ব্যবহারকারী আলাপ:Safi Mahfouz/সংগ্রহশালা ১
এটি পূর্ববর্তী আলোচনার একটি সংগ্রহশালা। এই পাতার বিষয়বস্তু সম্পাদনা করবেন না। আপনি নতুন একটি আলোচনা শুরু করতে চাইলে বর্তমান আলাপ পাতায় শুরু করুন। |
সংগ্রহশালা ১ | সংগ্রহশালা ২ |
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
সুপ্রিয় Wikisaadhossain! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১৫:৫৩, ৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি) |
ফরহাঙ্গে জাদীদ পাতার দ্রুত অপসারণ প্রস্তাবনা
এটি যদি আপনার তৈরি প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ তৈরিতে নিবন্ধ উইজার্ড ব্যবহার করতে উৎসাহিত করছি।
ফরহাঙ্গে জাদীদ পাতাটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি করা হয়েছে দ্রুত অপসারণ বিচারধারার জি১১ অনুযায়ী, কারণ পাতাটি দ্ব্যর্থহীন বিজ্ঞাপন মনে হয়েছে যেটি শুধু একটি প্রতিষ্ঠান, পণ্য, সংগঠন, সেবা বা ব্যক্তির প্রচার করছে এবং পাতাটি গ্রহণযোগ্য হতে প্রাথমিক পর্যায়ের পুনর্লিখন আবশ্যক। দ্রুত অপসারণের সাধারণ বিচারধারা পড়ুন, বিশেষ করে জি১১ অনুচ্ছেদ, সাথে স্প্যাম বিষয়ে নির্দেশিকা পড়ুন।
যদি আপনি মনে করেন যে পাতাটি বিজ্ঞাপনমূলক নয়, তবে অপসারণের আপত্তি জানাতে নিবন্ধটির আলাপ পাতায় যেয়ে ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। আপনি পাতাটি সম্পাদনা করে সমস্যাটির সমাধান করতে পারেন কিন্তু পাতাটি থেকে দ্রুত অপসারণ ট্যাগ মুছবেন না। বিজ্ঞাপনমূলক লেখা মুছার সাথে বিশ্বকোষীয় তথ্য যুক্ত করা যেতে পারে এবং স্বাধীন নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি দেওয়া উচিত যাতে পাতাটি যাচাইযোগ্য হয়। এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। এস. এম. নাজমুস শাকিব (আলাপ) ১৭:২৯, ৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
জামিয়া ইয়াকুবিয়া হাবীবিয়া নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
জামিয়া ইয়াকুবিয়া হাবীবিয়া নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।
আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।
অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। রিয়াজ (আলাপ) ০৯:২৩, ৬ মার্চ ২০২০ (ইউটিসি)
কপিরাইটকৃত ছবি
সুধী, দয়া করে অন্যের তোলা বা ইন্টারনেট থেকে প্রাপ্ত ছবি আপলোড করবেন না। জীবিত ব্যক্তির ক্ষেত্রে শুধুমাত্র মুক্ত লাইসেন্সের ছবি গ্রহণযোগ্য। সহজভাবে বলতে, আপনার নিজের তোলা ছবি হলে হবে অন্যথায় না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৪৪, ১৩ মার্চ ২০২০ (ইউটিসি)
- দয়া করে কপিরাইটকৃত ছবি বা অন্যের তোলা ছবি আপলোড বন্ধ করুন। বারংবার এটি করলে আপনার সম্পাদনায় বাধা দেওয়া হতে পারে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:১০, ১৪ মার্চ ২০২০ (ইউটিসি)
- আপনাকে সতর্ক করার পরও কপিরাইটকৃত ছবি আপলোড অব্যাহত রাখায় তিনদিন মেয়দে বাধা দেওয়া হয়েছে। যখন বাধা অপসারণ হবে তখন দয়া করে কপিরাইটকৃত চিত্র আপলোড করবেন না। বারংবার করতে থাকলে আপনাকে অসীমমেয়াদে বাধা দেওয়া হতে পারে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৫৬, ১৮ মার্চ ২০২০ (ইউটিসি)
ব্যবহারকারী নাম পরিবর্তনের পাতায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি
শুভেচ্ছা নিন। একজন বৈশ্বয়ীক নাম পরিবর্তনকারী বা সাহায্যকারী আপনার ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদনে সাড়া দিয়েছেন, কিন্তু আবেদনটি সম্পন্ন করতে কিছু তথ্য প্রয়োজন। দয়া করে যত দ্রুত সম্ভব আপনার নাম পরিবর্তনের আবেদনের ভুক্তিতে তথ্য দিয়ে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ। জনি (আলাপ) ১৬:৪৮, ১৩ মার্চ ২০২০ (ইউটিসি)
মার্চ 2020
উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। এটা হয়তো আপনার ইচ্ছাকৃত ছিল না, কিন্তু আপনার সাম্প্রতিক সম্পাদনা উইকিপিডিয়া থেকে রক্ষণাবেক্ষণ ট্যাগ অপসারণ করেছে। রক্ষণাবেক্ষণ ট্যাগ অপসারণের ক্ষেত্রে অনুগ্রহ করে নিশ্চিত হোন যে, যে সমস্যার জন্য ট্যাগ সাঁটা হয়েছে, তার সমাধান হয়েছে, অথবা সম্পাদনা সারাংশে উপযুক্ত কারণ প্রদর্শন করুন। এটা যদি আপনার ভুল হয়ে থাকে, দুশ্চিন্তা করবেন না, আপনার মুছে ফেলা টেমপ্লেট ফেরত আনা হয়েছে। কিভাবে এই বিশ্বকোষে অবদান রাখা যায়, তা জানতে আমাদের স্বাগত পাতাটি দেখে নিন, এবং আপনি যদি কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। ধন্যবাদ। —ইয়াহিয়াবলুন... ১০:০৯, ১৪ মার্চ ২০২০ (ইউটিসি)
আইনুদ্দীন আল আজাদ (সঙ্গীতশিল্পী) নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
আইনুদ্দীন আল আজাদ (সঙ্গীতশিল্পী) নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আইনুদ্দীন আল আজাদ (সঙ্গীতশিল্পী) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। —ইয়াহিয়াবলুন... ১০:৪৩, ১৪ মার্চ ২০২০ (ইউটিসি)
দারুল উলুম দেওবন্দের মূলনীতি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
হ্যালো, এবং উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে এই নোটিশ দেয়া হচ্ছে কারণ আপনি যে পাতাটি তৈরি করেছিলেন তা পরীক্ষামূলক পাতা হিসেবে ট্যাগ করা হয়েছে এবং তা মুছে ফেলা হয়েছে বা খুব শীঘ্রই মুছে ফেলা হতে পারে। পরীক্ষামূলক কিছু করতে চাইলে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানতে চান তাহলে স্বাগতম পাতাটি এক নজর দেখে নিন।
আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ০৭:৫৯, ২১ জুন ২০২০ (ইউটিসি)
{{কাজ চলছে}} ট্যাগ ব্যবহার
যে কোনো নতুন নিবন্ধ তৈরি করার সময় নিবন্ধের শীর্ষে {{কাজ চলছে}} ট্যাগটি যুক্ত করে রাখবেন। তাহলে কেও ভুল করে অপসারণের প্রস্তাবনা জানাবেনা যদি নিবন্ধটি উল্লেখযোগ্য হয়; ধন্যবাদ। ~ নাহিয়ান আলাপ ১৪:৫০, ২১ জুন ২০২০ (ইউটিসি)
তাইসীর নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
হ্যালো, এবং উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে এই নোটিশ দেয়া হচ্ছে কারণ আপনি যে পাতাটি তৈরি করেছিলেন তা পরীক্ষামূলক পাতা হিসেবে ট্যাগ করা হয়েছে এবং তা মুছে ফেলা হয়েছে বা খুব শীঘ্রই মুছে ফেলা হতে পারে। পরীক্ষামূলক কিছু করতে চাইলে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানতে চান তাহলে স্বাগতম পাতাটি এক নজর দেখে নিন।
আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ০৬:০০, ৩ জুলাই ২০২০ (ইউটিসি)
আমন্ত্রণ
- @SH Mahfooz: আসসালামু আলাইকুম। দারুল উলুম দেওবন্দের আচার্যের তালিকা নিবন্ধে, মোট ১০ জন আচার্যের মধ্যে ৬ জনের নামে নিবন্ধ তৈরী হয়েছে। বাকি ৪ জনের নিবন্ধ তৈরীর চেষ্টা করতে পারেন। দেওবন্দি ব্যক্তিত্বের তালিকা নিবন্ধে, অনেকগুলো নিবন্ধ বাংলায় তৈরী হয় নি। এগুলো তৈরী করতে পারেন। যোগও করতে পারেন। তাছাড়া উর্দুতে এ সম্পর্কে প্রচুর নিবন্ধ আছে, এগুলো অনুবাদ করতে পারেন। ইংরেজিতেও আছে। বয়ানুল কুরআন,মাআরিফুল কুরআন, তাফসীরে উসমানী, তাওযীহুল কুরআন, এগুলোর মত দেওবন্দি ধারার অন্যান্য তাফসীরগুলো নিয়ে নিবন্ধ তৈরী করতে পারেন। ফাতাওয়ায়ে দারুল উলুম, ফাতাওয়ায়ে মাহমুদিয়া, ফাতাওয়ায়ে তাকি ওসমানী, ফাতাওয়ায়ে দারুল উলুম হাটহাজারী,.......এই রকম নিবন্ধ তৈরী করতে পারেন। উপরের ম্যানশনকৃত নিবন্ধনগুলো থেকে তথ্যছক কপি করলে আপনার কাজ সহজ হবে। তাছাড়া এরকম নিবন্ধ নিয়ে আমার আলাপ পাতায় আলোচনা করতে পারেন। Owais Bin Elias (আলাপ) ২০:৫৫, ১০ জুলাই ২০২০ (ইউটিসি)
সুপ্রিয় SH Mahfooz, |
ব্যবহারকারী পাতা স্থানান্তর
সুধী, আপনি আপনার ব্যবহারকারী পাতা বাংলা নামে স্থানান্তর করেছিলেন। দয়া করে এমনটি করবেন না। নাম পরিবর্তন করতে হলে আপনাকে আবেদন করতে হবে ঠিক যেমনটি আপনি পূর্বে করেছিলেন। এছাড়া, আপনার ব্যবহারকারী পাতায় ব্যক্তিগত তথ্যাদি যুক্ত করবেন না। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:১৭, ২২ জুলাই ২০২০ (ইউটিসি)
ধন্যবাদ জ্ঞাপন
হাবীবুর রহমান লুধিয়ানভী নিবন্ধ তৈরীর জন্য ধন্যবাদ। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। - ওয়াইস আলাপ ০৬:৫১, ২৫ আগস্ট ২০২০ (ইউটিসি)
একটি অনুরোধ
দয়া করে যেকোনো শিরোনাম পরিবর্তনের পূর্বে একটু আলোচনা করবেন। অনেক নিবন্ধে অফিসিয়াল নামের পরিবর্তে আপনি অন্য নামে স্থানান্তর করেছেন, এটা আলোচনা করে করলেই ভাল। ধন্যবাদ। - ওয়াইস আলাপ ০৫:৪৮, ৩১ আগস্ট ২০২০ (ইউটিসি)
এখানে মন্তব্য করুন
- উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মাসিক আত তাওহীদ - ওয়াইস আলাপ ১৬:৩০, ২২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
মাফ করবেন!প্রথমতঃ আমি এই সব বিষয়ে আমার জ্ঞান কম। দ্বিতীয়তঃ আমার মনে হয় এটি একটি কওমী অঙ্গনের পত্রিকা হলেও আমার মতে এখনও তেমন উল্লেখযোগ্যতা পায়নি। দুঃখিত।Safi Mahfouz (আলাপ ১৬:৩৯, ২২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
সংশ্লিষ্ট আলাপ পাতায় তো আপনি ভিন্ন মন্তব্য করেছেন! তাহলে কী আপনি শুধু অনুরোধ রক্ষার্থে রাখার পক্ষে মত দিয়েছেন? হ্যাট কালেক্টিং এর মতো হয়ে যাচ্ছে না তো! আশা করি, সংশ্লিষ্ট আলাপ পাতায় পরিষ্কার মত দিবেন। সমর্থন তুলে নিতে চাইলে<s>....</s>
দিয়ে মন্তব্য কেটে দিতে পারেন। শুভ কামনা। —ইয়াহিয়াবলুন... • ১০:১১, ২৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)- দুঃখিত। ShohagS এর সাথে আপনাকে গুলিয়ে ফেলেছি। —ইয়াহিয়াবলুন... • ১০:১৪, ২৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- না সমস্যা নেই। তাই তো আমিও বলি, হলোটা কী???😆😆😆
- দুঃখিত। ShohagS এর সাথে আপনাকে গুলিয়ে ফেলেছি। —ইয়াহিয়াবলুন... • ১০:১৪, ২৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
সাফী মাহফূজ (বলুন শুনছি) ০৮:২৭, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
একটি অনুরোধ
ব্যবহারকারী:Owais Al Qarni/দারুল উলুম দেওবন্দের প্রাক্তন ছাত্রদের তালিকা নিবন্ধনের ইংরেজিগুলো বাংলা করে দিন। - ওয়াইস আলাপ ১৭:০৬, ২২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
মুহাম্মদ মামুনুল হক নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
মুহাম্মদ মামুনুল হক নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মুহাম্মদ মামুনুল হক পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। নকীব সরকার বলুন... ১০:২৮, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
সতর্কতা
সাফী ভাই, উইকিপিডিয়ার কিছু নীতি আছে, ওগুলো আগে পড়ুন। কোনখান থেকে কপি করবেন না। - ওয়াইস আলাপ ১১:২১, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Owais Al Qarni: OKEY সাফী মাহফূজ (বলুন শুনছি) ১১:৪৫, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz: কোনো এক আলোচনাই আপনি বলেছেন, উইকি থেকে জীবিত সব ইসলামি পণ্ডিতদের নিবন্ধ অপসারণ করা হোক। কারণটা জানতে পারি?? - ওয়াইস আলাপ ১২:৩৫, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz: ভাই, আপনি এক্টিভ হয়েছেন দেখা যায়। - ওয়াইস আলাপ ১৩:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Owais Al Qarni:
আমি আসলে "জীবিত সব ইসলামী পন্ডিত" দ্বারা অনুল্লেখযোগ্যদের কথা বুঝিয়েছিলাম। কারন তখন উল্লেখযোগ্যতা নিয়েই কথা হচ্ছিল। আর বৃহস্পতি ও শুক্রবার আমি উইকিতে একটু বেশি সময় দিতে পারি। কারন, মাদ্রাসা ছুটি থাকে😆😆😆
সাফী মাহফূজ (বলুন শুনছি) ১৪:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Safi Mahfouz: আমি মনে করেছি, আপনি ইসলামি পণ্ডিতদের প্রতি ক্ষোভের কারণেই বলেছেন। যা হোক, আমার ধারণা ভুল। তবে আপনি সব শব্দটি ব্যবহার করেছিলেন।
আপনি একজন মাদ্রাসার ছাত্র। আপনি হয়তোবা জানেন, বাংলাদেশে সর্বোচ্চ ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বাবুনগর প্রথম সারিতে পড়ে। আর প্রথম সারির প্রতিষ্ঠানগুলোর মহাপরিচালক অবশ্যই উল্লেখযোগ্য। আর মুহিব্বুল্লাহ বাবুনগরীকে তো আপনি চিনবেনই! এতবড় একজন মনীষি কি ধর্মীয় অঙ্গনে উল্লেখযোগ্য না? - ওয়াইস আলাপ ১৪:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Owais Al Qarni: আমার মতে যেহেতু মামুনুল হক সাহেব অনুল্লেখযোগ্য, তাই তিনিও উল্লেখযোগ্য নন, কেননা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য হলেই প্রতিষ্ঠাতা উল্লেখযোগ্য হয়ে যাননা। আপনাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করছি, আপনার কি মনে হয় যে বাংলাদেশে মামুনুল হকের চেয়ে উনি বেশি পরিচিত? সাফী মাহফূজ (বলুন শুনছি) ১৭:১৩, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz: পরিচিতি বা জনপ্রিয়তা কোনটাই উইকিপিডিয়ার মানদণ্ড না। আপনিই বলছেন প্রতিষ্ঠান উল্লেখযোগ্য। আর প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার সন প্রায় শতবর্ষের কাছাকাছি। হাজার নয়, লক্ষাধিক আলেম এ প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়েছে। আর এ প্রতিষ্ঠানে তাখাচ্ছুছাত বিভাগ রয়েছে/ যা পিএইচডি সমমান বলা যায়। এরকম একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মহাপরিচালক অবশ্যই উল্লেখযোগ্য। যা আপনার অপসারণ প্রস্তাবনায় একজন কমেন্ট করেছেন। ওই ৬ নাম্বার নীতি অনুযায়ী, কোন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের আচার্য/উপাচার্য/ (উর্দুতে মুহতামিম) অবশ্যই উল্লেখযোগ্য।
আপনি এখানে বলছেন, পরিচিতি। তার মানে বুঝা যাচ্ছে, আপনি উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিগুলো জানেন না! উইকিপিডিয়ার কতগুলো সুনির্দিষ্ট নীতি রয়েছে। ওখানে পরিচিতি বা ভাইরাল হলেই উল্লেখযোগ্য হবেন, এমন কোন কথা নাই।
সহজ একটি প্রশ্ন, আপনি কি মনে করেন, জামিয়া বাবুনগর বাংলাদেশের শীর্ষ ইসলামি প্রতিষ্ঠানের মধ্যে একটি?? - ওয়াইস আলাপ ১৭:২৯, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি) @Owais Al Qarni: আমি আপনাকে প্রশ্নটি জিজ্ঞেসের পূর্বে "ব্যক্তিগতভাবে" শব্দটি বলেছিলাম। আপনার কাছে একটি জিনিস জানতে চেয়েছিলাম। তাছাড়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উল্লেখযোগ্য হয় মানলাম, তবে কেন আইনুদ্দীন আল আজাদের নিবন্ধটি উইকিতে স্থান পেলনা? উনার প্রতিষ্ঠান তো রাষ্ট্রপতি পদক লাভ করেছিল। তাছাড়া আপনি যেই মন্তব্যকারীর মন্তব্য উল্লেখ করেছেন , মন্তব্যকারীই একটি মন্তব্য করেছিল যে, "প্রতিষ্ঠান উল্লেখযোগ্য হলেই প্রতিষ্ঠাতা উল্লেখযোগ্য হয়না। আশাকরি, আপনার মনে পড়েছে, কারন: তিনি এটি আপনার কথার উত্তরেই বলেছিলেন। সাফী মাহফূজ (বলুন শুনছি) ১৭:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz: মাহফুজ ভাই, রাগ করবেন না। একটা কথা বলি। আপনার রিপ্লাই দ্বারা বুঝা যাচ্ছে, আপনি উইকিপিডিয়ার নীতি সম্বন্ধে তেমন অভিজ্ঞ নন। বুঝা যাচ্ছে, আপনি এই বিষয়ে নতুন।
এবার আপনার প্রশ্নের উত্তের দিই। কলরব একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এটি উল্লেখযোগ্য হলেও ব্যক্তি উল্লেখযোগ্য হবে না। ওনাকে সঙ্গীত শিল্পী হিসেবে যে নীতিগুলো আছে, সেগুলো পূরণ করতে হবে।
