ভিসুয়া পুয়ৎস্ক
পূর্ণ নাম | ভিসুয়া পুয়ৎস্ক স্পুকা আকৎসিয়না | |||
---|---|---|---|---|
ডাকনাম | নাফৎসিয়াজে (তৈলকূপ) পেত্রা | |||
প্রতিষ্ঠিত | ১৯৪৭ | (এলেক্ত্রিচনোশ্চ পুয়ৎস্ক হিসেবে)|||
মাঠ | কাজিমিয়েশ গুরস্কি স্টেডিয়াম | |||
ধারণক্ষমতা | ১০,৯৭৮ | |||
সভাপতি | ইয়াৎসেক ক্রুশেভস্কি | |||
ম্যানেজার | রাদোসুয়াফ সোবোলেভস্কি | |||
লিগ | একস্ত্রাকলাসা | |||
২০১৮–১৯ | ১৪তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
|
ভিসুয়া পুয়ৎস্ক (পোলীয় উচ্চারণ: [ˈviswa ˈpwɔtsk], পোলীয়: Wisła Płock; এছাড়াও ভিসুয়া পুয়ৎস্ক নামে পরিচিত) হচ্ছে পুয়ৎস্ক ভিত্তিক একটি পোলীয় পেশাদার ফুটবল ক্লাব।[১] এই ক্লাবটি বর্তমানে পোল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ একস্ত্রাকলাসায় খেলে। এই ক্লাবটি ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ভিসুয়া পুয়ৎস্ক তাদের সকল হোম ম্যাচ পুয়ৎস্কের কাজিমিয়েশ গুরস্কি স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১০,৯৭৮।[২] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন রাদোসুয়াফ সোবোলেভস্কি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ইয়াৎসেক ক্রুশেভস্কি। পোলীয় রক্ষণভাগের খেলোয়াড় বার্তুয়োমিয়েই সিয়েলেভস্কি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, ভিসুয়া পুয়ৎস্ক এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি পোলীয় কাপ এবং ১টি পোলীয় সুপার কাপ শিরোপা রয়েছে।
অর্জন
[সম্পাদনা]ঘরোয়া
[সম্পাদনা]- পোলীয় কাপ:
- চ্যাম্পিয়ন (১): ২০০৬
- রানার-আপ (১): ২০০৩
- পোলীয় সুপার কাপ:
- চ্যাম্পিয়ন (১): ২০০৬
ইউরোপ
[সম্পাদনা]- উয়েফা কাপ উইনার্স কাপ:
- বাছাইপর্ব (১): ২০০৩–২০০৪
- দ্বিতীয় বাছাইপর্ব (২): ২০০৫–২০০৬, ২০০৬–২০০৭
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ভিসুয়া পুয়ৎস্ক"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০।
- ↑ "কাজিমিয়েশ গুরস্কি স্টেডিয়াম"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০।
|url-status=সক্রিয়
অবৈধ (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (পোলীয়)