বিশ্বের নতুন সপ্তাশ্চর্য
অবয়ব
বিশ্বের নতুন সপ্তাশ্চর্য এমন একটি প্রকল্প যার মূল উদ্দেশ্য হচ্ছে আধুনিক বিশ্বের নতুন বিস্ময়ের তালিকা তৈরি করে প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের ধারণাটিকে পুনঃরুজ্জীবিত করা। এ লক্ষ্যে ব্যক্তিমালিকানাধীন New 7 Wonders Foundation বিশ্বব্যাপী ইন্টারনেট ও ফোনের মাধ্যমে বিশ্বের সাতটি নতুন বিস্ময়ের তালিকায় ভুক্তির জন্য মনোনয়ন ও ভোট আহবান করে এবং এর বিজয়ীদের তালিকা ৭ জুলাই, ২০০৭ তারিখে পর্তুগালে ঘোষণা করা হয়।
সুইজারল্যান্ড ভিত্তিক "New 7 Wonders Foundation" এর দাবী এই প্রকল্পে ইন্টারনেট এবং ফোনের মাধ্যমে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ভোট পড়েছে। যেহেতু ভক্ত, সরকার এবং পর্যটন সংস্হাগুলো কোন বাধা ছাড়াই যতগুলো ইচ্ছা ভোট দিতে পেরেছে তাই এই ভোটাভুটিকে অনেকেই অবৈজ্ঞানিক আখ্যা দিয়েছেন।
ইতিহাস
[সম্পাদনা]বিজয়ী নিদর্শনসমূহ
[সম্পাদনা]বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের নাম | অবস্থান | ছবি |
---|---|---|
চিচেন ইৎজা | ইউকাতান, মেক্সিকো | |
ত্রাণকর্তা যিশুখ্রিস্ট | রিউ দি জানেইরু, ব্রাজিল | |
কলোজিয়াম | রোম, ইতালি | |
চীনের মহাপ্রাচীর | চীন | |
মাচু পিচু | কোস্কো, পেরু | |
পেত্রা | জর্ডান | |
তাজমহল | আগ্রা, ভারত | |
এবং তালিকাতে একটি সম্মানসূচক ভুক্তি রয়েছে: গিজার মহা পিরামিড (প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের একমাত্র প্রতিনিধি) |
কায়রো, মিশর |
প্রতিক্রিয়া
[সম্পাদনা]অন্যান্য চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত নিদর্শনসমূহ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে বিশ্বের সাতটি নতুন বিস্ময় সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |