Bangla Sahitto

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 10

বাংলা সাহিত্য (মধ্যযুগ)

১. মধ্যযুগের কোন সময়কে বাংলা সাহিত্যের স্বর্ণালী সময় বলা হয়?


ক. তুর্কি যুগ খ. পাঠান আমল গ. সুলতানি যুগ ঘ. মুঘল যুগ
২. নিচের কোনটি ভুল?
ক. প্রাকৃতপৈঙ্গল, শূন্যপুরাণ, সেক শুভোদয়া অন্ধকার যুগের সাহিত্যকর্ম
খ. প্রকৃতপৈঙ্গল প্রাকৃত ভাষায় শ্রীহর্ষ কর্তৃক রচিত
গ. শূন্যপুরাণ সংস্কৃত ভাষায় রামাই পণ্ডিত কর্তৃক রচিত
ঘ. সেক শুভোদয়া রাজা বল্লাল সেনের সভাকবি হলায়ুধ মিশ্র কতৃক সংস্কৃত
ভাষায় রচিত
৩. নিচের কোনটি ভুল?
ক. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য খাটি বাংলা ভাষায় রচিত এবং এর রচয়িতা বড়ু
চণ্ডীদাস
খ. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য ১৯০৯ সালে বাকুড়া জেলা থেকে আবিষ্কৃত হয়
গ. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ১১ টি খণ্ডের মধ্যে অন্যতম খণ্ড হলো
তাম্বুল খণ্ড
ঘ. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে অনেক পণ্ডিত নাট্যগীতিকাব্য বা রাধা
কৃষ্ণের ধামালী বলেছেন
৪.বৈষ্ণব পদাবলির প্রথম কবি কে?
ক. শ্রীচৈতন্যদেব খ. বিদ্যাপতি গ. জ্ঞানদাস ঘ. চণ্ডীদাস
৫. বাংলা ভাষায় বৈষ্ণবপদাবলির আদি রচয়িতা -
ক. জয়দেব খ. বিদ্যাপতি গ. জ্ঞানদাস ঘ. চণ্ডীদাস
৬. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
ক. নবদ্বীপ খ. মিথিলা গ. বর্ধমান ঘ. বৃন্দাবন
৭. গীতগোবিন্দ কোন ভাষায় রচিত?
ক. প্রাচীন বাংলা খ. সংস্কৃত গ. ব্রজবুলি ঘ. অবহটঠ
৮. নিচের কোনটি বিদ্যাপতির উপাধি নয়?
ক. মৈথিল কোকিল খ. কবি রঞ্জন গ. অভিনব জয়দেব ঘ. কবি কণ্ঠহার

১. মধ্যযুগের প্রথম ও শ্রেষ্ঠ কাব্যের নাম কি?


