উন্নয়ন হলো জীবনের সাথে নিবিড়ভাবে সংযুক্ত একটি পন্থা বা পদ্ধতি। এটি প্রতিনিয়ত পরীক্ষণ, পরিষ্করণ, ... more উন্নয়ন হলো জীবনের সাথে নিবিড়ভাবে সংযুক্ত একটি পন্থা বা পদ্ধতি। এটি প্রতিনিয়ত পরীক্ষণ, পরিষ্করণ, সমন্বয় ও সাধনা দ্বারা পরিপুষ্ট হয়৷ নিছক অর্থশাস্ত্রের পরিমণ্ডলে আটকে না রেখে দার্শনিক তত্ত্বের মাধ্যমেও আমরা উন্নয়নকে ব্যাখ্যা করতে পারি৷ দার্শনিক দৃষ্টিতে, উন্নয়ন হলো সত্যের এক সজীব ও প্রগতিশীল প্রবৃত্তি৷ উন্নয়ন সব সময় প্রয়োগের অবস্থায় আছে। উন্নয়ন কখনো কোনো একটি বিন্দুতে আটকে যায় না বা কোনো ক্ষেত্রকে অন্তিম বা চূড়ান্ত সত্য দাবী করে না।
স্থানীয় পরিকল্পনার দ্বারা কর্তৃপক্ষ ও জনগণের মধ্যে দূরত্ব কমে যায়। ফলে গণতান্ত্রিক চর্চা সফল হয় ও... more স্থানীয় পরিকল্পনার দ্বারা কর্তৃপক্ষ ও জনগণের মধ্যে দূরত্ব কমে যায়। ফলে গণতান্ত্রিক চর্চা সফল হয় ও সবার মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধি পায়। স্থানীয় পরিকল্পনার মাধ্যমে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ প্রতিনিয়ত নিজের মতামত প্রদানের সুযোগ পায়। মতামত প্রদানের এই সুযোগ শুধু কথা বলার সুযোগ নয় বরং রাষ্ট্রীয় ও সামাজিক বিভিন্ন গঠনমূলক কাজে অংশগ্রহণ করার সুযোগ। এই সুযোগ যখন সাধারণ মানুষ পায় তখন পুরো রাষ্ট্রকাঠামো সমাজের প্রতিনিধি হিসেবে ব্যক্তির সার্বিক বিকাশ নিশ্চিত করতে পারে।
উন্নয়ন হলো জীবনের সাথে নিবিড়ভাবে সংযুক্ত একটি পন্থা বা পদ্ধতি। এটি প্রতিনিয়ত পরীক্ষণ, পরিষ্করণ, ... more উন্নয়ন হলো জীবনের সাথে নিবিড়ভাবে সংযুক্ত একটি পন্থা বা পদ্ধতি। এটি প্রতিনিয়ত পরীক্ষণ, পরিষ্করণ, সমন্বয় ও সাধনা দ্বারা পরিপুষ্ট হয়৷ নিছক অর্থশাস্ত্রের পরিমণ্ডলে আটকে না রেখে দার্শনিক তত্ত্বের মাধ্যমেও আমরা উন্নয়নকে ব্যাখ্যা করতে পারি৷ দার্শনিক দৃষ্টিতে, উন্নয়ন হলো সত্যের এক সজীব ও প্রগতিশীল প্রবৃত্তি৷ উন্নয়ন সব সময় প্রয়োগের অবস্থায় আছে। উন্নয়ন কখনো কোনো একটি বিন্দুতে আটকে যায় না বা কোনো ক্ষেত্রকে অন্তিম বা চূড়ান্ত সত্য দাবী করে না।
স্থানীয় পরিকল্পনার দ্বারা কর্তৃপক্ষ ও জনগণের মধ্যে দূরত্ব কমে যায়। ফলে গণতান্ত্রিক চর্চা সফল হয় ও... more স্থানীয় পরিকল্পনার দ্বারা কর্তৃপক্ষ ও জনগণের মধ্যে দূরত্ব কমে যায়। ফলে গণতান্ত্রিক চর্চা সফল হয় ও সবার মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধি পায়। স্থানীয় পরিকল্পনার মাধ্যমে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ প্রতিনিয়ত নিজের মতামত প্রদানের সুযোগ পায়। মতামত প্রদানের এই সুযোগ শুধু কথা বলার সুযোগ নয় বরং রাষ্ট্রীয় ও সামাজিক বিভিন্ন গঠনমূলক কাজে অংশগ্রহণ করার সুযোগ। এই সুযোগ যখন সাধারণ মানুষ পায় তখন পুরো রাষ্ট্রকাঠামো সমাজের প্রতিনিধি হিসেবে ব্যক্তির সার্বিক বিকাশ নিশ্চিত করতে পারে।
Uploads
Papers by Arya Sarothi