Bangla Sahitto
Bangla Sahitto
Bangla Sahitto
রবীন্দ্রনাথ ঠাকুর
১.রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধিতে ভূষিত করেন কে?
ক.ব্রহ্মবান্ধব উপাধ্যায় খ.মহাত্মা গান্ধী
গ.ক্ষিতিমোহন সেন ঘ.বিহারীলাল চক্রবর্তী
২.রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্প কোনটি?
ক.ডাকঘর খ.চয়নিকা
গ.ল্যাবরেটরী ঘ.ভিখারিনী
৩.কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি নিচের কা
কে উৎসর্গ করেন ?
ক.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খ.সুভাষ মুখোপাধ্যায়
গ.যতীন্দ্রমোহন বাগচী ঘ.সুভাষচন্দ্র বোস
৪."কাদম্বরী দেবীর" মৃত্যুর প্রভাব রবীন্দ্রনাথের কোন
কাব্যগ্রন্থে দৃশ্যমান?
ক.ক্ষণিকা খ.স্মরণ
গ.উৎসর্গ ঘ.কড়ি ও কোমল
৫.নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য/কবিতা?
ক.শেষ চিঠি খ.শেষ লেখা গ.শেষ প্রশ্ন ঘ.শেষ পরিচয়
৬."ঘরে বাইরে" উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক.বঙ্গদর্শন খ.বিচিত্রা গ.ভারতী ঘ.সবুজপত্র
৭. "অসহযোগ আন্দোলন পরবর্তী প্রেক্ষাপট"- কে
কেন্দ্র করে রচিত উপন্যাস-
ক.মালঞ্চ খ.চার অধ্যায় গ.দুই বোন ঘ.চতুরঙ্গ
৮.নিচের কোনটি সঠিক?
ক."নীরজা" চরিত্রটি "চার অধ্যায়" উপন্যাসের
খ."মালঞ্চ" উপন্যাসের অন্যতম চরিত্র "শশাঙ্ক "
গ."চার অধ্যায়" একটি সামাজিক উপন্যাস
ঘ."অমিত" চরিত্রটি "শেষের কবিতা" উপন্যাসের
৯.নিজের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম গীতিনাট্য?
ক.চিত্রাঙ্গদা খ.কাল মৃগয়া
গ.প্রকৃতির অভিশাপ ঘ.প্রকৃতির প্রতিশোধ
১০.রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভ্রমণ কাহিনী গ্রন্থ কোনটি?
ক.পারস্যে খ.জাপান যাত্রী
গ.য়ুরোপ প্রবাসের ডায়েরি ঘ.য়ুরোপ প্রবাসীর পত্র
১১.রবীন্দ্রনাথের "পুনশ্চ" কোন ধরনের গ্রন্থ?
ক.উপন্যাস খ.নাটক গ.প্রহসন ঘ.কাব্যগ্রন্থ
১২.রবীন্দ্রনাথ ঠাকুরের "উর্বশী" কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
ক.ক্ষণিকা খ.চিত্রা গ.বলাকা ঘ.সোনার তরী
১৩.নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
ক.সোনার তরী খ.চিত্রা গ.বলাকা ঘ.নৌকাডুবি
১৪."শেষের কবিতা" কি?
ক.কাব্য খ.কাব্যোপন্যাস
গ.গীতিকবিতা ঘ.উপন্যাস
১৫.রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হল -
ক.তাসের ঘর খ.নটীর পুজো
গ.ডাকঘর ঘ.চিত্রাঙ্গদা
১৬."আজ হতে শতবর্ষ পরে,
কে তুমি পড়িছো বসি আমার কবিতাখানি কৌতুহল ভরে "
-রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অংশবিশেষ?
ক.সোনার তরী( নিরুদ্দেশ যাত্রা) খ.চিত্রা (১৪০০ সাল)
গ.বলাকা( সবুজের অভিযান) ঘ.কথা ও কাহিনী (দুই বিঘা জমি)
১৭.রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গদ্য রচনা কোনটি?
