আন্তোনি সিনিসুকা গিন্তিং
আন্তোনি সিনিসুকা গিন্তিং | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | [১] পূর্ব জাভা, ইন্দোনেশিয়া | ২০ অক্টোবর ১৯৯৬
উচ্চতা | ১.৭১ মিটার (৫ ফুট ৭+১⁄২ ইঞ্চি) |
ওজন | ৬৬ কিলোগ্রাম (১৪৬ পা) |
কার্যকাল | ২০১৩–বর্তমান |
হাত | ডান-হাতি |
আন্তোনি সিনিসুকা গিন্তিং (ইন্দোনেশীয়: Anthony Sinisuka Ginting; জন্ম: ২০ অক্টোবর ১৯৯৬) হলেন একজন ইন্দোনেশীয় ব্যাডমিন্টন খেলোয়াড়, যিনি মূলত ইন্দোনেশিয়ার প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[২]
২০১৩ সালে ব্যাডমিন্টনে অভিষেক করা গিন্তিং ইন্দোনেশিয়ার হয়ে ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]আন্তোনি সিনিসুকা গিন্তিং ১৯৯৬ সালের ২০শে অক্টোবর তারিখে ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]গিন্তিং ইন্দোনেশিয়ার প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি ব্যাডমিন্টনে পুরুষদের একক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] গ্রুপ পর্বে শুধুমাত্র একটি ম্যাচে জয়লাভ করে তিনি গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিলেন।[৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Men's Singles – Entry List by Event" [পুরুষদের একক – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ ক খ "GINTING Anthony Sinisuka" [আন্তোনি সিনিসুকা গিন্তিং]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Men's Singles – Group Play Summary" [পুরুষদের একক – গ্রুপ পর্বের সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Men's Singles – Event Results Summary" [পুরুষদের একক – প্রতিযোগিতার ফলাফলের সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪।