রিওমা ওয়াতানাবে
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ২ অক্টোবর ১৯৯৬ | ||
জন্ম স্থান | সাইতামা প্রশাসনিক অঞ্চল, জাপান | ||
উচ্চতা | ১.৭৬ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | টোকিও | ||
জার্সি নম্বর | ২৩ | ||
যুব পর্যায় | |||
২০১৩–২০১৫ | মায়েবাশি ইকুয়ে হাই স্কুল | ||
২০১৫ | ওয়াসেদা বিশ্ববিদ্যালয় | ||
২০১৫–২০১৭ | ইঙ্গলস্টাট | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৭–২০১৮ | ইঙ্গলস্টাট বি | ৭২ | (১২) |
২০১৮–২০১৯ | আলবিরেক্স নিগাতা | ২৮ | (৪) |
২০২০ | মোন্তেদিও ইয়ামাগাতা | ৩৯ | (৭) |
২০২১– | টোকিও | ৩৩ | (৪) |
জাতীয় দল‡ | |||
২০১৩ | জাপান অনূর্ধ্ব-১৭ | ২ | (৩) |
২০১৪ | জাপান অনূর্ধ্ব-১৮ | ৪ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:০৪, ৩০ জুন ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:০৪, ৩০ জুন ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
রিওমা ওয়াতানাবে (জাপানি: 渡邊 凌磨, ইংরেজি: Ryoma Watanabe; জন্ম: ২ অক্টোবর ১৯৯৬) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব টোকিওয়ের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় এবং ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৩ সালে, ওয়াতানাবে জাপান অনূর্ধ্ব-১৭ দলের হয়ে জাপানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]রিওমা ওয়াতানাবে ১৯৯৬ সালের ২রা অক্টোবর তারিখে জাপানের সাইতামা প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]ওয়াতানাবে জাপান অনূর্ধ্ব-১৭ এবং জাপান অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলার মাধ্যমে জাপানের প্রতিনিধিত্ব করেছেন। জাপানের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ৬ ম্যাচে অংশগ্রহণ করে ৩টি গোল করেছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "選手 & スタッフ– FC東京オフィシャルホームページ" [খেলোয়াড় ও কর্মকর্তা – ফুটবল ক্লাব টোকিও]। fctokyo.co (জাপানি ভাষায়)। চোফু, টোকিও, জাপান: টোকিও। ১ মে ২০২২। ১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২২।
- ↑ "FC Tokyo – J.LEAGUE" [ফুটবল ক্লাব টোকিও – জে. লিগ]। jleague.co (ইংরেজি ভাষায়)। জাপান: জে লিগ। ১ মে ২০২২। ১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- রিওমা ওয়াতানাবে – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- জে. লিগে রিওমা ওয়াতানাবে (জাপানি)
- সকারওয়েতে রিওমা ওয়াতানাবে (ইংরেজি)
- সকারবেসে রিওমা ওয়াতানাবে (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে রিওমা ওয়াতানাবে (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে রিওমা ওয়াতানাবে (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে রিওমা ওয়াতানাবে (ইংরেজি)