Wikidata talk:WikiProject West Bengal

From Wikidata
Jump to navigation Jump to search

বিভিন্ন নামের বানান

[edit]

Ali

[edit]

Ali শব্দটাকে আমরা বাংলায় কীভাবে লিখবো? আলী না আলি? সৈয়দ মুজতবা আলী-র ক্ষেত্রে দীর্ঘ ই ব্যবহার হয়্ যেমন, অথচ বেশ কিছু ক্ষেত্রে হ্রস্ব ই ব্যাবহৃত হয়েছে, যেমন। মতামতের জন্য ধন্যবাদ। --Titodutta (talk) 16:25, 23 April 2018 (UTC)[reply]

কারুর নামের ক্ষেত্রে বানান পরিবর্তনের অধিকার কারুর নেই। তাই যেহেতু সৈয়দ মুজতবা আলী 'আলী' লিখতেন, সেক্ষেত্রে সেটাই মেনে চলতে হবে। কিন্তু সাধারণভাবে নিয়ম হল যেকোনও বিদেশী শব্দের ক্ষেত্রে (এক্ষেত্রে আরবী) লিপ্যান্তরের সময় ই-কার ও উ-কার ব্যবহার করা হবে, ঈ-কার বা ঊ-কার নয়। তাই বর্তমানে সঠিক বানান 'আলি', 'আলী' নয়। --Arindam Maitra (talk) 03:44, 24 April 2018 (UTC)[reply]

Singh

[edit]

@Titodutta: এই বংশ নাম 'সিংহ' (দেবনাগরী ও অন্যান্য লিপির মতন) হবে নাকি 'সিং'? Mahir256 (talk) 07:08, 26 April 2018 (UTC)[reply]

@Titodutta: কিন্তু যে শব্দ 'lion' উল্লেখ করি বাংলায় (সিংহ) সে শব্দ হিন্দিতে/পাঞ্জাবিতে/ইত্যাদিতে 'lion' উল্লেখ করে ও সে শব্দ বংশ নামের জন্য ব্যবহার করে। 'সিং' দিয়ে বাংলায় ভিন্ন হবে কেন? Mahir256 (talk) 22:30, 26 April 2018 (UTC)[reply]
আমি ফনেটিক নিয়ে ভাবছিলাম, (IPA: /ˈsɪŋ/), এই প্রবন্ধের প্রথম বাক্যতে দেখা যায়। গুগলে অনুসুন্ধান করে দেখি, দুই রকম বানানই নানাস্থানে এবং সংবাদপত্রে ব্যবহার হয়েছে, যেমন সিং এবং সিংহ. তবে অর্থগত লিপ্যন্তর করলে "সিংহ"-ই হবে। আরেকটু দেখি আর কোনো ভালো রেফারেন্স পাই কিনা। --Titodutta (talk) 04:55, 27 April 2018 (UTC)[reply]
@Titodutta: সে প্রবন্ধের প্রথম অনুচ্ছেদে লেখা আছে দুটি উচ্চারণ, যাদের মধ্যে "h"-এর মতন ব্যঞ্জনধ্বনি আছে (/sɪŋɡʱ/ ও /sɪŋɦə/). তা ছাড়া একজন লিখলো "In Bengali … the name is pronounced as Shingh ". যদি এটা ঠিক না হয়… Mahir256 (talk) 05:07, 27 April 2018 (UTC)[reply]

বাঙালী পদবী 'Singh' 'সিংহ' হয়, অবাঙালি পদবী শুধুই 'সিং' হয়. 'Sinha' বাঙালী, অবাঙালি সবার ক্ষেত্রে সিনহা- ন এ হসন্ত থাকতে পারে। Sumita Roy Dutta (talk) 05:15, 27 April 2018 (UTC)[reply]

