ব্যবহারকারী:KanikBot
অবয়ব
এই ব্যবহারকারী একটি বট যার পরিচালনায় আছেন Ahmad Kanik (আলাপ)। এটি কোনো সক পাপেট নয়, বরং একটি স্বয়ংক্রিয় বা আধা-স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট যার উদ্দেশ্য এমন সব পুনরাবৃত্তিমূলক সম্পাদনা করা যেগুলি হাতে হাতে করা অত্যন্ত দুরূহ ও সময় সাপেক্ষ। এই বটটি অনুমোদিত ও সক্রিয়, বটটির অনুমোদনের অনুরোধ এখানে পাওয়া যাবে। প্রশাসকবৃন্দ: যদি এই বটটি কোনো সমস্যা বা ক্ষতিসাধন করে, অনুগ্রহপূর্বক একে বাধা দিন। |
জরুরী বট বন্ধকরণ বোতাম
প্রশাসক: যদি এই বট গন্ডগোল শুরু করে, তাহলে উপরের বোতাম ব্যবহার করুন। (সরাসরি লিঙ্ক)
অ-প্রশাসকরা বটের গন্ডগোল সম্পর্কে প্রশাসকদের আলোচনাসভায় ।
KanikBot এর স্বয়ংক্রিয় স্ক্রিপ্টগুলো Toolforge থেকে কাজ করে।
KanikBot এর অনুমোদিত কাজ :
ক্রম | বিবরণ | সক্রিয়তা |
---|---|---|
১ | নতুনদের স্বাগত বার্তা প্রদান | সমাপ্ত |
২ | কুয়েরি করে বিভিন্ন তথ্যপাতা হালনাগাদ | |
৩ | পুনর্নির্দেশিত বিষয়শ্রেণীর পাতাগুলো লক্ষ্য বিষয়শ্রেণীতে স্থানান্তর | প্রতি ৩ ঘন্টায় |
৪ | {{আলাপ পাতা}} দিয়ে অন্তত ৭ দিন বয়সি নিবন্ধের আলাপ পাতা তৈরি | অনিয়মিত |
৫ | {{স্বয়ংক্রিয় সংগ্রহশালা}}যুক্ত আলাপপাতার এবং WP:VP, WP:AN-এর আলোচনা সংগ্রহশালায় স্থানান্তর | প্রতিদিন |
৬ | অমুক্ত রাস্টার চিত্রের আকার হ্রাসকরণ ও সম্পর্কিত টেমপ্লেট যোগ-বিয়োগ | শুক্র ও সোমবার |
৭ | নির্বাচিত ছবির টেমপ্লেট তৈরি ও বিবরণ যোগ করতে বার্তা প্রদান | প্রতিদিন |
৮ | কালোতালিকাভুক্ত about . com বহিঃসংযোগ অপসারণ | সমাপ্ত |
৯ | উইকিউপাত্তের সংযোগ ব্যবহার করে ইংরেজি উইকিপিডিয়া অনুযায়ী বিষয়শ্রেণী যোগ করা | সমাপ্ত |
১০ | খসড়া দীর্ঘদিন সম্পাদনা না হলে প্রণেতাকে বার্তা দেয়া এবং স১৩ অনুসারে ট্যাগ যোগ | প্রতিদিন |
KanikBot-এর উৎসকোড পেতে গিট ব্যবহার করুন git clone https://tools-static.wmflabs.org/kanikbot-bn/kanikbot.git
KanikBot-এর আরো তথ্য যা প্রয়োজন হতে পারে:
