পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি
অবয়ব
পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি হল বদরুদ্দীন উমর রচিত বাংলা ভাষা আন্দোলন নিয়ে রচিত তিন খণ্ডে প্রকাশিত বই। এর তিনটি খণ্ড যথাক্রমে ১৯৭১, ১৯৭২ ও ১৯৮৪ সালে প্রকাশিত হয়। এটি বাংলা ভাষা আন্দোলন নিয়ে সবচেয়ে তথ্যবহুল সমাদৃত বাংলা বই।[১][২][৩] বইটির প্রথম খণ্ড পশ্চিমবঙ্গের আনন্দধারা প্রকাশন থেকে এবং পরবর্তী দুইটি খণ্ড বাংলাদেশের মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত হয়।
সূচি
[সম্পাদনা]১ম খণ্ড
[সম্পাদনা]- প্রথম পরিচ্ছেদ : সূত্রপাত
- দ্বিতীয় পরিচ্ছেদ: প্রথম রাজনৈতিক সংগ্রাম
- তৃতীয় পরিচ্ছেদ: পূর্ব বাঙলায় কায়েদে আজম
- চতুর্থ পরিচ্ছেদ: নাজিমুদ্দীন সরকারের বিশ্বাসঘাতকতা
- পঞ্চম পরিচ্ছেদ: ভাষা আন্দোলন-উত্তর ঘটনাপ্রবাহ (১৯৪৮)
- ষষ্ঠ পরিচ্ছেদ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের অগ্রগতি
- সপ্তম পরিচ্ছেদ: পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের উত্থান
- অষ্টম পরিচ্ছেদ: আরবী হরফ প্রবর্তনের ষড়যন্ত্র
- নবম পরিচ্ছেদ: পূর্ব বাঙলা ভাষা কমিটি
- দশম পরিচ্ছেদ: ভারতীয় কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেস ও পরবর্তী পর্যায়
দ্বিতীয় খণ্ড
[সম্পাদনা]- প্রথম পরিচ্ছেদ: পূর্ব বাঙলায় দুর্ভিক্ষ
- দ্বিতীয় পরিচ্ছেদ: পূর্ব বাংলা জমিদারী কর ও প্রজাস্বত্ব আইন
- তৃতীয় পরিচ্ছেদ: পূর্ব বাঙলায় কৃষক আন্দোলন
- চতুর্থ পরিচ্ছেদ: সাম্প্রদায়িক দাঙ্গা - ১৯৫০
- পঞ্চম পরিচ্ছেদ: জুলুম ও প্রতিরোধ
- ষষ্ঠ পরিচ্ছেদ: শাসনতান্ত্রিক মূলনীতি প্রস্তাব বিরোধী আন্দোলন
তৃতীয় খণ্ড
[সম্পাদনা]- প্রথম পরিচ্ছেদ: পূর্ব বাঙলায় শ্রমিক আন্দোলন
- দ্বিতীয় পরিচ্ছেদ: শিক্ষা ও সংস্কৃতি আন্দোলন
- তৃতীয় পরিচ্ছেদ: পূর্ব বাংলায় প্রাথমিক শিক্ষক ধর্মঘট
- চতুর্থ পরিচ্ছেদ: ছাত্র আন্দোলনের নোতুন পর্যায়
- পঞ্চম পরিচ্ছেদ পূর্ব পাকিস্তান যুব লীগ
- ষষ্ঠ পরিচ্ছেদ: রাজনৈতিক দলসমূহের সাংগঠনিক অবস্থা
- সপ্তম পরিচ্ছেদ: খাজা নাজিমুদ্দীনের পঠন বক্তৃতা ও তার প্রতিক্রিয়া
- অষ্টম পরিচ্ছেদ: ২০শে ফেব্রুয়ারী
- নবম পরিচ্ছেদ: ২১শে ফেব্রুয়ারী
- দশম পরিচ্ছেদ: ২২শে ফেব্রুয়ারী
- একাদশ পরিচ্ছেদ: ২৩শে ফেব্রুয়ারী
- দ্বাদশ পরিচ্ছেদ: ভাষা আন্দোলনের পরবর্তী পর্যায়
- ত্রয়োদশ পরিচ্ছেদ: মার্চ এপ্রিলের ঘটনাবলী
- চতুর্দশ পরিচ্ছেদ: এলিস কমিশন
- পঞ্চদশ পরিচ্ছেদ: পর্যালোচনা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ মোমেন, আবুল (২৩ ফেব্রুয়ারি ২০১৯)। "পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২।
- ↑ "বদরুদ্দীন উমরের ভাষা-আন্দোলনের ইতিহাসচর্চা ।। একটি নির্মোহ বিশ্লেষণ"। বাংলা ট্রিবিউন। ২২ ডিসেম্বর ২০২১। ১০ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২।
- ↑ কুণ্ডু, ত্রিদিবসন্তপা (২১ ফেব্রুয়ারি ২০১৮)। "ভাষা আন্দোলনের আখ্যান বর্ধমানের ভূমিপুত্রের হাতে"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২২।