অন্যদিকে জামিযা একটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান। এই নীতি একাডেমিক ব্যক্তি সম্পর্কে। নীতিতে বলা হয়েছে, major academic institution। এটি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে। আশা করি বুঝেছেন! একটি সাংস্কৃতি অন্যটি শিক্ষা। প্রত্যেকের বিষয়ে আলাদা নীতিমালা আছে। আপনার রিপ্লাইয়ের অপেক্ষায়। - ওয়াইস আলাপ ১৭:৫৮, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Owais Al Qarni: আপনাকে ব্যস্ত করবার জন্য দুঃখিত!👃 আমি বিভিন্ন ব্যক্তিদের দিয়ে তুলনা করেছিলাম। যেমন, আইনুদ্দীন আল আজাদ, মামুনুল হক। ভেবেছিলাম, তারা উল্লেখযোগ্য না হলে তিনি কিভাবে উল্লেখযোগ্য হন? শুধরে দেয়ার জন্য ধন্যবাদ। আমি ট্যাগটি সরিয়ে দিচ্ছি। আপনাকে আবার একটি ব্যক্তিগতভাবে প্রশ্ন করি, আশাকরি সেটি আপনি "মানদণ্ডে" নিয়ে যাবেন না।নূর হুসাইন কাসেমী কি রাজনৈতিভাবে (ধর্মীয়ভাবে নয়) উল্লেখ যোগ্য?🤔🤔🤔 সাফী মাহফূজ (বলুন শুনছি) ১৮:১৩, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz: শুধু ট্যাগ সরালে হবে না। আপনি যেহেতু আলোচনাটি শুরু করেছেন, ওটিও বন্ধ করতে হবে। আর না হয়, কোন প্রশাসক, এটি আবার লাগিয়ে দিবে।
আপনি প্রথমে ওখানে ট্যাগ সরিয়ে নেওয়ার কারণ জানিয়ে একটি কমেন্ট করুন। তারপর আলোচনাটি বন্ধ করে দিন। তারপর আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। - ওয়াইস আলাপ ১৮:২১, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Owais Al Qarni: করেছি। আমি আপনার এত রাত্র জাগরণের কারন হলে ক্ষমা করবেন। সাফী মাহফূজ (বলুন শুনছি) ১৮:২৯, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz: আপনি আলোচনা বন্ধ করেন নি। আলোচনা বন্ধ করার জন্য ওখানে যান। সমান চিহ্নগুলোর মাঝখানে শিরোনামের নিচে একটি লেখা আছে, { { এফডি...... } }। এই টাইপের। ওটা পুরোটা কেটে দিন। তারপর কেটে দেওয়া অংশে, apot এবং সবার নিচে abot যোগ করুন। apot এবং abot লেখার দুইদিকে { {} } বন্ধনীগুলো দিবেন। দুইদিকের বন্ধনীর মধ্যে ফাক রাখবেন না। - ওয়াইস আলাপ ১৮:৩৩, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Owais Al Qarni: নিয়মটি বুঝতে পারলামনা। একটু ভালো ভাবে বুঝিয়ে দিন সাফী মাহফূজ (বলুন শুনছি) ১৮:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- @Owais Al Qarni: আলোচনা বন্ধের জন্য জোর করছেন না তো? যেহেতু এটি অপসারণ প্রস্তাবনা, তাই শুধুমাত্র একজন প্রশাসকই আলোচনা বন্ধ করতে পারেন। দ্বিতীয়ত, সম্প্রদায়ের কাছে তো এখনো ঐ প্রতিষ্ঠানের গুরুত্ব স্পষ্ট নয়। যেটা আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য। আপনারা এই নীতিমালাটি পড়ে দেখেন, প্রতিষ্ঠানের গুরুত্ব প্রমাণ করতে পারেন কিনা!—ইয়াহিয়াবলুন... • ১৯:০১, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- @Yahya: জোর করব কেন? ওনি একজন মাদ্রাসার ছাত্র। ওনি জানেন উক্ত প্রতিষ্ঠানটি দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম। - ওয়াইস আলাপ ১৯:১১, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Yahya: উনি আমাকে কোন প্রকার জোর করেননি। দয়াকরে পুরো আলোচনাটি পড়ে দেখুন। প্রথমে আমি বিভিন্ন ব্যক্তিদের উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছিলাম যে, উল্লেখযোগ্য নন। অতপর খেয়াল করে দেখলাম , একটি অপরটি থেকে ভিন্ন। আলোচনা বন্ধের সীদ্ধান্তটি আমার ছিল। আশাকরে এরকম ভাবে না বুঝে মন্তব্য করবেননা । সাফী মাহফূজ (বলুন শুনছি) ১৯:১৯, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
মাসউদ আজহার
সুধী, আপনি মনে হয়, ইংরেজি থেকে লেখা কপি করে এনে অনুবাদ করেন এবং পরে তথ্যসূত্র যোগ করেন। এর পরিবর্তে আপনি ইংরেজি থেকে সরাসরি সোর্স কোড কপি করে এনে অনুবাদ করতে পারেন।
- ইংরেজি উইকিতে সম্পাদনা বাটন চাপুন।
- পুরো সোর্স কোড কপি করে সম্পাদনা উইন্ডো বন্ধ করুন।
- বাংলা উইকিতে সম্পূর্ণ কোড পেস্ট করে, সবার উপরে {{কাজ চলছে}} লাগিয়ে দিন। তারপর ধীরে সুস্থে অনুবাদ শেষ করুন।
আশা করি এর মাধ্যমে আপনার কাজ আরও সহজ হয়ে যাবে। তারপরেও সমস্যা হলে জানাবেন। ধন্যবাদ। :) — আদিভাই • আলাপ • ০৮:০৮, ২৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
@Meghmollar2017: পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার জন্য এই নিয়মটিয় সহজ মনে হয়। আর মাঝে মধ্যে আমি পৃষ্ঠা সম্পূর্ণ অনুবাদ করিনা। অনেক সময় ভিভিন্ন শব্দের অর্থ বুঝীনা, সেটা বাদ দেই। তবে আপনার পরামর্ষটি মাথায় রাখব। অবশ্যই আপনার নিয়মে চেষ্টা করব। সাফী মাহফূজ (বলুন শুনছি) ০৮:২৮, ২৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- ঠিক আছে, আপনি আপনার সুবিধা মতেই কাজ করুন। তবে নিবন্ধ শীর্ষে আপনি {{কাজ চলছে}} ট্যাগটি ব্যবহার করুন। কারণ এটি বিশেষায়িত এবং স্বয়ংক্রিয়ভাবে বিষয়শ্রেণী:উইকিপিডিয়া নিবন্ধের কাজ চলছে এর সাথে যুক্ত করে। ধন্যবাদ। :) — আদিভাই • আলাপ • ০৮:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
ঠিক আছে। প্রগতিতে রয়েছে ট্যাগ দিতে বলেছিলেন ওয়াইস ভাই। সাফী মাহফূজ (বলুন শুনছি) ০৮:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- {{inprogress}} প্রকল্প জাতীয় "তালিকা"য় ব্যবহৃত হয়। — আদিভাই • আলাপ • ০৯:০৮, ২৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz: ভাই, আমি আসলে আপনাকে তালিকার নামের পাশে ট্যাগটা লাগাতে বলেছিলাম। যেমন:
- En:Masood Azhar প্রগতিতে রয়েছে
করা হয়ে হলে,
- En:Masood Azhar করা হয়েছে
এরকম। কোন কাজ মেইনস্পেইসে করলে {{কাজ চলছে}} ট্যাগ লাগিয়ে দিবেন। সবচেয়ে ভাল হয়, নিজের খেলাঘরে কাজটি সম্পন্ন করে মূলপাতায় স্থানান্তর করা। - ওয়াইস আলাপ ১০:৫৫, ২৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
সেপ্টেম্বর 2020
উইকিপিডিয়ায় স্বাগতম, আমি YahyA। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু আমি ব্যবহারকারী আলাপ:YahyA-এ আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যেকোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটি পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ —ইয়াহিয়াবলুন... • ০৭:৩৭, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
আমি SH Mahfooz. এটি আমার নতুন একাউন্ট। ভূলটি শুধরে নিলাম। আপনার উপদেশ পালনের চেষ্টা করব।KH Mahfooz (আলাপ) ০৭:৪৪, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)SH Mahfooz
- @KH Mahfooz: আলোচনা প্রকল্প পাতার আলাপ পাতায় স্থানান্তর করেছেন, তাই তো! এর দরকার ছিলো না। কারণ, আলোচনাটি আগে বন্ধ করে দেয়া হয়েছে। আপনি কি জানেন, নতুন অ্যাকাউন্টে শিফট হওয়া সম্পর্কে একটা নীতিমালা আছে? পড়ুনঃ উইকিপিডিয়া:সক পাপেট্রি —ইয়াহিয়াবলুন... • ০৮:০৪, ৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
ইবন সাহল
সুধী, আপনি ইবন সাহল পাতায় ট্যাগ লাগিয়েছেন, যেটা আমি মুছে দিচ্ছি। উইকিপিডিয়া:নতুন নিবন্ধ টহল নীতিমালা অনুসারে নিবন্ধ শুরুর ৪৮ ঘণ্টার মধ্যে কোনো ট্যাগ লাগানো যাবে না, যদি না নিবন্ধ দ্রুত অপসারণের উপযোগী হয়। ধন্যবাদ। — আদিভাই • আলাপ • ১১:২৮, ২৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
জানানোর জন্য ধন্যবাদ। অনুগ্রহপূর্বক নির্দিষ্ট সময় অতিবাহিত হবার পর উন্নতি সাধন না হলে পুনরায় ট্যাগটি যুক্ত করে দিবেন। ধন্যবাদ।
☞ 🇧🇩সাফী মাহফূজ🇧🇩 (বলুন শুনছি) ১১:৩৫, ২৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- আচ্ছা, খেয়াল থাকলে যোগ করে দেব। ;) — আদিভাই • আলাপ • ১১:৩৬, ২৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
সম্পাদকের পদক | |
মাহফুজ ভাই, ইদানিং আগের তুলনায় বর্তমানে আপনাকে এক্টিভ দেখা যাচ্ছে বেশি। বাংলা উইকিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে আপনার অবদান সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে অনুবাদের ক্ষেত্রে। তাই আপনাকে পদকটি দিলাম। আপনার অগ্রযাত্রা অব্যাহত থাকুক। একটা অনুরোধ, ইসলামি ব্যাক্তিত্ব ও প্রতিষ্ঠানের দিকে একটু খেয়াল রাখবেন কারণ এ বিষয়ে সম্পাদকের সংখ্যা নেহায়েত কম। শুভ কামনা। - ওয়াইস আলাপ ১৯:৫৪, ২ অক্টোবর ২০২০ (ইউটিসি) |