@Sumita Roy Dutta: আপনি কি বলতেছেন, উদাহরণ দিয়ে, যে মণি সিংহ-এর নাম ঠিকই লেখা হয়েছে কারণ ইনি বাঙালি ও জগমিৎ সিংহ-এর নাম ভুল বানান দিয়ে লিখেছি কারণ ইনি পাঞ্জাবি-কানাডীয়? Mahir256 (talk) 05:33, 27 April 2018 (UTC)[reply]
সচরাচর বাংলায় অন্য ভাষার শব্দ যা লেখা হয়, তাই উচ্চারিত হয়। বাঙালি নামে সিংহ লেখা হয় এবং সেটাই উচ্চারিত হয়। হিন্দিতে সিংহ লিখলেও সিং উচ্চারিত হয়। বাংলায় অবাঙালি নামে সিংহ লিখলে লোকে পড়ার সময় ভুল উচ্চারণ করবে। সেক্ষেত্রে Mahesh Bhattকে মহেশ ভট না লিখে লিখতে হয় মহেশ ভট্ট, যা পড়লে লোকে হাসবে। তাই বাংলায় অ-বাংলা শব্দ লেখার সময় উচ্চারণকে প্রাধান্য দেওয়া উচিত, ব্যুৎপত্তি বা অ-বাংলা বানানকে নয়। Hrishikes (talk) 06:17, 27 April 2018 (UTC)[reply]
@Hrishikes: আচ্ছা, ঠিক আছে। তাহলে enwikiর নিবন্ধে লেখা আছে "In Hindi … the name is written सिंह (IPA: [sɪŋɦə]), and pronounced सिंघ ("singh", IPA: [sɪŋɡʱ])." সেটা কি ভুল তথ্য? Mahir256 (talk) 06:55, 27 April 2018 (UTC)[reply]
না, ভুল নয়; উচ্চারণটা IPAতে দেওয়া আছে সিঙ্ঘ্ (হসন্ত আছে), অর্থাৎ সিং (বাঙালির কানে সিং-ই শোনায়)। Hrishikes (talk) 07:05, 27 April 2018 (UTC)[reply]

হৃষীকেশদা ঠিকই বলছে; 'সিং' হবে অ-বাঙালি নামে ও বাঙালি নামে যেখানে 'হ' উচ্চারণ হয় না। Mahir256 (talk) 23:23, 20 July 2018 (UTC)[reply]

উইকিউপাত্ত এবং বাংলা

[edit]

বেশ কিছুদিন ধরে ভাবছি যে একখানা তালিকে তৈরী করি, ঠিক হয়ে উঠছে না। আপাততঃ শুরু করি।

  1. Telugu (Q8097)  View with Reasonator View with SQID এবং উইকিপিডিয়া অনুযায়ী ভাষাটার বানান bn:তেলুগু ভাষা, অথচ বাংলা ইণ্টারফেসে দেখায় "তেলেগু ভাষা"। এই দৃশ্যপটে দেখুন, একই দৃশ্যপটে দেখানোর চেষ্টা করেছি দু'টি ভাষা যেখানে বাংলা আসছে না। কোথায় ঠিক করবো?
  2. এখানে দেখাচ্ছে "লেভেল নাই"। আমাদের বানান অনুযায়ী, "লেবেল নাই" (বা চলিত বাংলায় "লেবেল নেই") কোথায় করি?
  3. বাংলা ইণ্টারফেসেও তারিখ দেখায় এই ভাবে, ১ ফেব্রুয়ারি 1999, যেখানে সন/সাল ইংরেজি ভাষায়, তারিখ মাস বাংলায়। --Titodutta (talk) 21:53, 11 May 2018 (UTC)[reply]
@Titodutta: ১. ইন্টারফেসের ভাষার নামের বাংলা ইউনিকোড থেকে আসে। আমি কিছুদিন আগে এই ব্যাপারে একটি প্রতিবেদন জমা দিয়েছি। ২. ঠিক করেছি ৩. এটি সফটওয়্যারের সমস্যা। দেখুন। --Aftabuzzaman (talk) 23:15, 11 May 2018 (UTC)[reply]

ছত্রাক

[edit]