ক. বৈষ্ণব পদাবলি খ. শ্রীকৃষ্ণকীর্তন গ. মঙ্গলকাব্য ঘ. অনুবাদ সাহিত্য
২.মধ্যযুগের সময়কাল কত?
ক. ৯০১ থেকে ১২০০ খ্রিষ্টাব্দ খ. ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ গ. ১২০১
থেকে ১৮০০ খ্রিস্টাব্দ ঘ. কোনটি নয়
৩. শূন্যপূরাণ কোন ভাষায় রচিত?
ক. প্রাকৃত খ. সংস্কৃত গ. বাংলা ঘ. কোনোটিই নয়
৪. শূন্যপূরাণ কাব্য কার রচনা?
ক. রামাই পন্ডিত খ. শ্রীহর্ষ গ. হলায়ুধ মিশ্র ঘ. চন্ডীদাস
৫. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড সংখ্যা কত?
ক. ১০ খ. ১১ গ. ১২ ঘ. ১৩
৬. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত সালে আবিষ্কার হয়?
ক. ১৯০৭ খ. ১৯০৮ গ. ১৯০৯ ঘ. ১৯১০
৭. নিচের কোনটি শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ড নয়?
ক. জন্ম খন্ড খ. তাম্বুল খন্ড গ. বংশী খন্ড ঘ. বান খণ্ড
৮. বৈষ্ণব পদাবলী কে সংকলন করেন?
ক. চন্ডীদাস খ. বড়ুই চন্ডীদাস গ. জয়দেব ঘ. বাবা আউল মনোহর দাস
৯. গীতগোবিন্দম্ কোন ভাষার এবং কে রচনা করেন?
ক. সংস্কৃত ভাষার, চন্ডীদাস খ. বাংলা ভাষার, চন্ডীদাস
খ. সংস্কৃত ভাষার, জয়দেব ঘ. ব্রজবুলি ভাষার, গোবিন্দ দাস
১০. গীতগোবিন্দ কোন ভাষার এবং কে রচনা করেন?
ক. সংস্কৃত ভাষার, চন্ডীদাস খ. বাংলা ভাষার, চন্ডীদাস
খ. সংস্কৃত ভাষার, জয়দেব ঘ. ব্রজবুলি ভাষার, গোবিন্দ দাস
১১. পদাবলীর প্রথম কবি কে?
ক. শ্রী চৈতন্যদেব খ. বিদ্যাপতি গ. জ্ঞানদাস ঘ. চন্ডীদাস
১২. বাংলা মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কি?
ক. মাগধী খ. অসমীয়া গ. ব্রজবুলি ঘ. জগাখিচুড়ি
১৩. মঙ্গলকাব্যের কবি নন কে?
ক. কানা হরিদত্ত খ. মানিক দত্ত গ. ভারতচন্দ্র ঘ. দাশু রায়
১৪. মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?
ক. কৃত্তিবাস খ. মালাধর বসু গ. মানিক দত্ত ঘ. কানা হরিদত্ত
১৫. সারদামঙ্গল কাব্যের রচয়িতা কে?
ক. মুকুন্দরাম চক্রবর্তী খ. কানা হরিদত্ত গ. দ্বিজমাধব ঘ. ভারতচন্দ্র
রায়গুণাকার
১৬. মানসিংহ ভবানন্দ উপখ্যান কার রচনা?
ক. কানা হরিদত্ত খ. বিজয় গুপ্ত গ.মুকুন্দরাম ঘ. ভারতচন্দ্র
১৭. মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে?
ক. কানা হরিদত্ত খ. কেতক দাস ক্ষেমানন্দ গ. বিজয় গুপ্ত ঘ. নারায়ণ দেব
১৮. কবি রঞ্জন উপাধি কার?
ক. বিদ্যাপতি খ. মুকুন্দরাম চক্রবর্তী গ. রামপ্রসাদ সেন ঘ. শ্যামা দাস
১৯. ঈশ্বরী পাটনি চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে?
ক. মনসামঙ্গল কাব্য খ. অন্যদামঙ্গল কাব্য গ. চন্ডীমঙ্গল কাব্য ঘ.
ধর্মমঙ্গল কাব্য
২০. মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৭৫৬ খ. ১৭৫২ গ. ১৭৬০ ঘ. ১৭৬২
২১. শ্রী চৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থ কোনটি?
ক. চৈতন্য ভাগবত খ. চৈতন্য মঙ্গল গ. চৈতন্যচরিতামৃত ঘ.শ্রী শ্রী কৃষ্ণ
চৈতন্য চরিতামৃত
২২. বাল্যলীলা সূত্র কে রচনা করেন?
ক. বৃন্দাবন দাস খ. লোচন দাস গ. মুরারি গুপ্ত ঘ. হরকৃষ্ণ দাস
২৩. শ্রী চৈতন্যদেবের শ্রেষ্ঠ জীবনীকার কে এবং তার রচিত গ্রন্থের নাম
কি?
ক. বৃন্দাবন দাস, চৈতন্য ভাগবত খ. লোচন দাস, চৈতন্য মঙ্গল
গ. কৃষ্ণ দাস কবিরাজ, চৈতন্যচরিতামৃত ঘ. ইশান নাগর, অদৈত প্রকাশ
২৪. নিচের কোন কবি নাথ সাহিত্যের কবি নন?
ক. শেখ ফয়জুল্লাহ খ. শুকুর মোহাম্মদ গ. শ্যাম দাস সেন ঘ. রাধা রমন গোপ
২৫. মৈমনসিংহ-গীতিকায় কতটি গীতিকা স্থান পেয়েছে?
ক. ৯ খ. ১০ গ. ১১ ঘ.১২
২৬. নিচের কোনটি ভুল?
ক. মহুয়া - দ্বিজ কানাই খ. মলুয়া - চন্দ্রাবতী
গ. দেওয়ানা মদিনা - মনসুর বয়াতি ঘ. দেওয়ান ভাবনা- দ্বিজ ঈশান
২৭. মৈমনসিংহ-গীতিকা এর সংগ্রাহক কে ছিলেন?
ক. চন্দ্রকুমার দে খ. দীনেশচন্দ্র সেন গ. আশুতোষ মুখোপাধ্যায় ঘ.
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
২৮. কত সালে মৈমনসিংহ-গীতিকা প্রকাশিত হয়?
ক. ১৯২১ খ. ১৯২২ গ. ১৯২৩ ঘ.১৯২৪
২৯. Ballad কি?
ক. লোকগীতি খ. লোকগাথা গ. গীতিকা ঘ. গাথা
৩০. নিচের কোনটি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সাহিত্যকর্ম?
ক. ঠাকুরদাদার ঝুলি খ. ঠান দিদি গ. কিশোরের মন ঘ. টোনাটুনির বই

১. চর্যাপদের মোট কতটি পদ পাওয়া গেছে?