@Owais Al Qarni: অসংখ্য ধন্যবাদ ভাই। এটিই আমার প্রাপ্ত প্রথম পদক। উল্লেখ্য,এটি আমাকে আরও উৎসাহিত করবে। আরেকটি বিষয়,নতুন নতুন ব্যবহারকারীদের দিকে লক্ষ্য রাখতে হবে। তারা কাজ করার মত জিনিস পায়না। তাদেরকে ভালো ভালো নিবন্ধ তৈরী করতে উৎসাহ দিতে হবে।-ধন্যবাদান্তে ☞ 🇧🇩সাফী মাহফূজ🇧🇩 (বলুন শুনছি) ১২:১৮, ৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz: তা ঠিক। তবে আমি যেটা করি, যারা নতুন তাদের অনুবাদ করতে উৎসাহিত করি। কারণ নতুনদের সব নিয়ম-কানুন বুঝা সহজ হয় না। যদি তারা অনুবাদ করে তাহলে, রচনাশৈলী থেকে নিয়ে সব কিছু সহজেই বুঝতে পারে। - ওয়াইস আলাপ ১২:২৬, ৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
সমর্থন । ভাই ঠিক বলেছেন। আরেকটি জিনিস,অনেকে উর্দু থেকেও অনুবাদ করতে পারে।যেহেতু উর্দু ইসলামিক নিবন্ধে অনেক সম্মানসূচক শব্দ, যেমন: হযরত, (রহ:), (রা:) ইত্যাদি ব্যবহার করা হয়।তাই তাদেরকে বিশেষ ভাবে এই পাতাটি উল্লেখ করে দেয়া জরুরি। ☞ 🇧🇩সাফী মাহফূজ🇧🇩 (বলুন শুনছি) ১৫:৩৬, ৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
বার্তা প্রদান প্রসঙ্গে
সুধী, সম্প্রতি দেখলাম আপনি বিভিন্ন ব্যবহারকারীকে একটা বার্তা দিয়ে নিবন্ধ অনুবাদের অনুরোধ জানাচ্ছেন। এটা করার প্রয়োজনীয়তা দেখছি না, কারণ বেশিরভাগ ব্যবহারকারীই তাদের স্বাগত বার্তাটিও পড়ে দেখে কিনা সন্দেহ। আর যদি এই ধরনের কোনো বার্তা দিতেই হয় তাহলে অনুগ্রহ করে আলোচনা সভায় বার্তা রাখুন, প্রয়োজনে সেটি স্বাগত বার্তার সাথে সংযুক্ত করে বট দ্বারা স্বয়ংক্রিয়ভাবে দিবে। অনুগ্রহ করে হাত দ্বারা করে সাম্প্রতিক পরিবর্তন পাতায় সমস্যার সৃষ্টি করবেন না। — রিয়াজ (আলাপ) ১৬:৪৮, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @RiazACU:
ধন্যবাদ। ব্যপারটি বুঝিয়ে দেবার জন্য। কোন ব্যবহারকারীকে ইসলামী বিষয় সম্পর্কে আগ্রহী দেখলে বার্তাটি দেব। আশা করি তখন সমস্যা হবেনা। ☞ 🇧🇩সাফী মাহফূজ🇧🇩 (বলুন শুনছি) ১৭:০১, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- আচ্ছা — রিয়াজ (আলাপ) ১৭:০২, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @RiazACU এবং Safi Mahfouz: আমারও একই মত। যারা নতুন আসে তারা উইকিপিডিয়ায় একাউন্ট খুললে কি হয়, কিভাবে লেখে এই রহস্যটা জানার জন্য আসে। একাউন্ট খুলে তারপর এদের আর খুঁজ পাওয়া যায় না। বাংলা উইকিপিডিয়ায় কয়েক লক্ষ একাউন্ট আছে, কিন্তু ঘুরেফিরে আপনি ২০-২৫ জনকেই দেখবেন। সেজন্য সাম্প্রতিক পরিবর্তনে যাদের মোটামুটি নিয়মিত এক্টিভ দেখবেন, তাদের মধ্যে অনুবাদে আগ্রহীদের এই বার্তা দিলে ভাল হবে। যেমনটা আমি সাফী ভাইকে দিয়েছিলাম। অনেকে আছে নিয়মিত কাজ করেন, যেমনঃ রিয়াজ, হিরক রাজা, নাবিল, রাকিব, মোস্তফা কামাল, এম এস সাকিব, গোলাম ভাই সহ প্রশাসকদের এই বার্তা দেওয়া যাবে না। কারণ এরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন বিষয়ে নিয়মিত কাজ করেন। - ওয়াইস আলাপ ১৭:২২, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)
@Owais Al Qarni এবং RiazACU: আমি একমত। তাছাড়া আমার মনে হয়না যে, এটি অভ্যর্থনা কমিটি বটের স্বাগতম বার্তায় উল্লেখ করা উচিত। কেননা আমি আজ পর্যন্তও মনোযোগ দিয়ে স্বাগতম বার্তাটি পড়িনি। এটা অধিকাংশই উপেক্ষা করেন। কে ইসলামী নিবন্ধ সম্পর্কে আগ্রহী, তা জানতে নিয়মিত বিভিন্ন ব্যবহারকারী কাজ পর্যাবেক্ষণ করতে হবে। আপনারা কি একমত? ☞ 🇧🇩সাফী মাহফূজ🇧🇩 (বলুন শুনছি) ১৮:৩৮, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)
পাতা স্থানান্তর
পুনর্গঠনের মধ্যে থাকা অন্যের পাতা স্থানান্তর বা সংশোধন কাম্য নয়। আমি কোনো নিবন্ধই যান্ত্রিক অনুবাদ বা ইংরেজি শিরোনামে ফেলে রাখি না। বড় একটা অংশ সংশোধন করার পর হারিয়ে গেছে।—ইয়াহিয়াআলাপ• ১৪:১১, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
@Yahya: দুঃখিত! আমি বুঝতে পারিনি। ☞ 🇧🇩সাফী মাহফূজ🇧🇩 (বলুন শুনছি) ১৫:৫৩, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- কেউ ফেলে রাখলে অবশ্যই করবেন। আমি সাধারণত ৩০ মিনিটের বেশি ফেলে রাখি না। সম্পাদনা চলছে এমন নিবন্ধে অনাকাঙ্ক্ষিতভাবে কেউ সম্পাদনা করলে সম্পাদনা দ্বন্দ্ব তৈরি হয়, ফলে শেষের সম্পাদনাকারীর লেখা সংরক্ষিত হয় না।—ইয়াহিয়াআলাপ• ১৬:০২, ১০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @Yahya:
- আমিও এমন অবস্থার শিকার হয়েছি অনেকবার। দুঃখিত।মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ১১:৫৮, ১৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
নতুন স্ক্রিপ্ট
মাহফুজ ভাই, আপনি স্ক্রিপ্ট নিয়ে আগ্রহ দেখিয়েছিলেন। আমি আপনাকে দুটো স্ক্রিপ্ট ব্যবহারের পরামর্শ দিয়েছিলাম। সমস্যা হচ্ছে, কোনো পাতা লোড হওয়ার সময় জাভাস্ক্রিপ্ট পরে লোড হয়। স্ক্রিপ্ট লোড হওয়ার পর পাতাটি কিছুটা নিচে নেমে যায়, একারণে অনেক সময় এক জায়গায় ক্লিক করলে অন্য জায়গায় ক্লিক পরে যায়। এসমস্যা সমাধানে একটি ফরাসি স্ক্রিপ্টের মডেল অনুসারে ঐ দুটি স্ক্রিপ্টের সকল সুবিধা একটিতে দিয়ে নতুন একটি স্ক্রিপ্ট বানিয়েছি। বর্তমানে এটি সকল প্রকার বাগমুক্ত। এখানে বিস্তারিত পাবেন।—ইয়াহিয়াআলাপ• ১০:২৫, ১৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @Yahya: শুকরিয়া। মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ১১:৫৮, ১৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
বার্নার্ড ফিলবার্থ
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
সুধী, আপনি বার্নার্ড ফিলবার্থ নামে একটি সম্পূর্ণ খালি পাতা তৈরি করে শুধু {{কাজ চলছে/লক্ষ্য এবার লক্ষ}} ট্যাগ লাগিয়ে দিয়েছেন। এক্ষেত্রে আপনার নিবন্ধটি দ্রুত অপসারণের যোগ্য। কারণ নিয়ম অনুযায়ী আপনাকে অন্তত তিন-চার লাইনে কিছু লিখতে হবে। আপনাকে এই শর্ত পূরণের জন্য অনুরোধ করছি এবং এ কারণে দ্রুত অপসারণের ট্যাগ লাগাচ্ছি না। — আদিভাই • আলাপ • ১০:৫৬, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @Meghmollar2017: অনুগ্রহ করে ট্যাগ যুক্ত করুন। আমি পাতাটি তৈরি করবনা। মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ১১:০৯, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- করা হয়েছে — আদিভাই • আলাপ • ১১:১১, ২০ অক্টোবর ২০২০ (ইউটিসি)
আইপি ঠিকানায় স্বাগতবার্তা!
সুধী, আমি লক্ষ্য করলাম, আপনি আইপি ঠিকানায় স্বাগতবার্তা দিচ্ছেন। এরকমটা করার কোনো বিশেষ কারণ আছে কি? আইপি বারবার পরিবর্তিত হতে পারে। কাজেই উনি যদি আপনার পরিচিত হন, তবে একটি অ্যাকাউন্ট খুলে সম্পাদনা করতে বলুন। তাতে স্বয়ংক্রিয়ভাবেই স্বাগত বার্তা পেয়ে যাবেন। — আদিভাই • আলাপ • ০৯:৪৬, ২৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)
- @আদিভাই: আমি এমন কিছু আইপিতে বার্তা দিচ্ছি, যা বর্তমানে ক্রমাগত সক্রিয় দেখা। এবং পরিবর্তন হচ্ছেনা। আর তারা ভালো ভালো কাজও করছে। আর বার্তায় উৎসাহ আর একাউন্ট খোলার পরামর্শ, দুটিই রয়েছে। তাই আমার বানানো বার্তা অপেক্ষা স্বয়ংক্রিয় বার্তাকেই সমীচীন মনে করে বার্তা দিচ্ছি। কিন্তু গণহারে দিচ্ছি না। তাদের অবদানে উৎসাহ দিলে আশা করি, কোন অসুবিধা হবেনা। মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ১০:২৭, ২৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
সুপ্রিয় Safi Mahfouz, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |
ফোকাস?
