বিশ্বযুদ্ধ
অবয়ব
যুদ্ধ |
---|
বিষয়ক একটি ধারাবাহিকের অংশ |
বিশ্বযুদ্ধ (ইংরেজি: World War) এমন যুদ্ধকে নির্দেশ করে যাতে বিশ্বের অধিকাংশ জাতিই এতে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত থাকে বা জড়িয়ে পড়ে এবং ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় অথবা সাহায্যের জন্যে অগ্রসর হয়। পৃথিবীতে এ পর্যন্ত মোট দুইটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে।
- প্রথম বিশ্বযুদ্ধ - ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ - ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন সময়ে বিশ্ববাসী আসন্ন ৩য় বিশ্বযুদ্ধের ভয়ে সদা-সর্বদা আতঙ্কিত ছিল। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইউরোপীয় দেশ। অন্যদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন ও সম্ভবতঃ চীন।
বিশ্বযুদ্ধদ্বয়ের তুলনা
[সম্পাদনা]প্রথম বিশ্বযুদ্ধ | দ্বিতীয় বিশ্বযুদ্ধ | |
---|---|---|
আক্রান্ত জাতি | ৩৬ | ৬২ |
মৃত্যু | ১০ মিলিয়ন | ৫৫ মিলিয়ন |
আহত | ২০ মিলিয়ন | ৩৫ মিলিয়ন |
বাধ্যতামূলক ভাবে সেনাবাহিনীতে নিযুক্তি | ৭০ মিলিয়ন | ১১০ মিলিয়ন |
যুদ্ধক্ষেত্র | ৪ মিলিয়ন কি.মি.² / ২.৫ মিলিয়ন কি.মি.² | ২২ মিলিয়ন কি.মি.² / ১৩.৭ মিলিয়ন কি.মি.² |