২. যে যে পদগুলো পাওয়া যায় নি সেই পদগুলোর সংখ্যা উল্লেখপূর্বক
পদকর্তাদের নাম লিখুন।
৩. চর্যাপদের প্রথম পদকর্তা কে? এবং তিনি কতটি পদ রচনা করেন?
৪. নিজেকে বাঙালি বলে দাবি করা পদকর্তার নাম কি? তিনি কত নম্বর পদে
নিজেকে বাঙালি বলে দাবি করেন এবং তার রচিত পদসংখ্যা কতটি?
৫. চর্যাপদের কোন পদকর্তার নাম পাওয়া গেলেও তার কোন পদ পাওয়া যায় নি?
৬. চর্যাপদের ভাষামত সম্পর্কে কার কি অভিমত ছিল?
৭. নিচের পদ দুটির পদকর্তার নাম লিখুন।
ক) হাথে রে কাঙ্কাণ মা লোউ দাপণ
খ) হাড়ীত ভাত নাহি নিতি আবেসী
৮. চর্যাপদের ধর্মমত ও ভাষা নিয়ে কোন কোন ভাষাবিদ আলোচনা করেন এবং কোন
কোন গ্রন্থে আলোচনা করেন?
৯. বাংলা সাহিত্যে মধ্যযুগের কোন সময় কে স্বর্ণালি সময় বলা হয়?
১০. বাংলা সাহিত্যে মধ্যযুগের অন্ধকার যুগের ব্যাপ্তিকাল কত?
১১. নিচের অন্ধকার যুগের সাহিত্যকর্মগুলোর রচয়িতা কে:
ক) প্রাকৃতপৈঙ্গল খ) শূন্যপুরাণ গ) সেক শুভোদয়া
১২. Ballad কি?
১৩. বাংলা সাহিত্যের অন্যতম অংশ লোকসাহিত্য সংগ্রহ করার ক্ষেত্রে:
ক) আগ্রহপ্রকাশকারী হিসেবে কে ছিলেন ? খ) পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা
কে পালন করেছেন?
গ) সর্বোপরি ওগুলো সংগ্রহ করার ক্ষেত্রে কে সবচেয়ে অংশগ্রহণ করেছেন?
১৪. বিখ্যাত লোকগীতি "হারামনির " সম্পাদক কে?
১৫. 'ময়নামতি গোপীচন্দ্রের পুথি' সংগ্রহ করে 'মানিকচন্দ্র রাজার গান
'নামে প্রকাশ করেন কে? এবং এটি কোন অঞ্চলের মানুষদের কাছ থেকে সংগ্রহ
করা?
১৬. নিচের নাথ গীতিকা গুলোর রচয়িতার নাম লিখুন।
ক) ময়নামতির গান খ) গোপীচাদের সন্ন্যাস
১৭. মৈমনসিংহ-গীতিকা কত সালে প্রকাশিত হয়? এবং কতটি ভাষায় অনূদিত হয়?
১৮. মৈমনসিংহ-গীতিকায় কতটি গীতিকা স্থান পায়?
১৯. নিচের মৈমনসিংহ-গীতিকাগুলোর রচয়িতা কে:
মহুয়া, মলুয়া, কমলা, দস্যু কেনারামের পালা, দেওয়ানা মদিনা, দেওয়ান ভাবনা
২০. টোনাটুনির বইয়ের রচয়িতা কে?
২১. 'কিশোরের মন ' বইটির রচয়িতা কে?
২২. শ্রী চৈতন্যদেবের শ্রেষ্ঠ জীবনীকার কে? তার রচিত জীবনী গ্রন্থের
নাম কি?
২৩. নিচের গ্রন্থগুলোর রচয়িতার নাম উল্লেখ করুন:
ক) চৈতন্য ভাগবত খ) চৈতন্য মঙ্গল গ) চৈতন্যচরিতামৃত ঘ) শ্রী শ্রী কৃষ্ণ
চৈতন্যচরিতামৃত
২৪. নাথ সাহিত্যের আদি কবি কে? তার রচিত নাথ সাহিত্যের নাম কি?
২৫. মর্সিয়া সাহিত্যের আদি কবি কে? তার রচিত কাব্যের নাম কি?
প্রকৃত নাম ও ছদ্ম নাম
১.আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি -
ক.মাইকেল মধুসূদন দত্ত খ.কাজী নজরুল ইসলাম গ.রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ.ফারুক আহমদ
২.চারণ কবি কে?
ক.জসীমউদ্দীন খ.মুকুন্দ দাস গ.মোজাম্মেল হক ঘ.প্রমথ চৌধুরী
৩.কাব্য সুধাকর কে?
ক.গোলাম মোস্তফা খ.আব্দুল করিম গ.আব্দুল কাদির ঘ.মোজাম্মেল হক
৪.বাংলা গীতি কবিতার জনক কে?
ক.রবীন্দ্রনাথ ঠাকুর খ.মাইকেল মধুসূদন দত্ত গ.বিভূতিভূষণ
বন্দ্যোপাধ্যায় ঘ.বিহারীলাল চক্রবর্তী
৫.বাংলা সাহিত্যের স্বভাব কবি হিসেবে পরিচিত কে?
ক.ঈশ্বরচন্দ্র গুপ্ত খ.ঈশ্বরী পাটনী গ.চন্ডীদাস ঘ.গোবিন্দ চন্দ্র দাস
৬."শ্রী" কোন লেখকের ছদ্মনাম?
ক.প্রমথ চৌধুরী খ.সমরেশ বসু গ.মানিক বন্দ্যোপাধ্যায় ঘ.জীবনানন্দ দাশ
৭."অনিলা দেবী"কার ছদ্মনাম?
ক.স্বামী কালিকানন্দ খ. প্রেমেন্দ্র মিত্র গ.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ.কামিনী রায়
৮."নিরপেক্ষ "কার ছদ্মনাম?
ক.অজিত দত্ত খ.আবুল ফজল গ.রাজশেখর বসু ঘ.অমিতাভ চৌধুরী
৯."Timothy penpoem "ছদ্মনামে কে সাহিত্য রচনা করেন?
ক.ঈশ্বরচন্দ্র গুপ্ত খ.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ.মাইকেল মধুসূদন দত্ত
ঘ.রাজা রামমোহন রায়
১০."ভ্রমণকারী বন্ধু" কার ছদ্মনাম?
ক.মধুসূদন মজুমদার খ.সৈয়দ ওয়ালীউল্লাহ গ.ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ.জসীমউদ্দীন
১১."দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের" ছদ্মনাম কোনটি?
ক.মৌমাছি খ.অবধূত গ.বঙ্গের রঙ্গদর্শক ঘ.চিত্রগুপ্ত