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
আমাদের ইসলামি পণ্ডিত ও প্রতিষ্ঠানের দিকে ফোকাস করা উচিত। “إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّةِ” এর দিকে লক্ষ্য রেখে “সদকায়ে জারিয়া” হওয়ার আশা রাখি, এর বিপরীতে “গুণাহে জারিয়া” হওয়ারও সম্ভাবনা আছে। এটা আমার ব্যক্তিগত মতামত। পরামর্শ হিসেবে বললাম। ভিন্নমত থাকলে, ওকে। ধন্যবাদ। - ওয়াইস আলাপ ১১:৫০, ১৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Owais Al Qarni: ভাই! আপনার কথাটা আমি বুঝতে পারিনি। দয়া করে একটু বুঝিয়ে বলবেন? আপনি কি আমার কোন আচরনে কষ্ট পেয়েছেন? পেয়ে থাকলে আন্তরিক ভাবে দুঃখিত। আর যদি তা না হয়, তবে হয়ত অন্য কাউকে বার্তা দিতে গিয়ে ভুলবশত আমাকে দিয়ে ফেলেছেন। অনুগ্রহ পূর্বক বুঝিয়ে বলুন। — সাফী মাহফূজ বলুন ১৩:৩৭, ১৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz: হা, আপনাকেই দিয়েছি। আপনার ইমেইল চেক করুন। - ওয়াইস আলাপ ১৩:৪৯, ১৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Owais Al Qarni: আপনার ইমেইল চেক করুন। — সাফী মাহফূজ বলুন ১৪:০৪, ১৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz: আপনার ফিরতি ইমেইল পেলাম না। - ওয়াইস আলাপ ২৩:৩৪, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Owais Al Qarni: আপনার ইমেইল চেক করুন। — সাফী মাহফূজ বলুন ১৪:০৪, ১৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz: হা, আপনাকেই দিয়েছি। আপনার ইমেইল চেক করুন। - ওয়াইস আলাপ ১৩:৪৯, ১৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Owais Al Qarni: মনে হচ্ছে চলচ্চিত্র এডিটাথন প্রসঙ্গে আপনার এরূপ মন্তব্য। যদি সত্যিই এমনটা হয়ে থাকে তাহলে মনে রাখবেন (আপনাকে এর আগেও কয়েকবার বলেছি এটা) উইকিপিডিয়া একটা বিশ্বকোষ! দাওয়াতে তাবলীগের মার্কাজ নয়। আমরা নির্দিষ্ট কোনো গোত্র, সম্প্রদায় কিংবা জাতির তাবেদারির জন্য কাজ করি না। উইকিতে কেউ সদকায়ে জারিয়ার জন্য আসে না (জিমি ওয়েলস সবচেয়ে বেশি সওয়াবের ভাগিদার হইবেক তাইলে), আসলেও সেটা একান্তই কোনো ব্যক্তির ব্যক্তিগত বিষয়। খাঁটি বাংলায় এটাকে আমরা স্বেচ্ছাসেবা বলি, বিনিময়ে যে মানসিক তৃপ্তি আসে সেটাই যথেষ্ট। উল্লেখ্য যে এরূপ অপ্রাসঙ্গিক বিভ্রান্তিমূলক মন্তব্য করে কারো আলাপ পাতায় বিতর্ক তৈরি একপ্রকার হয়রানি ও হেনস্তামূলক আচরণ। হীরক রাজা ❯❯❯ আলাপ ০৬:১১, ২০ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Aishik Rehman: উনার অবদান দেখে আপনি বুঝতে পারবেন যে, উনি প্রচারমূলক ও পক্ষপাতদুষ্ট অবদান রাখেন না। সাধারনত আমি অধিক সময়ই ইসলামি বিষয়ে অবদান রাখি। তাই আমার এই বিষয়টা নিয়ে অবদান রাখাটা উনার বিচিত্র লাগতেই পারে। আর কোন অমুসলিম কোন সওয়াবের কাজ করলে তার সওয়াব হয়না কিন্তু আল্লাহ তার কৃতকর্মের পুরস্কারস্বরূপ এই নেয়ামত দেন যে, দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত তার নাম সম্মানের সাথে স্বরণ করে। আর এক দিক থেকে দেখতে গেলে এটা শুধু শুধু সময় নষ্ট। কিন্তু আলেমগণ বই লেখাকে সদকায়ে জারিয়া বলেছেন। আর উইকি একটা জীবন্ত বই স্বরূপ। তাই এর থেকে আমরা সদকায়ে জারিয়ার আশার রাখি। কারন এই সময়টা আমরা জাতির জ্ঞাতার্থে নিঃস্বার্থভাবে উৎসর্গ করতেছি। আই হোপ ইউ আন্ডারস্টেন্ড। — সাফী মাহফূজ বলুন ০৯:৩৫, ২০ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz: শেষ বাক্যটা বাংলায় লিখলেও চলতো। বাংলা উইকিপিডিয়াতে অহতুক ইংরেজি ব্যবহার বর্জন করা উচিত। ধন্যবাদ। ≈ MS Sakib «আলাপ» ০৯:৫১, ২০ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @MS Sakib: আপনাকে আন্তরিক ধন্যবাদ। — সাফী মাহফূজ বলুন ১০:১৭, ২০ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Aishik Rehman: আপনার সাথে কি আমার শত্রুতা আছে? - ওয়াইস আলাপ ১০:৫৪, ২০ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @MS Sakib: আপনাকে আন্তরিক ধন্যবাদ। — সাফী মাহফূজ বলুন ১০:১৭, ২০ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Owais Al Qarni: অনুগ্রহ করে এভাবে কথা বলবেন না। এখানে শত্রুতার কিছু নেই। আমরা আমরাই তো!— সাফী মাহফূজ বলুন ১১:০২, ২০ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz: শেষ বাক্যটা বাংলায় লিখলেও চলতো। বাংলা উইকিপিডিয়াতে অহতুক ইংরেজি ব্যবহার বর্জন করা উচিত। ধন্যবাদ। ≈ MS Sakib «আলাপ» ০৯:৫১, ২০ নভেম্বর ২০২০ (ইউটিসি)
আপনার জন্য একটি চিজবার্গার!
বার্গার খেয়ে শক্তি বাড়ান। অনেক সম্পাদনা করতে হবে তো! - ওয়াইস আলাপ ০৮:১৩, ২৩ নভেম্বর ২০২০ (ইউটিসি) |
- @Owais Al Qarni: বার্গারটা খেলাম, ভালো ছিল। আসলে পরীক্ষা দিয়ে একদম ঝিমিয়ে পরেছি। তাই সারা দিন ঘুমাতেই ভালো লাগে।😆😆— সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৮:৪৭, ২৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
টেমপ্লেট:ব্যবহারকারী/মাদারীপুর
ভাই, আমি ইচ্ছা করেই পুনর্নির্দেশ রাখি নি। কারণ {{ব্যবহারকারী/মাদারীপুর জেলা}} এবং {{ব্যবহারকারী/মাদারীপুর জেলা২}} নামে দুইটি তৈরি করেছি। পুনর্নির্দেশ আপনি কোনটাতে করবেন? — আদিভাই • আলাপ • ১৪:২৫, ২৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Meghmollar2017: ভাই! আপনার এই বার্তা দেখার আগেই আপনার আলাপ পাতায় বার্তা দিয়েছি। — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১৪:২৭, ২৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- আপনার ফিচারগুলো আবার যোগ করতে পারেন। বিষয়শ্রেণীর প্যাঁচ কাটানোর জন্য {{ব্যবহারকারী/হবিগঞ্জ জেলা}} থেকে কপি করে এনেছি। এরপরের সাজসজ্জা কাজে আপনি উন্মুক্ত। :) — আদিভাই • আলাপ • ১৪:২৮, ২৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- @Meghmollar2017: কপি করার দরকার নেই। এখান থেকে সুন্দর ভাবে ইউজারবক্স বানাতে পারেন। ধন্যবাদ। — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১৪:৩৬, ২৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- আপনার ফিচারগুলো আবার যোগ করতে পারেন। বিষয়শ্রেণীর প্যাঁচ কাটানোর জন্য {{ব্যবহারকারী/হবিগঞ্জ জেলা}} থেকে কপি করে এনেছি। এরপরের সাজসজ্জা কাজে আপনি উন্মুক্ত। :) — আদিভাই • আলাপ • ১৪:২৮, ২৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- ধন্যবাদ। কিন্তু টুল সম্পর্কে জ্ঞান আমার খুব কম। এটা কাজে দেবে। শুভেচ্ছা। — আদিভাই • আলাপ • ১৪:৪১, ২৩ নভেম্বর ২০২০ (ইউটিসি)
আশরাফ মাহমুদ এর বিষয়ে
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
@ Safi Mahfouz ভাই, আমি উক্ত ব্যক্তির বিষয়ে যথাযথ তথ্য দেবার চেষ্টা করেছি । তিনি একজন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরকার ও সঙ্গীত পরিচালক । পাতাটি জমা দেবার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো । যে কোন প্রয়োজনে Abu Jar Gifary (আলাপ) আমাকে পাবেন ।
- @Abu Jar Gifary: ভাই! এটা জমা দেওয়ার কোন বিষয় না। আপনি নিবন্ধটা প্রকাশ করার সাথে সাথে জনসাধারনকে প্রদর্শনের জন্য উন্মূক্ত হয়ে গেছে। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আপনার এই নিবন্ধটা দ্রুতই অপসারন করা হবে। কারন, তিনি উল্লেখযোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারেননি। ধন্যবাদ। — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১৬:৪৫, ২৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)
আপনার জন্য একটি বার্গার
সাফী মাহফূজ ভাই, আপনার জন্য একটি বার্গার, খেয়ে শক্তি অর্জন করেন, প্রচুর সম্পাদনা করতে হবে। -শাকিল হোসেন আলাপ ০৪:৪৩, ৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি) |
- @MdsShakil: ধন্যবাদ। (সকাল বেলা বার্গার?) — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৪:৫১, ৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @Safi Mahfouz: বার্গারের ক্ষেত্রে আমার আবার সকাল সন্ধ্যা নাই!!😋 -শাকিল হোসেন আলাপ ০৪:৫৫, ৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা!