ক.কালান্তর খ.বিবিধ প্রসঙ্গ
গ.সভ্যতার সংকট ঘ.পঞ্চভূত
১৮.রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে?
ক.বলাকা খ.পলাতকা গ.পূরবী ঘ.মানসী
১৯.বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প কোনটি?
ক.ছুটি খ.হৈমন্তী গ.কাবুলিওয়ালা ঘ.দেনাপাওনা
২০.নিচের কোনটি ভুল?
ক.রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক "রক্তকরবী"
খ."গোরা" রবীন্দ্রনাথের রাজনৈতিক উপন্যাস
গ."যোগাযোগ" উপন্যাসের অন্যতম চরিত্র "নিখিলেশ"
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর "ভানুসিংহের পত্রাবলী" রানু অধিকারী কে লেখেন
পত্রিকা / সম্পাদকীয়
১.বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
ক.১৮৬৫ খ.১৮৭২ গ.১৮৭৫ ঘ.১৮৮১
২.সবুজপত্র পত্র পত্রিকা সম্পাদনা করেন কে?
ক.প্রমথ চৌধুরী খ.রাধানাথ শিকদার গ.কাজী নজরুল ইসলাম ঘ.বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায়
৩.পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন কে?
ক.মুন্সি মেহেরুল্লাহ খ.সঞ্জয় ভট্টাচার্য গ.কামিনী রায় ঘ.মোজাম্মেল
হক
৪.কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
ক.সওগাত খ.কল্লোল গ.মোহাম্মদী ঘ.লাঙ্গল
৫.কল্লোল পত্রিকা কত সালে প্রকাশিত হয়?
ক.১৯২১ খ.১৯২২ গ.১৯২৩ ঘ.১৯২৪
৬.বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি?
ক.দিগদর্শন খ.সমাচার দর্পণ গ.সংবাদ প্রভাকর ঘ.তত্ত্ববোধিনী
৭."নারী শক্তি "পত্রিকার সম্পাদনা করেন কে?
ক.সুফিয়া কামাল খ.বেগম রোকেয়া গ.ডা. লুৎফর রহমান ঘ.জাহানারা ইমাম
৮.ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কি?
ক.কবিতা খ.আজাদ গ.স্বদেশ ঘ.আঙ্গুর
৯.কবিতা পত্রিকার সম্পাদক কে?
ক.বুদ্ধদেব বসু খ.অমিয় চক্রবর্তী গ.বিষ্ণু দে ঘ.জীবনানন্দ দাশ
১০." কালি ও কলম" পত্রিকার সম্পাদক কে?
ক.আবুল হোসেন খ.আবুল খায়ের গ.আকরাম খা ঘ.আবুল হাসনাত
১১.বাঙালী কর্তৃক প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
ক.বেংঙল গেজেট খ.সংবাদ প্রভাকর গ.বাঙাল গেজেট ঘ.রংপুর বার্তাবহ
১২.কাঙাল হরিনাথের শিষ্য কে ছিলেন?
ক.শেখ আব্দুর রহিম খ.মীর মশাররফ হোসেন গ.আব্দুল হাকিম ঘ.আব্দুর রহিম
১৩."বঙ্গদূত" পত্রিকা কত সালে প্রকাশিত হয়?
ক.১৮৩৯ খ.১৭৮০ গ.১৮৩৩ ঘ.১৮২৯
১৪.১৯২৩ সালে প্রকাশিত পত্রিকা কোনটি?
ক.কালিকলম খ.সবুজপত্র গ.প্রগতি ঘ.কল্লোল
১৫."মাসিক মোহাম্মদী" কত সালে প্রকাশিত হয়?
ক.১৯২৬ খ.১৯২৭ গ.১৯২৮ ঘ.১৯২৯