দ্বিতীয় উসমান
অবয়ব
দ্বিতীয় উসমান عثمان ثانى | |||||
---|---|---|---|---|---|
উসমানীয় সাম্রাজ্যের সুলতান কায়সার ই রুম খাদেমুল মসজিদুল হারামাইন উসমানীয় খলিফা | |||||
১৬ তম উসমানীয় সুলতান(বাদশাহ ) | |||||
রাজত্ব | ২৬ ফেব্রুয়ারি ১৬১৮ – ২০ মে ১৬২২ | ||||
পূর্বসূরি | প্রথম মুস্তাফা | ||||
উত্তরসূরি | প্রথম মুস্তাফা | ||||
জন্ম | ৩ নভেম্বর ১৬০৪ তোপকাপি প্রাসাদ , ইস্তাম্বুল, উসমানীয় সাম্রাজ্য | ||||
মৃত্যু | ২০ মে ১৬২২ ইয়েদিকুলি দুর্গ, ইস্তাম্বুল, উসমানীয় সাম্রাজ্য | (বয়স ১৭)||||
সমাধি | সুলতান আহমেদ মসজিদ, ইস্তাম্বুল | ||||
Consorts | আয়েশে সুলতান(দ্বিতীয় উসমানের স্ত্রী) আকিলে সুলতান | ||||
বংশধর | শাহজাদা ওমর | ||||
| |||||
রাজবংশ | উসমানীয় রাজবংশ | ||||
পিতা | প্রথম আহমেদ | ||||
মাতা | মাহফিরোজ সুলতান | ||||
ধর্ম | সুন্নী ইসলাম | ||||
তুঘরা |
দ্বিতীয় উসমান (উসমানীয় তুর্কি: عثمان ثانى উসমান-ই-সানি; ৩ নভেম্বর – ২০ মে ১৬২২),যিনি ইতিহাসে তরুণ উসমান নামে খ্যাত, ২৬ ফেব্রুয়ারি ১৬১৮ থেকে ২০ মে ১৬২২ এ নিষ্ঠুরভাবে হত্যার শিকার হওয়া পর্যন্ত উসমানীয় সাম্রাজ্যের সুলতান ছিলেন। মাত্র ১৪ বছর বয়সে সিংহাসনে বসা এই সুলতান ছিলেন উসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে অভ্যন্তরীণ বিদ্রোহে জেনিসারি বাহিনীর হাতে নিহত হওয়া প্রথম সুলতান। তাঁর এই হত্যাকাণ্ড একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত, যার পথ ধরে উসমানীয় সাম্রাজ্য পরবর্তীতে জেনিসারি বাহিনীর অবাধ্যতা ও স্বেচ্ছাচারিতা, সালতানাতের অবক্ষয়, সুলতানাদের অবৈধ ক্ষমতাচর্চা এবং বেশ কয়েকজন সুলতানের অপসারণ বা হত্যাকাণ্ড প্রত্যক্ষ করে।