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস


১.নিচের কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস?
ক.কবর খ.প্রথম বধ্যভূমি গ.একুশের গল্প ঘ.আর্তনাদ
২."স্মৃতির মিনার" কবিতা কে লিখেছেন?
ক.আলাউদ্দিন আল আজাদ খ.আখতারুজ্জামান ইলিয়াস গ.আবদুল লতিফ ঘ.রাবেয়া
খাতুন
৩কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র?
ক.আরেক ফাল্গুন খ.জীবন থেকে পাওয়া গ.Let there be life ঘ.জীবন থেকে নেয়া
৪.."মৌন নয়" গল্পের রচয়িতা কে?
ক.সেলিনা হোসেন খ.শওকত আলী গ.শওকত ওসমান ঘ.শামসুর রাহমান
৫.জীবন আমার বোন কার রচনা?
ক.নির্মলেন্দু খ.মাহমুদুল হক গ.শওকত আলী ঘ.শামসুর রাহমান
৬.মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য নয় কোনটি?
ক.নেকড়ে অরণ্য খ.হাংগর নদী গ্রেনেড গ.বাসন ঘ.নিজ বাসভূমে
৭.একাত্তরের দিনগুলি কে লিখেছেন?
ক.আলী ইমাম খ.হাসান ইমাম গ.জাহানারা ইমাম ঘ.আখতার ইমাম
৮.মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
ক.ফেরারী সূর্য খ.যাত্রা গ.নিষিদ্ধ লোবান ঘ.বকুলপুরের যাত্রী
৯."আমি বীরাঙ্গনা বলছি" মুক্তিযুদ্ধভিত্তিক কি ধরনের গ্রন্থ?
ক.উপন্যাস খ.নাটক গ.প্রবন্ধ ঘ.স্মৃতিকথা
১০.নিচের কোনটি আলাউদ্দিন আল আজাদ এর মুক্তিযুদ্ধভিত্তিক নাটক?
ক.ফেরারী ডায়েরি খ.নরকে লাল গোলাপ গ.একাত্তরের যীশু ঘ.একাত্তরের
ডায়েরি
১১."যে অরণ্যে আলো নেই" মুক্তিযুদ্ধভিত্তিক কি ধরনের গ্রন্থ?
ক.উপন্যাস খ.নাটক গ.প্রবন্ধ ঘ.ছোটগল্প
১২."রাইফেল রোটি আওরাত" মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের অন্যতম চরিত্র
কোনটি?
ক.আসাদ খ.রফিক গ.সুদীপ্ত শাহিন ঘ.আজাদ
১৩.নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
ক.জন্ম যদি তব বংগে খ.আমার কিছু কথা গ.একাত্তরের ডায়েরি ঘ.যাত্রা
১৪.তাহমিমা আনাম রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক.এ গোল্ডেন মিন খ.দ্যা গোল্ডেন পিস গ.এ গোল্ডেন এজ ঘ.দ্যা গোল্ডেন এজ
১৫.নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়?
ক.একাত্তরের দিনগুলি খ.বিরহবিলাপ গ.আমি বীরাঙ্গনা বলছি ঘ.বকুলপুরের
স্বাধীনতা
১৬.কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়?
ক.দুই সৈনিক খ.নেকড়ে অরণ্য গ.রাইফেল রোটি আওরাত ঘ.কাদো নদী কাদো
১৭.একাত্তরের ঢাকা প্রবন্ধটির রচয়িতা কে?
ক.সুফিয়া কামাল খ.রাবেয়া খাতুন গ.সেলিনা হোসেন ঘ.শওকত ওসমান
১৮."আমি বিজয় দেখেছি" গ্রন্থের রচয়িতা কে?
ক.বদরুদ্দিন ওমর খ.শওকত ওসমান গ.শওকত আলী ঘ.এম আর আখতার মুকুল
১৯."একটি কালো মেয়ের কথা" মুক্তিযুদ্ধভিত্তিক কি ধরবের গ্রন্থ?
ক.উপন্যাস খ.প্রবন্ধ গ.গল্প ঘ.কবিতা
২০.নীচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক?
ক.নূরলদীনের সারাজীবন খ.একদিন প্রতিদিন গ.বহুব্রীহি ঘ.পায়ের আওয়াজ
পাওয়া যায়
ণ ত্ব বিধান ও ষ ত্ব বিধান

