আফগানিস্তান ক্রিকেট বোর্ড
ক্রীড়া | ক্রিকেট |
---|---|
সংক্ষেপে | ACB |
প্রতিষ্ঠাকাল | ১৯৯৫ |
আঞ্চলিক অধিভুক্তি | এশিয়া |
অধিভুক্তের তারিখ | ২০০১ |
অবস্থান | কাবুল, আফগানিস্তান |
চেয়ারম্যান | ফারহান ইউসুফজাই |
মুখ্য নির্বাহী | লুৎফুল্লাহ স্টেনিকজাই |
পুরুষদের প্রশিক্ষক | অ্যান্ডি মোলস |
মহিলাদের প্রশিক্ষক | Diana Barakzai |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট | |
www |
আফগানিস্তান ক্রিকেট বোর্ড আফগানিস্তানের ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা।[১] আফগানিস্তান ক্রিকেট বোর্ড (যার আগে নাম ছিল আফগানিস্তান ক্রিকেট ফেডারেশন) মূলত ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর কাবুলে অবস্থিত।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সেলে আফগানিস্তানের প্রতিনিধি ও ২০১৩ সাল থেকে এর সহযোগী সদস্য। তার আগে সংস্থাটি আইসিসির অনুমোদন প্রাপ্ত সদস্য ছিল ২০০১ সাল থেকে।
আফগানিস্তানের রাষ্ট্রপতি এসিবির প্রধান নির্ধারক হিসাবে কাজ করেন।
মাঠ সমুহ
[সম্পাদনা]আফগানিস্তানের অভ্যন্তরে আন্তর্জাতিকমানের সুযোগ-সুবিধা না থাকা ও যথেষ্ট নিরাপত্তার অভাবে আফগানিস্তান তাদের হোমম্যাচ দেশের অভ্যন্তরে খেলে না। আফগানিস্তান আয়ারল্যান্ডের সাথে তাদের হোমম্যাচ শ্রীলঙ্কার রংগীরি দামবুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলেছিল। তবে অধিকাংশ ম্যাচ ইউএসই এর শারজাহ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়াম-এ খেলে থাকে।[২]
আফগানিস্তানের 'ক্রিকেটের রাজধানী' খ্যাত জালাবাদ শহরে শেরজাই ক্রিকেট স্টেডিয়াম এর কাজ চলছে। এছাড়াও দেশের দক্ষিণাঞ্চলে কাবুল জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও কান্দাহার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এর উন্নয়ন কাজ চলছে। ২০১০ সালে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আগামি দুই বছরের মধ্যে ৩৪টি ক্রিকেট গ্রাউন্ড তৈরির ঘোষণা দেন।[৩]
উল্লেখযোগ্য ক্রিকেট স্টেডিয়াম সমুহ-
- গাজী আমানুল্লাহ খান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
- কাবুল জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
- কান্দাহার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (কাজ চলছে)
- শেরজাই ক্রিকেট স্টেডিয়াম (কাজ চলছে)
জাতীয় দল
[সম্পাদনা]আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করে। জাতীয় দল গঠন ও পরিচালনার দায়িত্ব এসিবির উপর ন্যাস্ত। আফগানিস্তানের জাতীয় দল ২০০১ সালে গঠিত হয় এবং ২০০৯ সালে বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে অংশগ্রহণ করে।[৪] তার আগে ২০০৮ সালে বিশ্ব ক্রিকেট লীগে অংশগ্রহণ করে।[৫] এসিবির চেষ্টায় ২০১০ সালে কুয়েতে অনুষ্ঠিত এসিসি ট্রফিতে নেপালকে হারিয়ে জয়লাভ করে।[৬]
জাতীয় মহিলা ক্রিকেট দল
[সম্পাদনা]আফগানিস্তান জাতীয় মহিলা ক্রিকেট দল আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করে। জাতীয় মহিলা দল ২০১০ সালে গঠিত হয় যার অধিকাংশ খেলোয়াড় ছিল কাবুলের।[৭] নতুন দল হলেও দ্রুত সাফল্য পায়। তারা ২০১১ সালে কুয়েতে অনুষ্ঠিত এসিসি টি২০ -তে অংশগ্রহণ করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ আফগানিস্তান ক্রিকেট বোর্ড, আফগানিস্তান ক্রিকেট
- ↑ Afghanistan has a new home ground, ACC
- ↑ Pajhwok Afghan News - All provinces to have cricket grounds: minister ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ ডিসেম্বর ২০১৩ তারিখে. 11 October 2010.
- ↑ Afghanistan and Uganda seal place in ICC Cricket World Cup Qualifier ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০১৬ তারিখে, ICC Media Release, 31 January 2009
- ↑ "বিশ্ব ক্রিকেট লীগ পাচঁ বিভাগীয় অফিসিয়াল ওয়েবসাইট"। ১৯ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৫।
- ↑ "Profile of Afghanistan"। এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৪।
- ↑ First women's cricket team for Afghanistan[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]