ফিলিস্তিনের বিমানবন্দরের তালিকা
অবয়ব
এটি ফিলিস্তিনের বিমানবন্দরগুলোর একটি তালিকা। বর্তমানে দেশটিতে কোনো সক্রিয় বিমানবন্দর নেই।
তালিকা
[সম্পাদনা]অঞ্চল | অবস্থান | আইসিএও | আইএটিএ | বিমানবন্দরের নাম | অবস্থা |
গাজা ভূখণ্ড | রাফাহ | LVGZ | GZA | ইয়াসির আরাফাত আন্তর্জাতিক বিমানবন্দর | ২০০০ সাল থেকে বন্ধ[১][২] |
গাজা ভূখণ্ড | খান ইউনিস | LLAZ | GHK | গুশ কাতিফ বিমানবন্দর | ২০০৪ সাল থেকে বন্ধ[৩] |
পশ্চিম তীর | রামাল্লাহ | OJJR / LLJR | JRS | জেরুসালেম আতারোট বিমানবন্দর | ২০০০ সালের পর থেকে অব্যবহৃত[৪] |
পশ্চিম তীর | জেনিন | - | - | মুকেইবাল বিমানঘাঁটি | দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিলুপ্ত[৫] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "RAF Gaza"। rafweb.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০১।
- ↑ "An Intifada Casualty Named Atarot"। Jewish Journal (ইংরেজি ভাষায়)। ২০০১-০৩-২২। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০১।
- ↑ "RAF Gaza Airfield"। উইকিম্যাপিয়া (ইংরেজি ভাষায়)।
- ↑ "Atarot and the Fate of the Jerusalem Airport"। jerusalemquarterly.org।
- ↑ "Muqeible Airfield"। দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- Maurer Maurer (১৯৮৩)। Air Force Combat Units of World War II (ইংরেজি ভাষায়)। অ্যালাবামা: অফিস অব এয়ার ফোর্স হিস্টোরি। আইএসবিএন 0-89201-092-4।
- Maurer, Maurer, সম্পাদক (১৯৮২) [১৯৬৯]। Combat Squadrons of the Air Force, World War II (পিডিএফ) (ইংরেজি ভাষায়) (পুনঃমুদ্রিত সংস্করণ)। ওয়াশিংটন, ডিসি: অফিস অব এয়ার ফোর্স হিস্টোরি। আইএসবিএন 0-405-12194-6। এলসিসিএন 70605402। ওসিএলসি 72556।