বিষয়বস্তুতে চলুন

আলপিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আলপিন হলো একপ্রকারের সরু, সূচাগ্র কীলকবিশেষ, যা সাধারণত কাগজ ইত্যাদি ফুঁড়ে, গেঁথে রাখার জন্য ব্যবহৃত হয়। আলপিনকে সংক্ষেপে পিনও বলা হয়ে থাকে।

স্ট্যান্ডার্ড পিন

শব্দগত ব্যুৎপত্তি

[সম্পাদনা]

বাংলা "আলপিন" শব্দটি এসেছে পোর্তুগিজ শব্দ alfinete থেকে বিবর্তিত হয়ে।[]

গণমাধ্যমে ব্যবহার

[সম্পাদনা]
  • দৈনিক প্রথম আলো, "আলপিন" নামে একটি ব্যঙ্গাত্মক ক্রোড়পত্র প্রকাশ করতো, যা মূলত রম্যকৌতুকের আশ্রয়ে সমাজের নানা অসঙ্গতির বিষয়কে উপস্থাপন করতো।

আরো দেখুন

[সম্পাদনা]
  • আলপিন, দৈনিক প্রথম আলো'র ক্রোড়পত্র।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান", ২০০৩ সংস্করণ, বাংলা একাডেমী, ঢাকা।