রবীন্দ্রনাথ ঠাকুর
১.রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধিতে ভূষিত করেন কে?
ক.ব্রহ্মবান্ধব উপাধ্যায় খ.মহাত্মা গান্ধী
গ.ক্ষিতিমোহন সেন ঘ.বিহারীলাল চক্রবর্তী
২.রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্প কোনটি?
ক.ডাকঘর খ.চয়নিকা
গ.ল্যাবরেটরী ঘ.ভিখারিনী
৩.কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি নিচের কা
কে উৎসর্গ করেন ?
ক.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খ.সুভাষ মুখোপাধ্যায়
গ.যতীন্দ্রমোহন বাগচী ঘ.সুভাষচন্দ্র বোস
৪."কাদম্বরী দেবীর" মৃত্যুর প্রভাব রবীন্দ্রনাথের কোন
কাব্যগ্রন্থে দৃশ্যমান?
ক.ক্ষণিকা খ.স্মরণ
গ.উৎসর্গ ঘ.কড়ি ও কোমল
৫.নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য/কবিতা?
ক.শেষ চিঠি খ.শেষ লেখা গ.শেষ প্রশ্ন ঘ.শেষ পরিচয়
৬."ঘরে বাইরে" উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক.বঙ্গদর্শন খ.বিচিত্রা গ.ভারতী ঘ.সবুজপত্র
৭. "অসহযোগ আন্দোলন পরবর্তী প্রেক্ষাপট"- কে
কেন্দ্র করে রচিত উপন্যাস-
ক.মালঞ্চ খ.চার অধ্যায় গ.দুই বোন ঘ.চতুরঙ্গ
৮.নিচের কোনটি সঠিক?
ক."নীরজা" চরিত্রটি "চার অধ্যায়" উপন্যাসের
খ."মালঞ্চ" উপন্যাসের অন্যতম চরিত্র "শশাঙ্ক "
গ."চার অধ্যায়" একটি সামাজিক উপন্যাস
ঘ."অমিত" চরিত্রটি "শেষের কবিতা" উপন্যাসের
৯.নিজের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম গীতিনাট্য?
ক.চিত্রাঙ্গদা খ.কাল মৃগয়া
গ.প্রকৃতির অভিশাপ ঘ.প্রকৃতির প্রতিশোধ
১০.রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভ্রমণ কাহিনী গ্রন্থ কোনটি?
ক.পারস্যে খ.জাপান যাত্রী
গ.য়ুরোপ প্রবাসের ডায়েরি ঘ.য়ুরোপ প্রবাসীর পত্র
১১.রবীন্দ্রনাথের "পুনশ্চ" কোন ধরনের গ্রন্থ?
ক.উপন্যাস খ.নাটক গ.প্রহসন ঘ.কাব্যগ্রন্থ
১২.রবীন্দ্রনাথ ঠাকুরের "উর্বশী" কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
ক.ক্ষণিকা খ.চিত্রা গ.বলাকা ঘ.সোনার তরী
১৩.নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
ক.সোনার তরী খ.চিত্রা গ.বলাকা ঘ.নৌকাডুবি
১৪."শেষের কবিতা" কি?
ক.কাব্য খ.কাব্যোপন্যাস
গ.গীতিকবিতা ঘ.উপন্যাস
১৫.রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হল -
ক.তাসের ঘর খ.নটীর পুজো
গ.ডাকঘর ঘ.চিত্রাঙ্গদা
১৬."আজ হতে শতবর্ষ পরে,
কে তুমি পড়িছো বসি আমার কবিতাখানি কৌতুহল ভরে "
-রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অংশবিশেষ?
ক.সোনার তরী( নিরুদ্দেশ যাত্রা) খ.চিত্রা (১৪০০ সাল)
গ.বলাকা( সবুজের অভিযান) ঘ.কথা ও কাহিনী (দুই বিঘা জমি)
১৭.রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গদ্য রচনা কোনটি?
ক.কালান্তর খ.বিবিধ প্রসঙ্গ
গ.সভ্যতার সংকট ঘ.পঞ্চভূত
১৮.রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে?
ক.বলাকা খ.পলাতকা গ.পূরবী ঘ.মানসী
১৯.বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প কোনটি?
ক.ছুটি খ.হৈমন্তী গ.কাবুলিওয়ালা ঘ.দেনাপাওনা
২০.নিচের কোনটি ভুল?
ক.রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক "রক্তকরবী"
খ."গোরা" রবীন্দ্রনাথের রাজনৈতিক উপন্যাস
গ."যোগাযোগ" উপন্যাসের অন্যতম চরিত্র "নিখিলেশ"
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর "ভানুসিংহের পত্রাবলী" রানু অধিকারী কে লেখেন

