জেইক নোরিস
অবয়ব
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | ৩০ জুন ১৯৯৯ (বয়স ২৫) অ্যাসকট, বার্কশায়ার, ইংল্যান্ড |
ক্রীড়া | |
ক্রীড়া | মল্লক্রীড়া |
Discipline | হাতুড়ি নিক্ষেপ |
বিশ্ববিদ্যালয় দল | LSU টাইগার্স |
ক্লাব | উইন্ডসর, স্লফ এটন অ্যান্ড হৌনস্লো |
প্রশিক্ষক | পল ডিকেনসন |
জেইক নোরিস (জন্ম ৩০ জুন ১৯৯৯ অ্যাসকট, বার্কশায়ার) একজন ব্রিটিশ ক্রীড়াবিদ, হাতুড়ি নিক্ষেপে বিশেষজ্ঞ। তিনি ২০১৮ সালের বিশ্ব অনূর্ধ্ব-২০ (জুনিয়র) চ্যাম্পিয়ন ছিলেন।[১]
তার হোম ক্লাব উইন্ডসর, স্লফ ইটন এবং হৌনস্লো। তিনি লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে পল ডিকেনসন কর্তৃক প্রশিক্ষিত।[২]
২০১৮ সালের জুনে নরিস বেডফোর্ডে ইংল্যান্ড অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-২৩ এবং অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং একটি ব্রিটিশ অনূর্ধ্ব-২০ হ্যামার ৮০.৪৫ মিটার রেকর্ডের সাথে জিতেছিলেন।[৩] ৬ কেজি হাতুরি ৮০.৬৫ মিটার নিক্ষেপ করে আবারও ব্রিটিশ রেকর্ড ভেঙে তিনি ট্যাম্পেরে ২০১৮ IAAF ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিলেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Jake NORRIS | Profile"। worldathletics.org।
- ↑ "Jake Norris"। British Athletics।
- ↑ "Jake Norris breaks British U20 hammer record in Bedford"। জুন ১৬, ২০১৮।
- ↑ "Report: men's hammer – IAAF World U20 Championships Tampere 2018 | REPORT | WJC 18 | World Athletics"। www.worldathletics.org।