- ৩ নং কাজের অধীনে আপনি যেসব বিষয়শ্রেণীতে টেমপ্লেট:বিষয়শ্রেণী পুনর্নির্দেশ যুক্ত করে পুনর্নির্দেশ করবেন, বট স্বয়ংক্রিয়ভাবে পুনর্নির্দেশিত বিষয়শ্রেণী থেকে পুনর্নির্দেশের লক্ষ্য বিষয়শ্রেণীতে পাতাগুলো নিয়ে যাবে। তবে যেসব পাতা পূর্ণসুরক্ষিত এবং যেসব পাতায় বিষয়শ্রেণীটি কোনো টেমপ্লেটের মাধ্যমে যুক্ত সেসব পাতায় বট বিষয়শ্রেণী পরিবর্তন করতে পারে না। বট ৫০০ এর বেশি পাতাযুক্ত বিষয়শ্রেণীর পাতাগুলো অন্য বিষয়শ্রেণীতে স্বয়ংক্রিয়ভাবে নিবে না, বট পরিচালকের হস্তক্ষেপ প্রয়োজন হবে। স্বয়ংক্রিয় স্থানান্তরে প্রয়োজনীয় সময় দুটি সীমাবদ্ধতার উপর নির্ভর করে: বট ৩ ঘন্টা পরপর সচল হয়ে প্রতিবার একটি বিষয়শ্রেণীর সর্বোচ্চ ৫০ টি পাতা এবং সব বিষয়শ্রেণী মিলিয়ে সর্বোচ্চ ১৫০ টি পাতা লক্ষ্য বিষয়শ্রেণীতে নিবে।
- ৫ নং কাজের অধীনে যেসব আলোচনা পাতার সংগ্রহশালা ক্রমভিত্তিক, সেসব পাতায় নির্দিষ্ট দিন ধরে নতুন মন্তব্য না আসা অনুচ্ছেদগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় নিতে
{{স্বয়ংক্রিয় সংগ্রহশালা}}
যুক্ত করতে পারেন। টেমপ্লেট নথিতে এই টেমপ্লেটের ব্যবহার দেখে নিন। এছাড়া বট উইকিপিডিয়া:আলোচনাসভা, উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা এবং উইকিপিডিয়া:আলোচনাসভা/পরিভাষা ও অনুবাদ-য়{{subst:সহঅ}}
যুক্ত অনুচ্ছেদগুলো সংগ্রহশালায় নেয়। - ৭ নং কাজের অধীনে যদি আগামীকালের নির্বাচিত ছবির টেমপ্লেট না থাকে, বট কমন্সের আগামীকালের নির্বাচিত ছবি ব্যবহার করে টেমপ্লেট তৈরি করবে এবং তাতে বিবরণ যোগ করতে এই তালিকার ব্যবহারকারীদের অনুরোধ করে বার্তা দিবে।
- ৬ নং কাজের অধীনে স্বয়ংক্রিয়ভাবে বিষয়শ্রেণী:সকল অ-মুক্ত মিডিয়া-এর jpeg, png, অ্যানিমেশনবিহীন gif ও webp চিত্রের আকার ১০০০০০ পিক্সেলে হ্রাস করে আপলোড করা হবে।
- ১ নং কাজের অধীনে যে নতুন ব্যবহারকারীদের ব্যবহারকারী আলাপ পাতা বট-এর স্বাগতম জানানোর পূর্বেই তৈরি হয়ে যায়, বট তাদের স্বাগতম বার্তা দিতে পারে না।
- ৯ নং কাজের অধীনে ইংরেজী উইকিপিডিয়াতে একটি পাতায় (নিবন্ধ, বিষয়শ্রেণী) যে বিষয়শ্রেণীগুলো আছে সেগুলোর সাথে উইকিউপাত্তের মাধ্যমে যুক্ত বাংলা উইকিপিডিয়ার বিষয়শ্রেণীগুলো নেয়া হবে এবং ইংরেজি উইকিপিডিয়ার পাতাটি উইকিউপাত্তের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার যে পাতায় যুক্ত, তাতে যে বিষয়শ্রেণীগুলো ইতিমধ্যে নেই তা যোগ করা হবে।
- ২ নং কাজের অধীনে আপনি নির্দিষ্ট দিন পরপর নির্দিষ্ট কুয়েরি অনুযায়ী একটি পাতা হালনাগাদ করতে বট পরিচালককে বলতে পারেন। বট উল্লেখযোগ্যভাবে WP:সম্পাদনার সংখ্যা অনুযায়ী উইকিপিডিয়ানদের তালিকা পাতাটি হালনগাদ করে।