কসবা বিধানসভা কেন্দ্র
অবয়ব
কসবা | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
স্থানাঙ্ক: ২২°৩১′১১″ উত্তর ৮৮°২২′৩৪″ পূর্ব / ২২.৫১৯৭২° উত্তর ৮৮.৩৭৬১১° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | দক্ষিণ ২৪ পরগনা |
কেন্দ্র নং. | ১৪৯ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | ২৩. কলকাতা দক্ষিণ |
নির্বাচনী বছর | ২২২,৯৬৬ (২০১১) |
কসবা (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। কলকাতার পাশ্ববর্তী কেন্দ্র কসবা।
এলাকা
[সম্পাদনা]ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে কলকাতা পৌরসংস্থার ৬৬, ৬৭, ৯১, ৯২, ১০৭ এবং ১০৮ নং ওয়ার্ড নিয়ে ১৪৯ নং কসবা বিধানসভা কেন্দ্রটি গঠিত হয়েছে।[১]
কসবা বিধানসভা কেন্দ্রটি ২৩ নং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[১]
বিধানসভার বিধায়ক
[সম্পাদনা]নির্বাচনের বছর |
কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
২০১১ | কসবা | আহমেদ জাভেদ খান | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[২] |
২০১৬ | কসবা | আহমেদ জাভেদ খান | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[৩] |
নির্বাচনী ফলাফল
[সম্পাদনা]২০১৬
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | আহমেদ জাভেদ খান | ৯১,৬৭৯ | ৪৭.৪০ | ||
সিপিআই(এম) | শতরুপ ঘোষ | ৭৯,৭৯৫ | ৪১.৩০ | ||
বিজেপি | বিকাশ দেবনাথ | ১৭,৫৫০ | ৯.১০ | ||
বিএসপি | লক্ষী যাদব (রায়) | ১,৩৫৬ | ০.৭০ | ||
এল জে পি | কৃষ্ণা মাইতি | ৬১৮ | ০.৩০ | ||
নির্দল | সোমনাথ দাম | ৫৯৬ | ০.৩০ | ||
নির্দল | তাপস কুমার দে | ৫৭৫ | ০.৩০ | ||
নির্দল | সুশান্ত কুমার বিশ্বাস | ৪৮৬ | ০.৩০ | ||
নির্দল | অরুনানসু কুমার সরকার | ৩৬৫ | ০.২০ | ||
নির্দল | জয়ন্ত দেবনাথ | ৩৫৩ | ০.২০ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১১,৮৮৪ | ৬.১% | |||
ভোটার উপস্থিতি | ১,৯৩,৩৭৩ | ৭৪.৪% |
২০১১
[সম্পাদনা]২০১১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জাভেদ খান তার কাছের প্রতিদ্বন্দ্বী সিপিআই(এম) এর শতরুপ ঘোষ কে পরাজিত করে।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | আহমেদ জাভেদ খান | ৯২,৪৬০ | ৫৩.৮১ | ||
সিপিআই(এম) | শতরূপ ঘোষ | ৭২,৫৭১ | ৪২.২৩ | ||
বিজেপি | বিকাশ দেবনাথ | ৩,০৬৬ | ১.৭৮ | ||
নির্দল | সত্যজিৎ রায় | ১,৪০১ | |||
বিএসপি | সুশান্ত কুমার বিশ্বাস | ১,১৬৭ | |||
নির্দল | অরিন্দম ভৌমিক | ৭২৫ | |||
নির্দল | জয়ন্ত দেবনাথ | ৪৪৯ | |||
ভোটার উপস্থিতি | ১,৭১,৮৩৯ | ৭৭.০৭ | |||
তৃণমূল জয়ী (নতুন আসন) |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Delimitation Commission Order No. 18 dated 15 February 2006" (পিডিএফ)। পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১০।
- ↑ ক খ "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৪।
- ↑ "General Elections, India, 2016, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ 17/03/2018। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "West Bengal Assembly Election 2011"। Kasba (ইংরেজি ভাষায়)। Empowering India। ১৩ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১১।