এখানে কয়েক হাজার আইটেম রয়েছে। বানানটা বোধ করি ছত্রাক bn:ছত্রাক। মতামত প্রদান করুন, এবং কোনো বট সাহায্য করতে পারলে অহেতুক ম্যানুয়ালি বা সেমিঅটোমেট করতে হয় না। ধন্যবাদ। --Titodutta (talk) 12:07, 20 July 2018 (UTC)[reply]

ওহ ও। আমার ভুল। "ছ" হবে, ঠিক করে ফেলব। আফতাবুজ্জামান (talk) 12:03, 21 July 2018 (UTC)[reply]
✓ করা হয়েছে আফতাবুজ্জামান (talk) 18:49, 21 July 2018 (UTC)[reply]
বট ফের সংযোগ করছে বোধ হয়। --Titodutta (talk) 15:48, 17 September 2018 (UTC)[reply]

Family name

[edit]

সুধী, Family name-এর আমরা তিনটে বাংলা প্রতিশব্দ ব্যবহার করছি— পদবী (family name (P734), পারিবারিক নাম family name (Q101352), এবং বংশ নাম। বোধ হয় একটা ব্যবহার করলে ভালো হয়। আমি মনে করি পদবী শব্দটা সাধারণ। মতামতের জন্য ধন্যবাদ। --Titodutta (talk) 21:55, 9 November 2018 (UTC)[reply]

  •  একমত, কেননা অনেক সময় উপাধি শব্দটিও ব্যবহার করা হয় যা পদবীর প্রতিশব্দ। Regards, ZI Jony (Talk) 12:56, 10 November 2018 (UTC)[reply]
  • অতিরিক্ত সংক্ষেপে ইতিহাস হল আগে রাজারা তাদের কর্মচারীদের বিভিন্ন পদে বসিয়ে পদবী দিত, যার পরে তারা নামের সাথে লাগিয়ে নিন। যা বংশ পরস্পরায় চলে এসেছে। [1]। বর্তমানে পদবী বললে ভিন্ন অর্থ প্রকাশ করে। বর্তমানে কেউ নাম জানার জন্য "আপনার পদবী কি?" জিজ্ঞেস করে না, যদি আপনি জিজ্ঞেস করেনও তাহলে এর দ্বারা বুঝার আপনি উক্ত ব্যক্তি যেখানে কাজ করে সেখানের তার পদবীর কথা জানতে চাইছেন। পরিস্কার করে জানতে চাইলে আপনাকে সাথে "বংশ" কথাটা যোগ করতে হবে। যদি শুধু "পদবী" ব্যবহার করি তবে দ্ব্যর্থতা তৈরি হবে। তাই আমি "পারিবারিক নাম" বা "বংশ নাম" ব্যবহার করার পক্ষে। এর দ্বারা সহজেই বুঝা যায় এটি কি। --আফতাবুজ্জামান (talk) 18:05, 10 November 2018 (UTC)[reply]

Bengali pronunciations

[edit]
Writing this post in English, as we may need to ping someone from LinguaLibre team here. Ignore red links in the post.

Hello,
I am working on some Bengali pronunciations using LinguaLibre (LL from now). My pattern of work so far recording sounds from English Wikipedia categories related to Bengali. For example: en:Category:Bengali remakes of Telugu films all the sounds are recorded. Now, as it is En WP, an example file name: File:LL-Q9610 (ben)-Titodutta-Shedin Dekha Hoyechilo.wav

There might be two types of difficulties here:

  1. Having a username in the file name: I am reluctant to have my username in the file names. I am using PD/CC-0 for these files.
  2. The file names are not in Bengali. As I am taking pages from En WP, if I want to write in Bengali, that will be completely manual work. Another option might be to upload some 5,000 or 6,000 files, stop for some time, mass rename like File:LL-Q9610 (ben)-Titodutta-Shedin Dekha Hoyechilo.wav to something like File:Bn-সেদিন দেখা হয়েছিল.wav (transliteration for non-Bengali readers: File:Bn-Shedin Dekha Hoyechilo.wav (eliminates username, and writes Bengali script)). However, this may break the LL naming pattern, and already recorded words may not be automatically eliminated anymore. Or we may face other issues with the LL web app (should we ask LL developer)?

