মহামিলন (১৯৯৫-এর চলচ্চিত্র)
অবয়ব
মহামিলন | |
---|---|
পরিচালক | দিলীপ সোম |
প্রযোজক | জেড এ চৌধুরী |
চিত্রনাট্যকার | দিলীপ সোম |
কাহিনিকার |
|
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আহমেদ ইমতিয়াজ বুলবুল |
চিত্রগ্রাহক | হাসান আহমেদ |
সম্পাদক | আনোয়ার হোসেন মন্টু |
পরিবেশক | সাথী ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৩ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
মহামিলন হল ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। ছবিটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন দিলীপ সোম এবং কাহিনী রচনা করেছেন জেড এ চৌধুরী ও যোসেফ শতাব্দী। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ববিতা, পীযুষ বন্দ্যোপাধ্যায়, সালমান শাহ, শাবনূর ও রাজীব।
চলচ্চিত্রটি ১৯৯৫ সালের ২২শে সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায়।
কুশীলব
[সম্পাদনা]- ববিতা - শাহানা মল্লিক
- পীযুষ বন্দ্যোপাধ্যায় - জাহিদ মল্লিক
- সালমান শাহ - শান্ত
- শাবনূর - সাথী
- রাজীব - কামাল চৌধুরী
- শারমীন
- সুমিতা দেবী - জাহিদের মা
- মেঘলা
- মর্জিনা
- প্রবীর মিত্র
- অমল বোস
- সাইফুদ্দিন
- সেতারা
- আনিস - সদর আলী
- ফরিদ আলী - হাবিলদার
- আজহারুল ইসলাম খান
- আবুল কালাম আজাদ
- ডন - ডন
- তুষার খান - নিসার
- নাদের খান
- সিরাজ হায়দার
- এ কে কোরাঈশী
- সৈয়দ আক্তার আলী
এছাড়া অন্যান্য অপ্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢালু, আব্বাস, গেদু, রাশেদা, জাহানারা, ফাতেমা, মনি, পুনম, ও মাহমুদা।
সঙ্গীত
[সম্পাদনা]মহামিলন চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গীত রচনা করেছেন মনিরুজ্জামান মনির। গানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আবদুল হাদী, এন্ড্রু কিশোর, শাকিলা জাফর, খালিদ হাসান মিলু, কনকচাঁপা, সালমা জাহান, আগুন, ও এম এ খালেক।
গানের তালিকা
[সম্পাদনা]নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "পৃথিবীকে সাক্ষী রেখে" | মনিরুজ্জামান মনির | আহমেদ ইমতিয়াজ বুলবুল | কনকচাঁপা ও খালিদ হাসান মিলু | |
২. | "তাকধুম তাকধুম বাজে" | মনিরুজ্জামান মনির | আহমেদ ইমতিয়াজ বুলবুল | আগুন ও কনকচাঁপা | |
৩. | "আমি যে তোমার প্রেমে পড়েছি" | মনিরুজ্জামান মনির | আহমেদ ইমতিয়াজ বুলবুল | কনকচাঁপা ও খালিদ হাসান মিলু | |
৪. | "একদিন দুইদিন" | মনিরুজ্জামান মনির | আহমেদ ইমতিয়াজ বুলবুল | সালমা জাহান ও এম এ খালেক |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Archive Movie List - 1995"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে মহামিলন
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মহামিলন (ইংরেজি)