ফুটবল ক্লাব আর্সেনাল তুলা
অবয়ব
পূর্ণ নাম | এএইচও «Профессиональный футбольный клуб «Арсенал», Тула» | ||
---|---|---|---|
ডাকনাম | লাল-হলুদ, ক্যানোনিয়ার্স, "প্রিয়ানিকি", "পুশকারি", "ওরুঝেয়নিকি" | ||
প্রতিষ্ঠিত | ১৯৪৬ | ||
মাঠ | আর্সেনাল স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা | ১৯,২৪১[১] | ||
মালিক | রস্তক (তুলামাশজাভোদ) | ||
সভাপতি | গুরাম আদঝোয়েভ | ||
ম্যানেজার | দমিত্রো পারপেনভ | ||
লিগ | রুশ প্রিমিয়ার লীগ | ||
২০১৯–২০ | ৮ম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
ফুটবল ক্লাব আর্সেনাল তুলা (এছাড়াও এফসি আর্সেনাল তুলা রুশ উচ্চারণ: [ФК Арсенал Тула] নামে পরিচিত) হচ্ছে তুলা ভিত্তিক একটি রুশ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে রাশিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ রুশ প্রিমিয়ার লীগে খেলে।[২] এই ক্লাবটি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি আর্সেনাল তুলা তাদের সকল হোম ম্যাচ তুলার কাজান এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৯,২৪১। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দমিত্রো পারপেনভ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন গুরাম আদঝোয়েভ। রুশ রক্ষণভাগের খেলোয়াড় কিরিল কমবারভ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, এফসি আর্সেনাল তুলা এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টিই হচ্ছে রুশ পেশাদার ফুটবল লীগ শিরোপা।
অর্জন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কেন্দ্রীয় স্টেডিয়াম, আর্সেনাল"। premierliga.ru। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "রুশ প্রিমিয়ার লীগে ফিরেছে আর্সেনাল!" «Арсенал» возвращается в Премьер-лигу! (রুশ ভাষায়)। রুশ ফুটবল জাতীয় লীগ। ১০ মে ২০১৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (রুশ)
টেমপ্লেট:ফুটবল ক্লাব আর্সেনাল তুলা টেমপ্লেট:রুশ প্রিমিয়ার লীগ