বিষয়বস্তুতে চলুন

ঐরাবত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইন্দ্র (শক্র) ও শচী পঞ্চমুণ্ড ঐরাবতের পৃষ্ঠে আসীন, জৈন ধর্মগ্রন্থ পঞ্চকল্যাণকের পুথিচিত্র, ১৬৭০-৮০ খ্রিষ্টাব্দ, এলএসিএমএ জাদুঘর, রাজস্থানের অম্বর থেকে প্রাপ্ত।
ত্রিমুণ্ড এরাওয়ান (ঐরাবত) হাতির পিঠে ইন্দ্র; ফ্রা প্রাং-এর ভাস্কর্য, ওয়াট অরুণের কেন্দ্রীয় মিনার, ব্যাঙ্কক, থাইল্যান্ড

ঐরাবত (সংস্কৃত: ऐरावत) হিন্দু দেবতা ইন্দ্রের বাহন। এটি একটি শ্বেতহস্তী

ঐরাবতের অপর নাম 'অর্ধ-মাতঙ্গ' ("মেঘহস্তী"), 'নাগমল্ল' ("যুদ্ধহস্তী") ও 'অর্কসোদর' ("সূর্যের ভ্রাতা")। ঐরাবতের স্ত্রীর নাম 'অভরামু'। ঐরাবতের চারটি গজদন্ত ও সাতটি শুঁড় রয়েছে। ঐরাবত ধবধবে সাদা, গায়ের রঙে কোথাও কোনো দাগ নেই। তামিল ভাষায় ঐরাবতের নাম 'ঐরাবতম্‌' ও থাই ভাষায় 'এরাওয়ান'। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The Mahabharata, Book 1: Adi Parva: Astika Parva: Section XXXV"www.sacred-texts.com। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১২