Suggestion and comments welcome. Regards. --Titodutta (talk) 12:08, 12 June 2019 (UTC)[reply]

আমি গণ-নামান্তর করে দিতে চেষ্টা করতে পারি। আমার প্রশ্ন, কোন বিন্যাস অনুসরণ করব? File:LL-Q9610 (ben)-Titodutta-সেদিন দেখা হয়েছিল.wav না File:Bn-সেদিন দেখা হয়েছিল.wav? Titodutta আপনি কী কোন উন্নয়নকারীকে (ডেভেলপার) জিজ্ঞেস করে দেখবেন? দ্রুত উত্তর পেতে ফ্রাবিকেটরে জিজ্ঞেস করতে পারেন। --আফতাবুজ্জামান (talk) 18:58, 18 June 2019 (UTC)[reply]
আর দাদা, সামনে থেকে কষ্ট করে বাংলায় লিখে দিবেন। বাংলিশ নামে আপলোড করে, তারপর দ্বিগুণ কষ্ট করে তা ঠিক করার কোন অর্থ নেই (একবার ogg পাতা লোড কর, তারপর স্থানান্তর ক্লিক কর ও সেই স্থানান্তর পাতা লোড কর ও বাংলা লিখ ও স্থানান্তর করার বোতাম লোড কর)।
  • LinguaLibre দিয়ে যখন রেকর্ড করেন তখন রেকর্ড উইজার্ডে "রেকর্ড করার জন্য শব্দগুলির তালিকা" নামে তালিকা দেবার একটা ঘর আসে, সেখানে আপনি বাংলা শব্দের তালিকা দিয়ে ও রেকর্ড করার পর সবকিছু স্বয়ংক্রিয়ভাবে হয়। আপনি বললেন আপনি শব্দ ইংরেজি উইকি থেকে নিচ্ছেন। আপনি যদি রেকর্ড করার শুরুতে আমাকে শব্দগুলি তালিকা দেন, তবে আমি শব্দতালিকা বাংলায় লিখে দিব ও আপনি অনুলিপি-প্রতিলেপন (কপি-পেস্ট) করবেন শুধু। এভাবে করলে কষ্ট কম হবে। উপরন্তু, আপনি তালিকা বাংলা উইকিপিডিয়া, বাংলা উইকিঅভিধান থেকে নিতে পারেন।
কিন্তু দাদা উপরে যেমন বললেন কয়েক হাজার বাংলিশ নামে আপলোড করে, পরে তা ঠিক করবেন, এভাবে দ্বিগুণ কষ্টের কোন মানে নেই। --আফতাবুজ্জামান (talk) 02:15, 20 June 2019 (UTC)[reply]
2006nishan178713
Bodhisattwa
Mahir256
খাঁ শুভেন্দু
Titodutta
য় [t̪ɔnɔj]
Ranjithsiji (talk) 14:28, 15 December 2018 (UTC)[reply]
শক্তিশেল (talk) 06:27, 1 February 2019 (UTC)[reply]
Atudu (talk) 13:52, 14 August 2019 (UTC)[reply]
Rajeeb (talk!) 04:04, 31 October 2019 (UTC)[reply]
ZI Jony
IndrajitDas 08:19, 19 April 2020 (UTC)[reply]
Parthasarathi Mukhopadhyay

Notified participants of WikiProject West Bengal --আফতাবুজ্জামান (talk) 19:14, 12 July 2019 (UTC)[reply]

আমি File:LL-Q9610 (ben)-Titodutta-... নামে বাংলা করার কাজ শুরু করলাম। --আফতাবুজ্জামান (talk) 23:48, 13 July 2019 (UTC)[reply]

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

[edit]

প্রিয় সুধী,

আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা [email protected] ঠিকানায় ইমেইল করুন।

অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, 20:02, 15 July 2024 (UTC)[reply]

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে

[edit]

প্রিয় সবাই,

আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা [email protected] ঠিকানায় ইমেইল করুন।

বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।


অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, 16:05, 4 August 2024 (UTC)[reply]