দুধকোশী
দুধকোশী Dudh Kosi (दुधकोशी नदी) | |
River | |
দেশ | Nepal |
---|---|
উপনদী | |
- বাঁদিকে | ইমজা খোলা |
উৎস | |
- অবস্থান | East of Gokyo Lakes, Nepal |
মোহনা | |
- অবস্থান | Sun Kosi near Harkapur, Nepal |
দুধকোশী (दुधकोशी नदी, Milk-Koshi River) পূর্ব নেপাল এর একটি নদী।
কোশী নদী প্রণালী
[সম্পাদনা]কোশী অথবা সপ্তকোশী পূর্ব নেপালে নির্গত হয়। এই নদীটি সপ্ত-কোশী নামে পরিচিত কারণ পূর্ব-নেপালে সাতটি নদী মিলে এই নদী তৈরী হয়। কোশী নদী প্রণালী গঠনে যে মুখ্য নদীগুলি আছে তারা হল সানকোশী,ইন্দ্রাবতী নদী ,ভোতেকোশী,দুধকোশী,অরুণ নদী,বরুণ নদী এবং তামুর নদী । দুধকোশী নদী এভারেস্ট শৃঙ্গের(৮৮৪৮মি) উচ্চ স্থান থেকে উৎপত্তি হয় এবং শৃঙ্গের তুষার ও হিমবাহ গলে নদীর জলপ্রবাহে গুরুত্বপূর্ণ যোগদান করে,বিশেষত শুষ্ক ঋতুতে [১] পাহার থেকে নির্গত হওয়ার জন্য মিলিত নদীটি ছত্র গিরিসঙ্কট এর মধ্যে দিয়ে দক্ষিণ দিকে বইতে থাকে।[২][৩]
সম্মুখগতি/গতিধারা
[সম্পাদনা]নদীটি পৃথিবীর উচ্চতম শৃঙ্গ এভারেস্টের বিশাল পর্বতপ্রাচীর থেকে নির্গত হয়। [২] গোকিও লেকসমূহর পূর্ব থেকে শুরু হয়ে দক্ষিণে নামচে বাজার অভিমুখে যায় , দক্ষিণ দিকে যেতে যেতে সাগরমাথা জাতীয় উদ্যান হয়ে পশ্চিমে লুকলা পার করে। সুরকের দক্ষিণ-পশ্চিমে লামডিং খোলা দুধকোশীতে মিলিত হয়। এই মিলিত ধারা দক্ষিণ দিকে বয়ে চলে এবং হরকপুর এ গিয়ে সানকোশী নদীর সঙ্গে মিলিত হয়। [৪]
ক্যায়াকিং
[সম্পাদনা]নদী অসম্ভব খরস্রোতা এবং সাধারণতভাবে water sports এর জন্য ব্যবহার হয়না। ১৯৭৬ সালে প্রথমবার মাইক জোন্স (ক্যানুইন চালক) মাইক জোন্স এর নেতৃত্বে একটি ব্রিটিশ অভিযান হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Nepal. S, Krause. P, Fluegel, W-A. Fink. M, Fischer. C, (২০১৪)। "Understanding the hydrological system dynamics of a glaciated alpine catchment in the Himalayan region using the J2000 hydrological model."। Hydrological Processes। 28 (3): 1329–1344।
- ↑ ক খ Negi, Sharad Singh। "Himalayan rivers, lakes and glaciers"। Kosi River System, p. 89। সংগ্রহের তারিখ ২০১০-০৫-১৪।
- ↑ Bahadur, Jagdish। "Himalayan snow and glaciers: associated environmental problems, progress"। Kosi, p. 90। Google books.। সংগ্রহের তারিখ ২০১০-০৫-১৪।
- ↑ "Sun Kosi River"। Tiger Mountain। সংগ্রহের তারিখ ২০১০-০৫-২৫।