ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা হলো বার্ষিক ফিল্মফেয়ার পুরস্কারগুলির বাংলা বিভাগ, বাংলা চলচ্চিত্র শিল্প শৈল্পিক এবং চলচ্চিত্রগত শ্রেষ্ঠত্বকে সম্মান জানাতে টাইমস গ্রুপ দ্বারা উপস্থাপিত হয়। ২০০৭ সালের ২৯ মার্চ বাংলা, অসমীয়া ও ওড়িয়া চলচ্চিত্রের জন্য পুরস্কারের প্রথম কিস্তি অনুষ্ঠিত হয়েছিল।[২] পুরস্কার অনুষ্ঠানটি ২০১৫ এবং ২০১৬ সালে বন্ধ ছিল, তারপর আবার ২০১৭ সাল থেকে চালু হয় শুধুমাত্র বাংলা চলচ্চিত্রের জন্য।
২০১৪ সালের ৮ ই মার্চ, কলকাতায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্বব্যাপী মিডিয়া গ্রুপ ঘোষণা করেছিল যে ফিল্মফেয়ার পুরস্কার এই অঞ্চলের সেরা সিনেমা শৈল্পিক প্রতিভা সম্মানের জন্য পূর্ব ভারতে আত্মপ্রকাশ করছে। উদ্বোধনী কিস্তিতে ২৯ টি বিভাগে পুরস্কার কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে দেওয়া হবে ২৯ শে মার্চ ২০১৪ সালে। পুরস্কারগুলিতে বাংলা চলচ্চিত্রের জন্য ২১ টি এবং ওড়িয়া ও অসমীয়া চলচ্চিত্রের জন্য চারটি ট্রফি অন্তর্ভুক্ত করা হয়। ওড়িয়া ও অসমীয়া উভয় চলচ্চিত্রের জন্য চারটি বিভাগ হ'ল সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রী। বিজয়ীদের বাংলা চলচ্চিত্রের ১০২ টি প্রবেশিকা, ওড়িয়া এবং অসমীয়া চলচ্চিত্রের যথাক্রমে ৩৬ এবং ১৪ টি প্রবেশিকা থেকে নির্বাচিত হবে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । [৩][৪][৫] এরপরে ১১ মার্চ ভুবনেশ্বরে[৬][৭] এবং ১৪ মার্চ গুয়াহাটিতে[৮][৯] যথাক্রমে ওড়িয়া চলচ্চিত্র অভিনেতা অনুভ মোহান্তি এবং অসমীয়া চলচ্চিত্র অভিনেতা কোপিল বোরা ও জেরিফা ওয়াহিদের উপস্থিতিতে আরও দুটি প্রেস কনফারেন্স হয়। ২০১৭ সাল থেকে পুরস্কারটি শুধুমাত্র বাংলা চলচ্চিত্র জগতকে দেওয়া হচ্ছে।