বিষয়বস্তুতে চলুন

নিকোলাস থিউনিসেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিকোলাস থিউনিসেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
নিকোলাস হেনড্রিক ক্রিস্টিয়ান ডি জং থিউনিসেন
জন্ম৪ মে, ১৮৬৭
কোলসবার্গ, কেপ উপনিবেশ
মৃত্যু৯ নভেম্বর, ১৯২৯
উইলেমসডাল, ট্রান্সভাল
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ১৪)
২৫ মার্চ ১৮৮৯ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ৬৬
ব্যাটিং গড় ২.০০ ২২.০০
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ২* ৪৯
বল করেছে ৮০ ৫৭৯
উইকেট ২০
বোলিং গড় ১২.৩৪
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৭/৪১
ক্যাচ/স্ট্যাম্পিং ০/- ১/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৯ ফেব্রুয়ারি, ২০২০

নিকোলাস হেনড্রিক ক্রিস্টিয়ান ডি জং থিউনিসেন (ইংরেজি: Nicolaas Theunissen; জন্ম: ৪ মে, ১৮৬৭ - মৃত্যু: ৯ নভেম্বর, ১৯২৯) কেপ উপনিবেশের কোলসবার্গ এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৮৯ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ওয়েস্টার্ন প্রভিন্স দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন নিকোলাস থিউনিসেন

আন্তর্জাতিক ক্রিকেট

[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন নিকোলাস থিউনিসেন। ২৫ মার্চ, ১৮৮৯ তারিখে কেপ টাউনে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।

নিকোলাস থিউনিসেন উদ্বোধনী বোলার হিসেবে খেলতেন। ১৮৮৮-৮৯ মৌসুমে আর. জি. ওয়ারটন একাদশের বিপক্ষে প্রাদেশিক দলের সদস্যরূপে তিনটি প্রথম-শ্রেণীবিহীন খেলায় অংশ নিয়ে ১০.৭৩ গড়ে ৩৪টি উইকেট লাভ করেছিলেন।[] ফলশ্রুতিতে, একমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পান। এ খেলার মাধ্যমেই প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক পর্ব সম্পন্ন হয় তার। এ সফরের শেষদিকে দ্বিতীয় টেস্টে অংশ নেন। তবে, কেপটাউনের ঐ টেস্টে ব্যর্থতার পরিচয় দেন। বোলিং উদ্বোধনে নামলেও কোন উইকেট লাভে ব্যর্থ হন।[]

প্রথম-শ্রেণীর ক্রিকেট

[সম্পাদনা]

১৮৮৮-৮৯ মৌসুম থেকে ১৮৮৯-৯০ মৌসুম পর্যন্ত নিকোলাস থিউনিসেনের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার নিকোলাস থিউনিসেন কার্যকরী অফকাটার করতে পারতেন। টেস্ট ক্রিকেটে অংশ নেয়ার পর ১৮৮৯-৯০ মৌসুমে দুইটি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেন। প্রথম খেলায় ওয়েস্টার্ন প্রভিন্সের সদস্যরূপে নাটাল দলের বিপক্ষে খেলেন। ৫/৫৫ ও ৬/৫৩ লাভ করেছিলেন তিনি।[] প্রথম খেলা শেষ হবার পরদিনই দ্বিতীয় খেলায় অংশ নেন। কেপ টাউন ক্লাবসের সদস্যরূপে নাটালের বিপক্ষে তিনি ২/৪৭ ও ৭/৪১ পান।[]

৯ নভেম্বর, ১৯২৯ তারিখে ৬২ বছর বয়সে ট্রান্সভালের উইলেমসডাল এলাকায় নিকোলাস থিউনিসেনের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "RG Warton's XI in South Africa 1888/89"CricketArchive। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৮ 
  2. "2nd Test, England tour of South Africa at Cape Town, Mar 25–26 1889"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৮ 
  3. "Western Province v Natal 1889–90"CricketArchive। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৮ 
  4. "Cape Town Clubs v Natal 1889–90"CricketArchive। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৮ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]