বাংলাদেশ শিল্প ব্যাংক ভবন
অবয়ব
বাংলাদেশ শিল্প ব্যাংক ভবন | |
---|---|
সাধারণ তথ্যাবলী | |
অবস্থা | সম্পন্ন |
ধরন | বাণিজ্যিক কার্যালয় |
অবস্থান | ৮, রাজউক এভিনিউ, ঢাকা, বাংলাদেশ |
নির্মাণ শুরু | ১৯৮০ |
সম্পূর্ণ | ১৯৮৩ |
কার্যারম্ভ | ১৯৮৩ |
স্বত্বাধিকারী | বাংলাদেশ শিল্প ব্যাংক |
Height | |
ছাদ পর্যন্ত | ৭১ মিটার (২৩৩ ফুট)[১] |
শীর্ষ তলা পর্যন্ত | ২২ |
কারিগরী বিবরণ | |
তলার সংখ্যা | ২১+(১ বেসমেন্ট)[২] |
বাংলাদেশ শিল্প ব্যাংক ভবন বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি আকাশচুম্বী ভবন। এটি মহানগরীর কেন্দ্রীয় ব্যবসায়িক অঞ্চল মতিঝিলে অবস্থিত। এটির উচ্চতা ৭১ মিটার (২৩৩ ফুট) এবং এটি মোট ২২টি তলা নিয়ে গঠিত। এখানে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্প ব্যাংকের প্রধান কার্যালয় রয়েছে। এটি ঢাকা শহরের আকাশচুম্বী ভবনগুলোর অন্যতম ভবন। বর্তমানে এটি ঢাকার ১৩তম আকাশচুম্বী ভবন হিসেবে তালিকায় অবস্থান করছে।