলা হয়েছে।[]

শরীর তাদের সাথে যুক্ত ব্যক্তিদের মনের ধারা ও অভিজ্ঞতার মধ্যে 'আশীর্বাদ' ও 'করুণা' (অধিষ্ঠান) উৎপন্ন বা উদ্দীপ্ত করার জন্য রাখা হয়।[] হিমালয় বৌদ্ধ ঐতিহ্যে শরীর মন্দকে দূরে রাখতেও বিশ্বাস করা হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. *"Maha-parinibbana Sutta,"
  2. Martin, Dan (সেপ্টেম্বর ১৯৯৪)। "Pearls from Bones: Relics, Chortens, Tertons and the Signs of Saintly Death in Tibet"। Numen41 (3): 274। জেস্টোর 3270352ডিওআই:10.2307/3270352 

বহিঃসংযোগ

[সম্পাদনা]