বিষয়বস্তুতে চলুন

প্রাচীন গ্রিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(প্রাচীন গ্রিক ভাষা থেকে পুনর্নির্দেশিত)
প্রাচীন গ্রিক
Ἑλληνική
Hellēnikḗ
অঞ্চলপূর্ব ভূমধ্যসাগরীয়
যুগখ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দী অনুযায়ী কোইন গ্রিক বিকশিত
গ্রিক বর্ণমালা
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-২grc
আইএসও ৬৩৯-৩grc
এই নিবন্ধটিতে আধ্বব ধ্বনিমূলক চিহ্ন রয়েছে। সঠিক পরিবেশনার সমর্থন ছাড়া, আপনি ইউনিকোড অক্ষরের পরিবর্তে প্রশ্নবোধক চিহ্ন, বক্স, অথবা অন্যান্য চিহ্ন দেখতে পারেন।
হোমারের ওডিসি এর শুরু

প্রাচীন গ্রিক হল ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের একটা ভাষা যা বিস্তারনের সময় আনুমানিক খ্রিস্টপূর্ব ৯ম-৬ষ্ঠ শতাব্দী মধ্যে (অতি পরিচিত আর্কইক গ্রিস), আনুমানিক খ্রিস্টপূর্ব ৪র্থ-৫ম শতাব্দী মধ্যে (ক্লাসিক্যাল) এবং আনুমানিক খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী-৬ষ্ঠ খ্রিষ্টাব্দ (হেলেনিস্টিক যুগ) পর্যন্ত প্রাচীন গ্রিস এবং ধ্রুপদি সভ্যতার কথ্য ভাষা ছিল। হেলেনিস্টিক পর্যায়ের ভাষা অতি পরিচিত ছিল কোইন (সাধারণ) বা বাইবেলের গ্রিক হিসাবে, যখন শেষের দিকে সময়ের মধ্যযুগীয় গ্রিকের ভাষা সাথে তেমন কোন পার্থক্য ছিল না। কোইন গ্ৰিককে তার নিজস্ব একটা পৃথক ঐতিহাসিক পর্যায় হিসেবে গণ্য করা হয়, যদিও তার প্রাথমিক গঠন অনেকটা ক্লাসিক্যালের মনে হয়। কোইন যুগের পূর্বে, ক্লাসিক গ্রিক এবং তার পূর্ব যুগে বিভিন্ন আঞ্চলিক উপভাষায় অন্তর্ভুক্ত ছিল।

শব্দের পরিবর্তন

[সম্পাদনা]

প্রত্যয়িত প্রাচীন গ্রিকের মধ্য দিয়ে প্রত্ন-ইন্দো ইউরোপীয় থেকে শব্দ পরিবর্তনের বিবরণের জন্য প্রত্ন-গ্রিক দেখুন।

ধ্বনিবিজ্ঞান

[সম্পাদনা]

ধ্বনিতত্ত্বের তালিকা

[সম্পাদনা]

ব্যঞ্জনবর্ণ

[সম্পাদনা]
উভয়ৌষ্ঠ্য দন্ত্য পশ্চাত্তালব্য গলা
নাসিক্য m n (ŋ)
স্পর্শ ধ্বনিত b d ɡ
স্বরহীন p t k
aspirated
ঊষ্ম s h
কম্পনজাত r
Lateral l

স্বরবর্ণ

[সম্পাদনা]
Front Back
  unrounded rounded
Close i y
Close-mid e o
Open-mid ɛː ɔː
Open a

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

ব্যাকরণ শিক্ষা

[সম্পাদনা]

ক্লাসিক্যাল গ্রন্থ

[সম্পাদনা]