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
আপনি এবং আপনাদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও একই সাথে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য ধন্যবাদ! -শাকিল হোসেন আলাপ ১৬:২২, ৩১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- – ব্যবহারকারী আলাপ পাতায় কোডটি যুক্ত করে নতুন বছরের শুভেচ্ছা জানান
{{subst:ব্যবহারকারী:MdsShakil/ইংরেজি নববর্ষ}}
- @শাকিল হোসেন: ধন্যবাদ। বাসায় ভাই এসেছিল, তাই নিষ্ক্রিয় ছিলাম। দুঃখিত..... (পিং করে আমার স্বাক্ষরে কি কি রং দেখতে পাচ্ছেন, তা জানাবেন)। • — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১১:৩৫, ১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Safi Mahfouz: স্বাক্ষরে নীল, হলুদ, হাল্কা বাদামী রং দেখতে পাচ্ছি -শাকিল হোসেন আলাপ ১১:৪৭, ১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @MdsShakil: কি ব্রাউজার ইউজ করেন? • — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১২:১৫, ১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
সালাম ভাই
কেমন আছেন। আমি খাজা মুহাম্মদ মাসুম। গাছতলা দরবার শরিফ। চাঁদপুর। আমি সুফি খাজা আহমদ শাহের নামে একটি পাতায় তাহার জীবনী তথ্য প্রস্তুত করতে চাই। আমাকে সাহায্য করুন। খাজা মুহাম্মদ মাসুম 786 (আলাপ) ১৭:৫২, ২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @খাজা মুহাম্মদ মাসুম 786: আপনার কাছে কোন তথ্যসূত্র থাকলে আমাকে দিন। আর তা অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে। আর আপনি নিবন্ধ বিষয়ে ধারণা লাভ করতে চাইলে এই তালিকা থেকে যেকোন নিবন্ধ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে পারেন। • — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১২:৪৬, ৩ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
মুহাম্মদ ইউসুফ লুধিয়ানভি
@Safi Mahfouz:, আসসালামু আলাইকুম সাফি ভাই; মুহাম্মদ ইউসুফ লুধিয়ানভি নিবন্ধটি তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ (তিনি ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব; আপনি বাংলা ভাষায় তার সম্পর্কিত নিবন্ধ তৈরি করেছেন)। আর সাফি ভাই আরেকটা জিনিস যে, আমার তৈরি করা কোনো নিবন্ধ নিয়ে সমস্যা থাকলে আপনি কোনো প্রশাসকের কাছে অভিযোগ জানাতে পারেন বা অপসারণ ট্যাগ যুক্ত করতে পারেন (যথাযথ কারণ দর্শিয়ে)। বারবার উইকি একাউন্ট তৈরি করি বাধ্য হয়ে ভাই কারণ আমার আসল একাউন্ট ব্লক করা হয়েছিলো অনেক আগে আমার একটি ভুলের কারণে (কারণটি রিয়াজ রিপন ভাই এবং নাহিয়ান ভাই জানেন; আর উইকিপিডিয়ার নিয়ম হচ্ছে একাধিক একাউন্ট ব্যবহার করলে ব্লকড (বাধাপ্রাপ্ত) হতে হয়। বিশাল খানের সক (আলাপ) ১৫:১১, ৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @বিশাল খানের সক: ওয়ালাইকুম সালাম। ভাই, আপনাকে বাধা দেবার কারন থাকলেও আপনি বেশ কয়েকটি ভালো কাজও করেছেন। সেজন্য ধন্যবাদ। আমার মনে হয়, আপনি বাঁধাপ্রাপ্ত হবার মত নাম ইচ্ছা করেই ইউজ করেন। আপনার যদি সত্যিই উইকির প্রতি একটুও আগ্রহ থাকে, তবে অন্য কোন নাম দিয়ে ভালো কাজ করুন। এবং সন্দেহ করার মত কোন কাজ করবেন না। বার্তা দেবার জন্য ধন্যবাদ। • — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৭:৩০, ৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
আপনার অনুরোধকৃত স্ক্রিপ্ট
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
$( document ).ready( function() {
mw.util.addPortletLink( 'p-personal', mw.util.getUrl( 'Special:MyPage/টহলঘর' ), //No need for a variable. 'টহলঘর', 'pt-টহলঘর', 'টহলঘর', null, '#pt-টহলঘর' );
});
~SHEKH (বার্তা) ০৬:৩৭, ৯ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @SHEKH: ধন্যবাদ। • — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৮:০১, ১০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
অনুরোধ
সুপ্রিয় Safi Mahfouz, আশা করি ভালো আছেন। ইসলামি পরকালবিদ্যা পাতাটি যদিও আপনার তৈরিকৃত নয়, আমার মনে হলো এই বিষয়ে আপনার প্রয়োজনীয় অভিজ্ঞতা আছে। পাতাটিকে বিশ্বকোষীয় মানে নিয়ে আসতে আপনি সাহায্য করতে পারেন কি? বাংলা উইকিতে আপনার অবদানের জন্য ধন্যবাদ। শুভ কামনা রইল। -- Nasrin (আলাপ) ১১:৪১, ২০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Nasrin: চেষ্টা করব। বর্তমানে একটু ব্যস্ত আছি। • — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১২:০১, ২০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
১০০+ নিবন্ধ পদক
১০০+ নিবন্ধ পদক | |
লক্ষ্য করলাম অল্প সময়ের মধ্যেই আপনার অনূদিত নিবন্ধ সংখ্যা ১০০+ হয়ে গেছে। উইকিতে আপনার এইরূপ সক্রিয়তা বজায় থাকুক এই প্রত্যাশায় পদকটি —শাকিল হোসেন আলাপ ১০:৪৪, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি) |
- @MdsShakil: আপনাকে ধন্যবাদ। প্রশংসার দাবিদার আপনিও, কারন আমার চেয়ে অল্প সময়ে আপনি ১৩০+ নিবন্ধ তৈরি করেছেন। • — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১০:৫২, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- আপনাকে ধন্যবাদ। অপসারণ বাদে আমার তৈরি নিবন্ধ এখন পর্যন্ত ১১৭ টি —শাকিল হোসেন আলাপ ১০:৫৬, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- @MdsShakil: এটিও কিন্তু ছোট সংখ্যা নয়😊।• — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১০:৫৮, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- উইকির বিশালতা অনুযায়ী হয়তোবা তেমন বড় কিছুও নয়। তবে হ্যা, অবদান রাখতে সংখ্যাগুলো ভালোলাগার কাজ করে —শাকিল হোসেন আলাপ ১১:০০, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- @MdsShakil: এটিও কিন্তু ছোট সংখ্যা নয়😊।• — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১০:৫৮, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
- আপনাকে ধন্যবাদ। অপসারণ বাদে আমার তৈরি নিবন্ধ এখন পর্যন্ত ১১৭ টি —শাকিল হোসেন আলাপ ১০:৫৬, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
ভালো নিবন্ধ হিসেবে শাহ আব্দুল লতীফ ভিট্টাই নিবন্ধটির মনোনয়ন!
ভালো নিবন্ধ হিসেবে আপনার মনোনীত শাহ আব্দুল লতীফ ভিট্টাই নিবন্ধটি পর্যালোচনাধীন রয়েছে। নিবন্ধটি ভালো নিবন্ধের মানদণ্ডের কাছাকাছি অবস্থায় রয়েছে, কিন্তু এতে কিছু ছোটখাট পরিবর্তন বা স্পষ্টকরণ প্রয়োজন। যদি তা ৭ দিনের মধ্যে ঠিক করা হয়, তবে নিবন্ধটি উত্তীর্ণ হবে, অন্যথায় এটি অনুত্তীর্ণ ঘোষিত হবে। নিবন্ধটির কোন বিষয়গুলোর দিকে নজর দিতে হবে তা দেখার জন্য আলাপ:শাহ আব্দুল লতীফ ভিট্টাই দেখুন। ওয়াকিম (আলাপ) ১২:২২, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)
- @WAKIM: এখন পুনরায় পর্যালোচনার অনুরোধ রইলো। কোন সমস্যায় জানাতে পারেন। • — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১৩:৩০, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)
নিরীক্ষক
হ্যালো। আপনার অ্যাকাউন্টের সাথে "নিরীক্ষক" ব্যবহারকারী অধিকার যুক্ত করা হয়েছে, যা আপনাকে সুরক্ষিত পাতাসমূহে অন্য ব্যবহারকারীদের করা অপেক্ষমান সম্পাদনাসমূহ পর্যবেক্ষণ করার সুবিধা দিবে। পর্যালোচনার জন্য অপেক্ষায় থাকা অমীমাংসিত পরিবর্তনসহ পাতাসমূহ এখানে পাবেন এবং অমীমাংসিত পরিবর্তন সুরক্ষা চালু করা সমস্ত পাতাসমূহের স্বয়ংক্রিয় একটি তালিকা এখানে রয়েছে।
মনে রাখবেন এই অধিকারটি আপনার অবস্থার কোন পরিবর্তন ঘটাবে না বা আপনার নিবন্ধ সম্পাদনাতেও প্রভাব ফেলবে না। আপনি যদি এই ব্যবহারকারী অধিকারটি না চান তাহলে যেকোন সময় যেকোন প্রশাসককে অপনার অ্যাকাউন্ট থেকে অধিকারটি প্রত্যাহারের জন্য অনুরোধ করুন।
আরো দেখুন:
- উইকিপিডিয়া:নিরীক্ষক, পর্যবেক্ষণের নীতিমালা
- উইকিপিডিয়া:অমীমাংসিত পরিবর্তন, অমীমাংসিত পরিবর্তন-এর ব্যবহার
- উইকিপিডিয়া:সুরক্ষা নীতি, কোন পাতাগুলোতে প্রশাসকগণ অমীমাংসিত পরিবর্তন সেটিং প্রয়োগ করবেন এর নীতিমালা। — SHEIKH (আলাপন) ১২:৫২, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)
- @SHEKH: ধন্যবাদ। অধিকারপ্রাপ্তির অভিনন্দন প্রদানের পদ্ধতির জন্য কি টেমপ্লেট ব্যবহার করা হয়?• — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১৩:৩৫, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)
Abir55131-এর প্রশ্ন (১৪:৫২, ৯ এপ্রিল ২০২১)
উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতায় আমাদেরকে যে সার্টিফিকেট দিবে সেটা কি ইংরেজি ভাষায় নাকি বাংলা ভাষায়? আর আপনার প্রোফাইলে আপনার নিজের নাম দেখাচ্ছে কিন্তু আমার প্রোফাইলে আমি আমার নিজের নাম সেট করব কিভাবে? আমার নিজের নাম username এ দিলে সেখানে লেখা আছে এই নামটি অন্য একজন ব্যবহার করেছে। সার্টিফিকেট দিলে সেই সার্টিফিকেটে নামের জায়গায় কি আমার ইউজারনেম লেখা থাকবে? আমি আমার নিজের নাম উইকিপিডিয়াতে লিখব কিভাবে? --Abir55131 (আলাপ) ১৪:৫২, ৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- উত্তর ১: সার্টিফিকেটটা হবে বাংলায়।
