মডেম
মডেম (মড্যুলেটর-ডিম্যুলেটর) হল একটি যন্ত্র যা একটি প্রাপ্ত এনালগ সংকেতকে ডিজিটাল তথ্যে রূপান্তর করে এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনকোড করে এনালগ সংকেত হিসেবে প্রেরণ করে। এর উদ্দেশ্য হল সহজে সংকেত পাঠানো এবং তা আবার একই রকমভাবে অন্য প্রান্তে পাওয়া। ট্রান্সমিশন বা প্রেরণের অর্থে যেকোন কাজে মডেম ব্যবহার করা যায় রেডিও থেকে ডায়োড পর্যন্ত।
সবচেয়ে পরিচিত উদাহরণ হল ভয়েসব্যান্ড মডেম যেটা পারসোনাল কম্পিউটারের ডিজিটাল ডেটাকে ইলেট্রিকাল সিগনালে পরিনত করে টেলিফোনের ভয়েস ফ্রিকোয়েন্সি রেন্জ চ্যানেলে পাঠায়, অন্য প্রান্তে আরেকটি মডেম দ্বারা ডিজিটালে পরিণত হয়। মডেমগুলো সাধারণত ভাগ করা হয় কত পরিমাণ ডেটা তারা পাঠাতে পারে একক সময়ে তার উপর। সাধারণত মাপা হয় সেকেন্ড প্রতি বিট(bps) হিসেবে। এগুলো এক একক সেকেন্ডে কত পরিমাণ সংকেত পাঠাতে পারে তার ভিত্তিতে ভাগ করা যায়।
ভয়েস মডেম
[সম্পাদনা]ভয়েস মডেমগুলো সাধারণ মডেম যেগুলো টেলিফোন লাইনের মাধ্যমে প্ররণকৃত অডিও বা শব্দ ধারণ করার ক্ষমতা সম্পন্ন ছিল।
জনপ্রিয়তা
[সম্পাদনা]কনজিউমার ইলেক্ট্রনিক এসোসিয়েশনের (সিইএ) একটি সমীক্ষায় পাওয়া গেছে যে আমেরিকায় ডায়াল-আপের মাধ্যমে ইন্টারনেটে প্রবেশ উল্ল্যেখযোগ্য ভাবে কমে আসছে। ২০০২ এ আমেরিকার মোট রেসিডেন্সিয়াল ইন্টারনেট সংযোগের ৭৪% ছিল ডায়াল-আপ নেটওয়ার্ক ব্যবহারকারী। একই ধরনের চিত্র দেখা গেছে কানাডা এবং অস্ট্রেলিয়ায় গত বিশ বছরে।
আমেরিকাতে ২০০৩ এর দিকে ৬০% এ নেমে আসে ডায়াল-আপ মডেম দিয়ে নেটওয়ার্কের ব্যবহার এবং ২০০৬ এ মাত্র ৩৬% এ পৌছায়। নতুন প্রযুক্তির আর্বিভাব ঘটাতে একসময়কার জনপ্রিয় ৫৬কে ধরনের মডেমগুলোর ব্যবহার কমে এসেছে উল্ল্যেখযোগ্য হারে।
ব্র্যান্ড
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]- 56 kbit/s line
- Automatic negotiation (or handshake)
- BBN Technologies (developed the first model in 1963)
- ব্রডব্যান্ড: স্যাটেলাইট মডেম, এডিএসএল, ক্যাবলমডেম, পিএলসি
- Command and Data modes (modem)
- ডিভাইস ড্রাইভার
- ডিএইচসিপি
- ইথারনেট
- ফ্যাক্স ডিম্যুডুলেটর
- Internet outdial
- টিসিপি/আইপি
- ITU V-series telephone network modem standards, including V.92
- K56flex
- List of device bandwidths
- মড্যুলেশন
- প্লাগ এ্যান্ড প্লে
- RJ-11 (TelCo Interface Port Model Number)
- Wake-on-ring
- Rockwell (Chipset)
- X2 (Chipset)
- Zeroconf
- List of modem standards
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- Hayes-compatible Modems and AT Commands from the Serial Data Communications Programming Wikibook
- International Telecommunications Union ITU: Data communication over the telephone network
- columbia.edu [ত্রুটি: আর্কাইভের ইউআরএল অজানা] Columbia University - Protocols Explained ([তারিখ অনুপস্থিত] তারিখে আর্কাইভকৃত) - no longer available, archived version
- Basic handshakes & modulations - V.22, V.22bis, V.32 and V.34 handshakes
- Getting connected: a history of modems—techradar
- Data/FAX Modem Transmission Modulation Systems - baud rates and modulation schemes