বিষয়বস্তুতে চলুন

এল্লাস ভেরোনা ফুটবল ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এল্লাস ভেরোনা
পূর্ণ নামএল্লাস ভেরোনা ফুটবল ক্লাব এস.পি.এ.
ডাকনামই জাল্লোব্লু (হলুদ এবং নীল)
ই মাস্তিনি (একজাতের কুকুর)
গ্লি স্কালিজেরি (স্কালিজার)
প্রতিষ্ঠিত
তালিকা
  • ১৯০৩; ১২১ বছর আগে (1903)
    আসোচাজিনালে কালচো এল্লাস হিসেবে
    ১৯১৯; ১০৫ বছর আগে (1919)
    ফুটবল ক্লাব এল্লাস ভেরোনা হিসেবে
    ১৯২৯; ৯৫ বছর আগে (1929)
    আসোচাজিনালে কালচো ভেরোনা হিসেবে
    ১৯৫৮; ৬৬ বছর আগে (1958)
    আসোচাজিনালে কালচো এল্লাস ভেরোনা হিসেবে
    ১৯৯১; ৩৩ বছর আগে (1991)
    ভেরোনা ফুটবল ক্লাব হিসেবে
    ১৯৯৫; ২৯ বছর আগে (1995)
    এল্লাস ভেরোনা ফুটবল ক্লাব হিসেবে
মাঠস্তাদিও মার্ক'আন্তোনিও বেন্তেগোদি
ধারণক্ষমতা৩৯,৩৭১[]
সভাপতিইতালি মৌরিৎসিয়ো সেত্তি
ম্যানেজারক্রোয়েশিয়া ইভান জুরিচ
লিগসেরিয়ে আ
২০১৯–২০৯ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

এল্লাস ভেরোনা ফুটবল ক্লাব (সাধারণত এল্লাস ভেরোনা এফসি, এল্লাস ভেরোনা অথবা শুধুমাত্র ভেরোনা নামে পরিচিত) হচ্ছে ভেরোনা ভিত্তিক একটি ইতালীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইতালির শীর্ষ স্তরের ফুটবল লীগ সেরিয়ে আ-এ খেলে। এই ক্লাবটি ১৯০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এল্লাস ভেরোনা এফসি তাদের সকল হোম ম্যাচ ভেরোনার স্তাদিও মার্ক'আন্তোনিও বেন্তেগোদিতে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৯,৩৭১। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইভান জুরিচ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মৌরিৎসিয়ো সেত্তি। পর্তুগিজ মধ্যমাঠের খেলোয়াড় মিগেল ভেলোসো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ঘরোয়া ফুটবলে, এল্লাস ভেরোনা এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি সেরিয়ে আ শিরোপা এবং ৩টি সেরিয়ে বি শিরোপা রয়েছে।

অর্জন

[সম্পাদনা]

সেরিয়ে আ

সেরিয়ে বি

কোপ্পা ইতালিয়া

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Stadio Marcantonio Bentegodi"। hellasverona.it। ২৯ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Winners"। Lega Nazionale Professionisti Serie A। ৮ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "Italy – List of Second Division (Serie B) Champions"The Record Sport Soccer Statistics Foundation। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৩ 
  4. "Italy – List of Cup Finals"The Record Sport Soccer Statistics Foundation। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]