বিষয়বস্তুতে চলুন

রওশন এরশাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রওশন এরশাদ
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা
কাজের মেয়াদ
৯ সেপ্টেম্বর ২০১৯ – ১০ জানুয়ারি ২০২৪
পূর্বসূরীহুসেইন মুহাম্মদ এরশাদ
মন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
কাজের মেয়াদ
২৪ নভেম্বর ২০১৩ – ৬ জানুয়ারি ২০১৪
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীআ. ফ. ম. রুহুল হক
উত্তরসূরীমোহাম্মদ নাসিম
বাংলাদেশের ফার্স্ট লেডি
কাজের মেয়াদ
৬ ডিসেম্বর ১৯৯০ – ১১ ডিসেম্বর ১৯৮৩
পূর্বসূরীখালেদা জিয়া
উত্তরসূরীহোসনে আরা রহমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1941-07-19) ১৯ জুলাই ১৯৪১ (বয়স ৮৩)
ময়মনসিংহ, ব্রিটিশ ভারত
(বর্তমানে বাংলাদেশ)
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলজাতীয় পার্টি
দাম্পত্য সঙ্গীহুসেইন মুহাম্মদ এরশাদ
সম্পর্কবেগম মমতা ওয়াহাব (বড় বোন)
সন্তানসাদ এরশাদ

রওশন এরশাদ হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ যিনি দশম ও একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন।[][][] তিনি জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী, যার সঙ্গে তিনি ১৯৫৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

হুসেইন মুহাম্মদ এরশাদের রাষ্ট্রপতিত্ব কালীন সময়ে রওশন এরশাদ সমাজ কল্যাণ ও নারী-শিশুর অধিকার প্রতিষ্ঠার জন্য সচেষ্ট ছিলেন। তিনি 'বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থা' এর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। [] ১৯৭৫ সালে তিনি 'সেনা পরিবার কল্যাণ সমিতি' (Armed Forces Family Welfare Association) এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট নিযুক্ত হন।

১৯৮৫ সালের মে মাসে তিনি বন্যাকবলিত নোয়াখালী জেলার উড়ির চরহাতিয়া উপজেলা এলাকা পরিদর্শন করেন। একই বছর তিনি মাদকের অপব্যবহার সংক্রান্ত জাতিসংঘের বিশেষ কনভেনশনে অংশগ্রহণ করেন।

তার ব্যক্তিগত আগ্রহের মাঝে রয়েছে সাহিত্য, এশীয় সঙ্গীত, এবং শিল্পকলা। তিনি ১৯৮৪ এবং ১৯৮৫ সালে হজ্জ্ব পালন করেন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Miazee, Manik (৬ জানুয়ারি ২০১৪)। "Rowshan Ershad to be opposition leader"Dhaka Tribune। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৪ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ৪ এপ্রিল ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  3. "জিএম কাদেরই জাতীয় পার্টির চেয়ারম্যান, রওশন বিরোধীদলীয় নেতা: রাঙ্গা"যুগান্তর। ৮ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৯ 
  4. President of the People's Republic of Bangladesh Hussain Muhammad Ershad, First Lady Begum Raushan Ershad. Pamphlet, printed by Padma Printers Bangladesh, (no date). p. 28-31.