র্যালাস একুয়াটিকাস
র্যালাস একুয়াটিকাস Rallus aquaticus | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণীজগৎ |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | গ্রুইফর্মিস |
পরিবার: | রেলিডি |
গণ: | Rallus |
প্রজাতি: | R. aquaticus |
দ্বিপদী নাম | |
Rallus aquaticus লিনিয়াস, 1758 |
জলজ রেইল (ইংরেজি : ওয়াটার রেইল), দ্বিপদ নাম র্যালাস একুয়াটিকাস, হচ্ছে রেইল পরিবারভুক্ত পাখি যারা ইউরোপ, এশিয়া এবং উত্তর আফ্রিকার জলাভূমিতে বাস করে। উত্তর ও পূর্বের পাখিরা পরিযায়ী স্বভাবের হলেও এই প্রজাতির পাখিরা উষ্ণ অঞ্চলে স্থায়ী ভাবে বাস করে।
শ্রেণীবিন্যাস
[সম্পাদনা]জীনগত মিল লক্ষ্য করলে এরা প্যাসিফিক গ্যালির্যালাস রেইলসের নিকটাত্মীয়। ১৭৫৮ সালে লিনিয়াস তার সিস্টেমা ন্যাচারাই গ্রন্থে সর্বপ্রথম ওয়াটার রেইল সম্পর্কে বর্ণনা করেন। তিনি এদের দ্বিপদ নামকরণ করে। নামটি এসেছে লাতিন থেকে যার অর্থ ওয়াটার রেইল।
বর্ণনা
[সম্পাদনা]প্রাপ্ত বয়স্ক জলজ রেইল মধ্যম আকারের পাখি। দৈর্ঘ্যে ২৩–২৮ সেমি (৯.১–১১.০ ইঞ্চি) এবং ডানার বিস্তৃতি ৯.১–১১.০ সেমি (৩.৬–৪.৩ ইঞ্চি)। পুরুষ পাখি ওজন সাধারণত ৩৮–৪৫ গ্রাম (১.৩–১.৬ আউন্স) এবং স্ত্রী পাখি ৯২–১০৭ গ্রাম (৩.২–৩.৮ আউন্স)। শরীরের উপরের অংশের পালক জলপাই রঙা সাথে কালো ফুটকি আকা বিশেষ করে কাঁধের ধারটাতে।
আবাস্থল
[সম্পাদনা]চিত্রশালা
[সম্পাদনা]-
Museum specimen - Douadic, Indre, France
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Rallus aquaticus"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2014.3। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৫।
বহি:সংযোগ
[সম্পাদনা]- Ageing and sexing by Javier Blasco-Zumeta & Gerd-Michael Heinze (PDF, 5.2 MB)
- BirdLife species factsheet for Rallus aquaticus
- {{{2}}} on Avibase
- {{{2}}} ভিডিও, আলোকচিত্র ও ডাক, the Internet Bird Collection
- {{{2}}} photo gallery at VIREO (Drexel University)