- উত্তর ২: আপনি যেই নামে একাউন্ট খুলেছেন, সেই নামটিই শো করবে। যদি আপনার নাম পরিবর্তন করতে চান, তবে WP:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন পাতায় আবেদন করুন। যদি ইউজার নেম এক রেখে শুধু আপনার ব্যবহারকারী নামটা ভিন্ন শো করতে চান, তবে আপনার ব্যবহারকারী পাতার শুরুতে
{{DISPLAYTITLE:আপনার কাঙ্খিত নাম}}
লেখাটি যোগ করুন। - উত্তর ৩: সার্টিফিকেটে অবশ্যই আপনার নাম থাকবে। আর আপনি কততম হয়েছেন, সেটাও থাকবে।
- উত্তর ৪: আপনি আপনার নিজের নামে উইকিপিডিয়াতে নিবন্ধ লিখতে পারবেন না। কেননা, লিখতে হলে আপনাকে অবশ্যই আপনাকে উল্লেখযোগ্য হতে হবে (বিস্তারিত:WP:উল্লেখযোগ্যতা/ব্যক্তি) এবং যা লিখবেন, তার নির্ভরযোগ্য তথ্যসূত্র (অর্থাৎ কোথা থেকে আপনি তথ্যটি পেয়েছেন বা কোথায় এটা লেখা আছে) থাকতে হবে। আর কোন প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন।• — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১৬:০৪, ৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)
নিবন্ধন গ্রহণ করার অনুরোধ
আল-মালহামা আল-কুবরা নিবন্ধনে কিছু সংশোধন এনেছি। যদি পর্যালোচনা করে গ্রহণ করতেন বা পরামর্শ দিতেন খুশি হতাম -- Asik12 (আলাপ) ০৫:৩৯, ১৪ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- @Asik12: গৃহীত• — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৬:০২, ১৪ এপ্রিল ২০২১ (ইউটিসি)
অনুবাদ করতে চাই
আমি ইংরেজি উইকিপিডিয়া থেকে বাংলা উইকিপিডিয়ায় কিছু পাতা অনুবাদ করতে চাই, সেটা কি ভাবে শুরু করব, দয়াকরে আমাকে সাহায্য করুন — মোঃ রব্বানী (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @মোঃ রব্বানী: বিশেষ:বিষয়বস্তু অনুবাদ ব্যবহার করতে পারেন। তবে অনুবাদ প্রকাশ করার পরে অবশ্যই অনুবাদটি সাবলীল করে নিবেন। কোন বিষয় না বুঝলে আমাকে জানাতে পারেন।• — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১১:০২, ১৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- @মোঃ রব্বানী: ইউটিউবের এই ভিডিওটি দেখতে পারেন।• — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৫:৪৮, ১৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)
মুজাদ্দিদ নিয়ে Akif Dewan-এর প্রশ্ন (২০:২০, ১৯ এপ্রিল ২০২১)
আসসালামু আলাইকুম আমি মুজাদ্দিদ গনের তালিকা সংশোধন করত্র চাচ্ছি কিভাবে করব --Akif Dewan (আলাপ) ২০:২০, ১৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- @Akif Dewan: আপনি যেই অনুচ্ছেদে সম্পাদনা করতে চান, সেই অনুচ্ছেদের শিরোনামের পাশে আপনি একটি কলমের মত চিহ্ন পাবেন, সেখানে ক্লিক করবেন। তার পর আপনি যা যোগ করতে চান, তা লিখবেন। তারপর উপরে ডানদিকের 'প্রকাশ করুন' বাটনে ক্লিক করবেন, তারপর আপনি সম্পাদনা সারাংশ দেওয়ার পর আবার সেই বাটনে ক্লিক করলেই আপনার সম্পাদনা নিরীক্ষকগণদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। আপনার সম্পাদনা যদি গ্রহণযোগ্য হয়, তবে নিরীক্ষকগণ তা পর্যালোচনা করে সবার জন্য উন্মুক্ত করে দেবেন। ধন্যবাদ।• — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৩:৪৫, ২০ এপ্রিল ২০২১ (ইউটিসি)
Opiardin-এর প্রশ্ন (২০:৫৬, ১৯ এপ্রিল ২০২১)
আমি কিভাবে লেখা পাবলিশ্ট করবো --Opiardin (আলাপ) ২০:৫৬, ১৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- @Opiardin: আপনি যেই অনুচ্ছেদে সম্পাদনা করতে চান, সেই অনুচ্ছেদের শিরোনামের পাশে আপনি একটি কলমের মত চিহ্ন পাবেন, সেখানে ক্লিক করবেন। তার পর আপনি যা যোগ করতে চান, তা লিখবেন। তারপর উপরে ডানদিকের 'প্রকাশ করুন' বাটনে ক্লিক করবেন, তারপর আপনি সম্পাদনা সারাংশ দেওয়ার পর আবার সেই বাটনে ক্লিক করলেই আপনার সম্পাদনা নিরীক্ষকগণদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। আপনার সম্পাদনা যদি গ্রহণযোগ্য হয়, তবে নিরীক্ষকগণ তা পর্যালোচনা করে সবার জন্য উন্মুক্ত করে দেবেন। ধন্যবাদ।• — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৩:৪৬, ২০ এপ্রিল ২০২১ (ইউটিসি)
সেপ্টেম্বর ২০২০
নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
আইনুদ্দীন আল আজাদ নিবন্ধের অপসারণের প্রস্তাবনায় মন্তব্য করুন। - ওয়াইস আলাপ ১৭:২১, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
করেছি।
সম্ভব?
সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগ হবার কোনো উপায় আছে?ShazidSharif2001 (আলাপ) ১৫:২৬, ৩০ অক্টোবর ২০২০ (ইউটিসি) @ShazidSharif2001: আমার কোন ফেসবুক একাউন্ট নেই। আমার সাথে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করতে আমার ইমেইল ঠিকানা ব্যবহার করুন। [email protected]
উইকিপ্রকল্প ভিডিও গেমস
— Safuan12616 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
নতুন উইকিপিডিয়া অনুবাদের উপকরণ ব্যবহার করে দেখুন (উইকিপিডিয়া গবেষণা)
প্রিয় Safi Mahfouz,
আপনি একজন বাংলা উইকিপিডিয়া সম্পাদক হওয়ায়, আমি আপনাকে একটি গবেষণা সেশনে যোগ দিতে এবং একটি নতুন সম্পাদনা উপকরণ ব্যবহার করে দেখার জন্য আমন্ত্রণ জানাতে চাই। অংশগ্রহণের জন্য ভিডিও কলে ব্যবহার উপযোগী পর্যাপ্ত দ্রুত গতির স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ উপস্থিত থাকা প্রয়োজন।
অংশগ্রহণের জন্য প্রথমে এই সংক্ষিপ্ত ফর্ম পূরণ করুন এবং নির্বাচিত হলে আপনি অংশগ্রহণের দিন / সময় নির্ধারণ করার জন্য ইমেইলের মাধ্যমে আমন্ত্রণ পাবেন।
গবেষণা সেশনের সফল সমাপ্তির পরে আপনাকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে আমরা আপনার স্থানীয় মুদ্রায় একটি $20USD মূল্যের ভিসা কার্ড প্রদান করতে ইচ্ছুক।
শুভেচ্ছান্তে, EAsikingarmager (WMF) (আলাপ) ১৬:১৬, ১৮ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
এই সমীক্ষা তৃতীয় পক্ষের সেবার মাধ্যমে পরিচালিত হবে, যাদের এই সেবা প্রদানে অতিরিক্ত শর্ত থাকতে পারে। গোপনীয়তা এবং ডেটা-ব্যবস্থাপনা সম্পর্কিত আরও তথ্যের জন্য সমীক্ষার গোপনীয়তার বিবৃতি দেখুন।
Liton ghoshal-এর প্রশ্ন (১৮:০৮, ২৯ এপ্রিল ২০২১)
নাথ কোন সমপ্রদায়
দেবনাথ কোন সমপ্রদায় --Liton ghoshal (আলাপ) ১৮:২৮, ২৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- @Liton ghoshal: দেবনাথ (কখনো কখনো নাথও লেখা হয়) হল বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের নামের শেষাংশ। মূলত, এরা যোগী-নাথের অন্তর্গত। ২০১৪ সালের হিসাবানুসারে ৭৪.৫% দেবনাথ ভারতে ও ২৫.১% দেবনাথ বাংলাদেশে বাস করে। ভারতে বিভিন্ন রাজ্যে বসবাসকারী দেবনাথদের স্থানীয় জনসংখ্যার সাথে অনুপাত হল:
- ত্রিপুরা (১:১৪)
পশ্চিমবঙ্গ (১:৩০৩)
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (১:৪৩৭)
আসাম (১:৬৬৪)
অরুণাচল (১:১,৩০২)
নাগাল্যান্ড (১:১,৪৪৩)
• — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১৯:১০, ২৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)
ব্যবহারকারী আলাপ:Safi Mahfouz নিয়ে Liton ghoshal-এর প্রশ্ন (১৯:২০, ২৯ এপ্রিল ২০২১)
আসলে যোগী কারা
আসলে যোগী কোন জাতি --Liton ghoshal (আলাপ) ১৯:২১, ২৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- @Liton ghoshal: যোগী, একজন যোগব্যায়াম অনুশীলনকারী, সাথে সন্ন্যাসী বা ভারতীয় ধর্মের ধ্যান চর্চাকারী। মেয়েলি আকার, যা কখনও কখনও ইংরাজীতে ব্যবহৃত হয়, তা হ'ল যোগিনী। যোগী ১২শ শতাব্দী সিই -তেও ছিল আরো হিন্দু ঐতিহ্য নাথ সিদ্ধ সদস্যদের বোঝানো হয়। হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মে একজন তন্ত্র অনুশীলনকারী। হিন্দু পুরাণে দেবতা শিব এবং দেবী পার্বতীকে প্রতীক যোগী – যোগিনী জুটি হিসাবে দেখানো হয়েছে।• — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৬:০১, ৩০ এপ্রিল ২০২১ (ইউটিসি)
SANTAMOY GOSWAMI-এর প্রশ্ন (১৯:৩৭, ৩০ এপ্রিল ২০২১)
আমি কবি তারক সেন কে নিয়ে একটি নিবন্ধ এখানে সম্পাদনা করতে চাই। আমি জানতে চাই সেটি কিভাবে শুরু করা উচিত!!! --SANTAMOY GOSWAMI (আলাপ) ১৯:৩৭, ৩০ এপ্রিল ২০২১ (ইউটিসি) @SANTAMOY GOSWAMI: পড়ুন উইকিপিডিয়া:নতুন নিবন্ধ শুরুকরণ।
শৌণ্ডিকালয় নিয়ে ডা. মো.নুরুজ্জামান রনি-এর প্রশ্ন (১৬:২৫, ২ মে ২০২১)
মেন্টর কেমন আছেন? অ্যাসক্লেপিয়াস হচ্ছে গ্রিকদের আরোগ্য লাভের দেবতা। আমি অ্যাসক্লেপিয়াস সম্পর্কে বিস্তারিত জানতে চাই। --ডা. মো.নুরুজ্জামান রনি (আলাপ) ১৬:২৫, ২ মে ২০২১ (ইউটিসি)
- @ডা. মো.নুরুজ্জামান রনি: পড়ুন en:Asclepius। আপনার অ্যাসক্লেপিয়াস নিবন্ধটি পূর্বেই আস্ক্লেপিউস নামে বিদ্যমান। তাই একটি পুনর্নির্দেশ তৈরি করা হয়েছে। তবে পূর্বে থাকা নিবন্ধটি সংক্ষিপ্ত। আপনি চাইলে তা সম্প্রসারণ করতে পারেন।• — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৪:৪৫, ৩ মে ২০২১ (ইউটিসি)
আলাপ:নদেরচাঁদ পি.সি. দাস একাডেমী নিয়ে Md. Rifatul Islam Rifat-এর প্রশ্ন (০৯:১০, ১০ মে ২০২১)
আসসালামুয়ালাইকুম। প্রথমেই আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। আমি উইকিপিডিয়ায় নতুন। আমি যে নিবন্ধন লিখি না কেন তা অপসারণ করা হচ্ছে। আমি যেসব নিবন্ধন লিখি তার যথেষ্ট তথ্যসূত্র থাকে। এমতাবস্থায় আপনি আমাকে সাহায্য করুন। --Md. Rifatul Islam Rifat (আলাপ) ০৯:১০, ১০ মে ২০২১ (ইউটিসি)
আপনার জন্য একটি ইসলামিক পদক!