পত্রিকা / সম্পাদকীয়
১.বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
ক.১৮৬৫ খ.১৮৭২ গ.১৮৭৫ ঘ.১৮৮১
২.সবুজপত্র পত্র পত্রিকা সম্পাদনা করেন কে?
ক.প্রমথ চৌধুরী খ.রাধানাথ শিকদার গ.কাজী নজরুল ইসলাম ঘ.বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায়
৩.পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন কে?
ক.মুন্সি মেহেরুল্লাহ খ.সঞ্জয় ভট্টাচার্য গ.কামিনী রায় ঘ.মোজাম্মেল
হক
৪.কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
ক.সওগাত খ.কল্লোল গ.মোহাম্মদী ঘ.লাঙ্গল
৫.কল্লোল পত্রিকা কত সালে প্রকাশিত হয়?
ক.১৯২১ খ.১৯২২ গ.১৯২৩ ঘ.১৯২৪
৬.বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি?
ক.দিগদর্শন খ.সমাচার দর্পণ গ.সংবাদ প্রভাকর ঘ.তত্ত্ববোধিনী
৭."নারী শক্তি "পত্রিকার সম্পাদনা করেন কে?
ক.সুফিয়া কামাল খ.বেগম রোকেয়া গ.ডা. লুৎফর রহমান ঘ.জাহানারা ইমাম
৮.ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কি?
ক.কবিতা খ.আজাদ গ.স্বদেশ ঘ.আঙ্গুর
৯.কবিতা পত্রিকার সম্পাদক কে?
ক.বুদ্ধদেব বসু খ.অমিয় চক্রবর্তী গ.বিষ্ণু দে ঘ.জীবনানন্দ দাশ
১০." কালি ও কলম" পত্রিকার সম্পাদক কে?
ক.আবুল হোসেন খ.আবুল খায়ের গ.আকরাম খা ঘ.আবুল হাসনাত
১১.বাঙালী কর্তৃক প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
ক.বেংঙল গেজেট খ.সংবাদ প্রভাকর গ.বাঙাল গেজেট ঘ.রংপুর বার্তাবহ
১২.কাঙাল হরিনাথের শিষ্য কে ছিলেন?
ক.শেখ আব্দুর রহিম খ.মীর মশাররফ হোসেন গ.আব্দুল হাকিম ঘ.আব্দুর রহিম
১৩."বঙ্গদূত" পত্রিকা কত সালে প্রকাশিত হয়?
ক.১৮৩৯ খ.১৭৮০ গ.১৮৩৩ ঘ.১৮২৯
১৪.১৯২৩ সালে প্রকাশিত পত্রিকা কোনটি?
ক.কালিকলম খ.সবুজপত্র গ.প্রগতি ঘ.কল্লোল
১৫."মাসিক মোহাম্মদী" কত সালে প্রকাশিত হয়?
ক.১৯২৬ খ.১৯২৭ গ.১৯২৮ ঘ.১৯২৯

