ম্যাক্স ফার্দিনান্দ পেরুতয
ম্যাক্স ফার্দিনান্দ পেরুতয | |
---|---|
জন্ম | ম্যাক্স ফার্দিনান্দ পেরুতয 19 May 1914 |
মৃত্যু | ৬ ফেব্রুয়ারি ২০০২ | (বয়স ৮৭)
জাতীয়তা | ব্রিটিশ |
মাতৃশিক্ষায়তন | ভিয়েনা বিশ্ববিদ্যালয়য়; Peterhouse, Cambridge |
পরিচিতির কারণ | Heme-containing proteins |
দাম্পত্য সঙ্গী | Gisela Clara Peiser (m. 1942; 2 children) |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯৬২) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | আণবিক জীববিজ্ঞান, ক্রিস্টালোগ্রাফি |
প্রতিষ্ঠানসমূহ | কেমব্রিজ বিশ্ববিদ্যালয়য়, Laboratory of Molecular Biology |
ডক্টরাল উপদেষ্টা | J.D. Bernal |
ডক্টরেট শিক্ষার্থী | ফ্রান্সিস ক্রিক |
ম্যাক্স ফার্দিনান্দ পেরুতয OM CH CBE FRS (১ মে ১94১ - ফেব্রুয়ারি ২০০২)[১] একজন অস্ট্রীয় বংশোদ্ভূত ব্রিটিশ আণবিক জীববিজ্ঞানী ছিলেন, যিনি হেমোগ্লোবিন এবং মায়োগ্লোবিনের কাঠামো আবিষ্কারের জন্য জন কেন্ড্রুর সাথে ১৯৬২ সালে রসায়নের নোবেল পুরস্কার পেয়েছিলেন। [২] তিনি ১৯৭১ সালে রয়েল সোসাইটির রয়্যাল মেডেল এবং ১৯৭৯ সালে কপ্লে মেডেল পেয়েছিলেন। কেমব্রিজে তিনি মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (এমআরসি), আণবিক জীববিজ্ঞান ল্যাবরেটরি (এলএমবি) প্রতিষ্ঠা করেন এবং সভাপতিত্ব করেন (১৯৬২-৭৯) , যার মধ্যে ১৪ জন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন। কেমব্রিজে আণবিক জীববিজ্ঞানে পেরুটজের অবদান দ্য হিস্ট্রি অব দ্য ইউনিভার্সিটি অব কেমব্রিজ: ভলিউম ৪ (১৮৭০ থেকে ১৯৯০) ১৯৯২ সালে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস দ্বারা প্রকাশিত হয়।
জীবনী
[সম্পাদনা]পেরুতয কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
সম্মাননা
[সম্পাদনা]- অর্ডার অব মেরিট
- অর্ডার অব দ্য কম্প্যানিয়নস অব অনার
- কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার, ১৯৬৩
- ফেলো অব দ্য রয়েল সোসাইটি
- রয়েল মেডেল, ১৯৭১
- কপলি মেডেল, ১৯৭৯
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Blow, David Mervyn (২০০৪)। "Max Ferdinand Perutz OM CH CBE. 19 May 1914 – 6 February 2002: Elected F.R.S. 1954"। Biographical Memoirs of Fellows of the Royal Society। 50: 227–256। এসটুসিআইডি 73986989। জেস্টোর 4140521। ডিওআই:10.1098/rsbm.2004.0016। পিএমআইডি 15768489।
- ↑ "The Nobel Prize in Chemistry 1962"। NobelPrize.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৩।
- ১৯১৪-এ জন্ম
- ২০০২-এ মৃত্যু
- অস্ট্রীয় বিজ্ঞানী
- ব্রিটিশ নোবেল বিজয়ী
- ব্রিটিশ রসায়নবিদ
- নোবেল বিজয়ী রসায়নবিদ
- কপলি পদক বিজয়ী
- অস্ট্রীয় নোবেল বিজয়ী
- ইংরেজ নোবেল বিজয়ী
- আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের বিশিষ্ট সভ্য
- ইংরেজ জীববিজ্ঞানী
- ইংরেজ প্রাণ-পদার্থবিজ্ঞানী
- ইংরেজ ইহুদি
- রয়েল সোসাইটির সভ্য
- ভিয়েনার বিজ্ঞানী
- ইউরোপীয় আণবিক জীববিজ্ঞান সংস্থার সদস্য
- ফরাসি বিজ্ঞান একাডেমির সদস্য
- রয়েল পদক বিজয়ী
- কমান্ডার অব দি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার
- মার্কিন ফিলোসফিক্যাল সোসাইটির সদস্য