ইসলামিক পদক! | |
আপনার ইসলামিক বিষয়ে অবদান সত্যিই প্রশংসনীয়। আপনার অবদানগুলো বাংলা উইকিকে সমৃদ্ধ করেছে। আপনার এই অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ। আপনার এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এই শুভকামনায় ~ তন্ময় (আলাপ) ০৭:২৭, ১১ মে ২০২১ (ইউটিসি) |
- @User:Mzz Tanmay: ধন্যবাদ।• — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৯:৪১, ১২ মে ২০২১ (ইউটিসি)
ঈদ মোবারক
ঈদ মোবারক!!! তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম (মহান আল্লাহ্ আমাদের ও আপনার ভাল কাজগুলো কবুল করুন)। ~ তন্ময় (আলাপ) ১৮:০৭, ১৩ মে ২০২১ (ইউটিসি)
ইসলাম বিষয়ক এডিটাথন
শীর্ষ অবদানকারী পদক | ||
প্রিয় Safi Mahfouz, বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি ও মানোন্নয়নে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২১ এ অংশ নিয়ে ২য় স্থান অর্জন করায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন। ধন্যবাদান্তে, উইকিপ্রকল্প ইসলাম |
- @RiazACU: ধন্যবাদ।• — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১২:২১, ১৬ মে ২০২১ (ইউটিসি)
ব্যবহারকারী:Porimol Chandero Roy Shuvo নিয়ে Porimol Chandero Roy Shuvo-এর প্রশ্ন (১৬:১৮, ১ জুন ২০২১)
আমার নির্ধারিত পূর্বের সংশোধিত পেইজটি অপসারণ করার কারন জানতে পারিকি? --Porimol Chandero Roy Shuvo (আলাপ) ১৬:১৮, ১ জুন ২০২১ (ইউটিসি)
লক্ষ্য এবার লক্ষ এডিটাথন পদক
লক্ষপূরণ পদক | ||
প্রিয় Safi Mahfouz, বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনের প্রাক্কালে আয়োজিত, ‘লক্ষ্য এবার লক্ষ’ শীর্ষক বিশেষ ধারাবাহিক এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছিল। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ এডিটাথনে নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― অংকন (আলাপ) ১:৫৭, ১৬ জুন ২০২১ (ইউটিসি) |
বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ
সুপ্রিয় Safi Mahfouz,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)
বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২
সুপ্রিয় Safi Mahfouz,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)
শুভেচ্ছা
আপনি কি আসছেন নাকি অবসরে থেকে উঁকি মারার চেষ্টা করছেন? -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ১০:১৩, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)
- @Owais Al Qarni: আপাতত উঁকি মারার চেষ্টা চলছে, তবে খুব দ্রুত আবার ফিরে আসছি। আপনাকেও শুভেচ্ছা। -- • — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১০:১৭, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)
- @Owais Al Qarni: সময় হলে একটু ইনবক্সে আসেন। কিছু কথা আছে। • — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১০:২২, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)
[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities
Hello,
As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.
An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:
- Date: 31 July 2021 (Saturday)
- Timings: check in your local time
- Bangladesh: 4:30 pm to 7:00 pm
- India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
- Nepal: 4:15 pm to 6:45 pm
- Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
- Live interpretation is being provided in Bangla and Hindi.
- Please register using this form
For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.
Hope that you are able to join us, KCVelaga (WMF), ০৬:৩৩, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)
উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন ২০২১
সুপ্রিয় Safi Mahfouz,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের ভোটদান শুরু হয়েছে যা ৩১শে আগস্ট পর্যন্ত চলবে। সম্প্রদায়ের প্রার্থীদের তাদের প্রার্থীতা জমা দিতে বলা হয়েছিল। তিন সপ্তাহ ধরে প্রার্থীদের আহ্বানের পর ২০২১ সালের নির্বাচনে ১৯ জন প্রার্থী রয়েছেন।
উইকিমিডিয়া সম্প্রদায়ের নিকট ভোটদানের মাধ্যমে আগামী তিন বছরের মেয়াদে উইকিমিডিয়া আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ এবং ট্রাস্টি বোর্ডের চাহিদা পূরণ করতে সক্ষম প্রার্থীদের নির্বাচিত করার সুযোগ রয়েছে। প্রার্থীদের সম্পর্কে জানুন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোটদান করুন। ট্রাস্টি হিসেবে কাজ করার জন্য নির্বাচন কমিটি সবচেয়ে বেশি ভোট প্রাপ্ত চারজন প্রার্থীকে নির্বাচন করবে। কীভাবে ভোট দিবেন তা জানতে এই পাতাটি পড়ুন।
নির্বাচন কমিটির পক্ষে,
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ০২:২৩, ১৮ আগস্ট ২০২১ (ইউটিসি)
উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচন ২০২১-এ ভোট দিতে ভুলবেন না
সুপ্রিয় Safi Mahfouz,
আপনাকে এই বার্তা প্রেরণ করা হয়েছে কারণ আপনি ২০২১-এর উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটদানের উপযুক্ত। নির্বাচনটি ১৮ই আগস্ট, ২০২১ তারিখে শুরু হয়েছে এবং এটি ৩১শে আগস্ট, ২০২১ পর্যন্ত চলবে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বাংলা উইকিপিডিয়া টির মত প্রকল্প পরিচালনা করে এবং ফাউন্ডেশন একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। ট্রাস্টি বোর্ড উইকিমিডিয়া ফাউন্ডেশনের সিদ্ধান্তগ্ৰহণকারী সংস্থা। ট্রাস্টি বোর্ড সম্পর্কে আরও জানুন।
এই বছর সম্প্রদায়ের ভোটদানের মাধ্যমে চারটি আসন নির্বাচিত করতে হবে। বিশ্বজুড়ে ১৯ জন প্রার্থী এই আসনগুলিতে প্রতিদ্বন্দিতা করেছেন। ২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের প্রার্থীদের সম্পর্কে আরও জানুন।
সম্প্রদায়গুলোর প্রায় ৭০,০০০ সদস্যকে ভোট দিতে বলা হয়েছে এবং এর মধ্যে আপনিও রয়েছেন! ভোট দান ৩১ আগস্ট ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত চলবে তাই বাংলা উইকিপিডিয়া এর সিকিউরপোল-এ যান ও আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।
আপনি যদি ইতিমধ্যে ভোট দিয়ে থাকেন তাহলে এই বার্তা টি উপেক্ষা করুন এবং ভোট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করলেও একবারই ভোট দিতে পারবে।
নির্বাচন সম্পর্কে আরও জানুন। MediaWiki message delivery (আলাপ) ০৬:২৩, ২৮ আগস্ট ২০২১ (ইউটিসি)
ঐচ্ছিক তালিকা
এর মধ্যে আমি ইয়াসির নাদিম আল ওয়াজিদি, আব্দুর রাজ্জাক ইস্কান্দার, নদওয়াতুল উলামা করছি। ☺ –ধর্মমন্ত্রী (আলাপ) ১৫:৫৮, ৩১ আগস্ট ২০২১ (ইউটিসি)
- @Owais Al Qarni: নদওয়াতুল উলামা ইতোমধ্যে বাংলায় বিদ্যমান।• — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৬:৪৩, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- একটা হল পরিষদ, আরেকটা প্রতিষ্ঠান। পার্থক্য আছে।–ধর্মমন্ত্রী (আলাপ) ০৬:৪৭, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- @Owais Al Qarni: আমি নিখিল ভারত মুসলিম মজলিসে মুশাওয়ারাত শুরু করলাম।• — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৬:৫৫, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
- একটা হল পরিষদ, আরেকটা প্রতিষ্ঠান। পার্থক্য আছে।–ধর্মমন্ত্রী (আলাপ) ০৬:৪৭, ১ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
আজাকি হালনাগাদ ২৬ সেপ্টেম্বর ২০২১
- আপনার মনোনায়ন দেয়া গুগল নামক নিবন্ধটি থেকে একটি আকর্ষণীয় তথ্য নিয়ে ২৬ সেপ্টেম্বর ২০২১ তারিখের আপনি জানেন কি? হালনাগাদ করা হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি যদি সম্প্রতি তৈরি বা সম্প্রসারিত হওয়া কোনও নিবন্ধ থেকে আকর্ষণীয় আরও কোনও তথ্য জেনে থাকেন, তবে দয়া করে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন। ~ ফায়সাল বিন দারুল (২০২১) ১৩:৩০, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
শাহেদ হাছান-এর প্রশ্ন (০০:৩৪, ৭ অক্টোবর ২০২১)
আসসালামু আলাইকুম --শাহেদ হাছান (আলাপ) ০০:৩৪, ৭ অক্টোবর ২০২১ (ইউটিসি)
- @শাহেদ হাছান ওয়ালাইকুমুসসালাম। কিভাবে সাহায্য করতে পারি?• — সাফি মাহফুজ 《ডাকঘর》 ১৩:৩০, ৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)
Translation request
Hello.
Can you translate and upload the article simple:1668 North Anatolia earthquake in Bengali Wikipedia?
Yours sincerely, Menikure (আলাপ) ১৫:১৬, ৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)
ব্যবহারকারী:ShreRamkrishna নিয়ে ShreRamkrishna-এর প্রশ্ন (১৩:০৯, ১০ অক্টোবর ২০২১)
IAM shri Ramkrishna Sarkar --ShreRamkrishna (আলাপ) ১৩:০৯, ১০ অক্টোবর ২০২১ (ইউটিসি)