নিচের চরণ / উক্তি/ গান গুলোর রচয়িতা


১ আমার স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন
ক. জসীমউদ্দিন খ. সমর সেন গ. সুকান্ত ভট্টাচার্য ঘ. আল মাহমুদ
২. কাটা হেরি ক্ষান্ত কমল তুলিতে"
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত খ. কামিনী রায় গ. যতীন্দ্রমোহন বাগচী ঘ.
কৃষ্ণচন্দ্র মজুমদার
৩. 'পাখি সব করে রব রাতি পোহাইল
ক. রামনারায়ণ খ. বিহারীলাল গ. সমর সেন ঘ. মদনমোহন
৪ 'মোদের গরব মোদের আশা
ক. রামনিধি গুপ্ত খ. রবীন্দ্রনাথ গ. অতুলপ্রসাদ ঘ. সত্যেন্দ্রনাথ
৫ 'জন্মই আমার আজন্ম পাপ"
ক. শামসুল হক খ. তসলিমা নাসরীন গ. কবির চৌধুরী ঘ. দাউদ হায়দার
৬. 'আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি'
ক কাজী নজরুল খ. রবীন্দ্রনাথ গ. জসীমউদ্দিন ঘ. সমর সেন
৭ কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?
ক. মধুসূদন দত্ত খ. সত্যেন্দ্রনাথ দত্ত গ. শেখ ফজলল করিম ঘ. হেমচন্দ্র
৮ কেমনে ধরিব হিয়া?
আমার বধুয়া আন বাড়ি যায়
ক. জ্ঞানদাস খ. দ্বিজ চণ্ডীদাস গ.চন্ডীদাস ঘ. লোচন দাস
৯. 'সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাকা'
ক.জীবনানন্দ দাস খ. কাজী নজরুল গ.রবীন্দ্রনাথ ঘ. জসীমউদ্দিন
১০ "আমার ঘরখানায় কে বিরাজ করে"
ক. লালন শাহ খ. হাসন রাজা গ. আব্দুল করিম ঘ. হাসান বাউল

রাজা রামমোহন রায় -বিহারীলাল চক্রবর্তী


১৬. বেদান্ত চন্দ্রিকা গ্রন্থের রচয়িতা কে?
ক. রামমোহন রায় খ.মৃত্যঞ্জয় বিদ্যালংকার গ.বিদ্যাপতি ঘ.ঈশ্বরচন্দ্র
গুপ্ত
১৭. আলালের ঘরের দুলাল কত সালে প্রকাশিত হয়?
ক.১৮৪৭ খ.১৮৫৭ গ.১৯৬৫ ঘ.১৮৬৫
১৮. নিচের কোনটি রামমোহন রায় রচিত?
ক. কৃষিতত্ত্ব খ.রামারঞ্জিকা গ.অধ্যাপক ঘ.সামান্য
১৯. বিদ্যাসাগর কর্তৃক সম্পাদিত পত্রিকা কোনটি?
ক.শুভকরী খ.কল্লোল গ.অভেদী ঘ.সর্বশুভকরী
২০. নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসগর কর্তৃক রচিত মৌলিক গ্রন্থ?
ক.জীবনচরিত খ.প্রভাবতী সম্ভাষণ গ.ভ্রান্তিবিলাস ঘ.শকুন্তলা
২১. নিচের কোন গ্রন্থে প্রথম যতি চিহ্নের সফল প্রয়োগ করা হয়?
ক.কপালকুন্ডলা খ. বেতালপঞ্চবিংশতি গ.মেঘনাদবধ ঘ. কোনটিই নয়
২২. মধুসূদন খ্রিষ্টধর্মে দীক্ষিত হন-
ক.১৭৪৩ খ. ১৮৪৩ গ.১৯৪৩ ঘ.১৮৪৪
২৩. মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের উৎস কি?
ক.রামায়ণ খ.মহাভারত গ. ভাগবত ঘ.কুমারসম্ভব

২৪. মধুসূদন দত্তের পত্রকাব্য কোনটি?


ক.ব্রজাঙ্গনা খ.তিলোত্তমাসম্ভব কাব্য গ.বীরাঙ্গনা ঘ. মেঘনাদবধ
২৫. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
ক. কৃষ্ণকুমারী খ.শর্মিষ্ঠা গ.সধবার একাদশী ঘ.পদ্মাবতী
২৬. সামাজিক নাটক কোনটি?
ক.ডাকঘর খ.নুরজাহান গ.সধবার একাদশী ঘ.রাবণবধ
২৭. আধুনিক বাংলা গীতিকবিতার প্রথম কবি কে?
২৮. কোনটি সামাজিক উপন্যাস?
ক.কপালকুণ্ডলা খ.আনন্দমঠ গ. বিষবৃক্ষ ঘ.দুর্গেশনন্দিনী
২৯. কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয়?
ক.দুর্গেশ নন্দিনী খ. রজনী গ.কমলাকান্ত দপ্তর ঘ.রায় নন্দিনী
৩০. পথিক তুমি পথ হারাইয়াছো উক্তিটি কার?
ক.নবকুমার খ.শ্রীকান্ত গ.কপালকুণ্ডলা ঘ.কুমুদিনী
৩১. কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা?
ক. ঐতিহাসিক উপন্যাস খ.সামাজিক উপন্যাস
গ.রোমান্সধর্মী উপন্যাস ঘ.বিয়োগান্তক নাটক
৩১. নিচের যেটি অনূদিত কবিতা দৃষ্টান্ত-
ক.স্বাধীনতা খ.জীবন সঙ্গীত গ. ছায়াময়ী ঘ.শূর সুন্দরী
৩২. হুতুম প্যাঁচার নকশা কোন জাতীয় রচনা?
ক.উপন্যাস খ.চিত্রকর্ম গ.প্রবন্ধ ঘ.রম্য রচনা
৩৩. মীর মশাররফ হোসেনের মোসলেম বীরত্ব কোন ধরনের গ্রন্থ?
ক.প্রবন্ধ খ.কাব্যগ্রন্থ গ.উপন্যাস ঘ.নাটক
৩৪. বিষাদ সিন্ধু কি ধরনের রচনা?
ক.নাট্যকাব্য খ. গদ্য কাব্য গ. ঐতিহাসিক রচনা ঘ.উপন্যাস
৩৫. মীর মশাররফের প্রথম উপন্যাস কোনটি?
ক. বসন্তকুমারী খ.রত্নবতী গ.তাহমিনা ঘ.বিষাদ সিন্ধু
৩৬. মীর মশারফ হোসেনের নাটক কোনটি?
ক.প্রেম পারি জাত খ.ভাই ভাই এইতো চাই গ.এর উপায় কি ঘ.জমিদার দর্পণ
৩৭. নিচের কোনটি হরপ্রসাদ শাস্ত্রীর উপন্যাস?
ক.কাঞ্চনজঙ্ঘা খ.কাঞ্চন মনি গ.কাঞ্চন সাহা ঘ. কাঞ্চনমালা
৩৮. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম রচিত নাটক কোনটি?
ক. বসন্তকুমারী খ. বেহুলা গীতাভিনয় গ. জমিদার দর্পণ ঘ. টালা অভিনয়
৩৯. বিখ্যাত 'দনুবানু' চরিত্রটি কোন উপন্যাসের?
ক. হুতোম প্যাঁচার নকশা খ. রত্নবতী গ. বেহুলা গীতাভিনয় ঘ. একটিও না
৪০. আধুনিক সারদামঙ্গল কাব্যের রচয়িতা কে?
ক. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় খ. বিহারীলাল চক্রবর্তী গ. গিরিশচন্দ্র
সেন ঘ. একটিও না

( স্বর্ণকুমারী দেবী - এস ওয়াজেদ আলী)


১. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে? রবীন্দ্রনাথ
ঠাকুরের সাথে তার সম্পর্ক কি? তার লেখা প্রথম উপন্যাস কোনটি?
২. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
৩. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলমান কবি কে? তার প্রকৃত
নাম কি?
৪. আনোয়ারা, প্রেমের সমাধি, মেহেরুন্নিসা উপন্যাসের লেখক কে?
৫. প্যারোডি রচনার পথিকৃৎ কে?
৬. "মোস্তফা চরিত " গ্রন্থের রচয়িতা কে?
৭. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? তার ছদ্মনাম কি?
৮. "চার ইয়ারী কথা" গ্রন্থটি কোন ধরনের রচনা?
৯. কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের
'জগত্তারিণী" পদক লাভ করেন?
ক. ১৯২১ খ. ১৯২২ গ. ১৯২৩ ঘ. ১৯২৪
১০. শরৎচন্দ্রের কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে?
ক. গৃহদাহ খ. দত্তা গ. শ্রীকান্ত ঘ. পথের দাবী
১১. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মসাল ও মৃত্যুসাল লিখুন ( তারিখ
সহ)।
১২. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের শ্রেষ্ঠ গ্রন্থ "অবরোধবাসিনী " কি
ধরনের গ্রন্থ?
১৩. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত উপন্যাস 'রায়নন্দিনী ও বঙ্কিম দুহিতা
' বঙ্কিমচন্দ্রের কোন কোন উপন্যাসের প্রতিবাদে রচিত?
১৪. বিখ্যাত উপন্যাস ' আবদুল্লাহ' এর রচয়িতা কে?
১৫. তীর্থ রেণু, মণি- মঞ্জুষা, তীর্থ - সলিল প্রভৃতি অনূদিত কাব্যগুলোর
রচয়িতা কে?
১৬. 'চলিষ্ণু অভিধান' হিসেবে খ্যাত কোন ব্যক্তি? তার বিখ্যাত দুইটি
গ্রন্থের নাম লিখুন।
১৭. 'মানব মুকুট' গ্রন্থটির রচয়িতা কে? তার সম্পাদিত বিখ্যাত পত্রিকার
নাম কি?
১৮. বিখ্যাত প্রবন্ধ 'ভবিষ্যতের বাঙালি' এর রচয়িতা কে?
১৯. 'সনেট পঞ্চাশৎ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
২০. বিখ্যাত মহাকাব্য ' মহাশ্মশান ' এর পটভূমি কি? কত সালে এটি প্রকাশিত
হয়?

You might also like